কলকাতা, 2 মে : বাংলায় তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও নন্দীগ্রামে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল নেত্রী নিজে বিষয়টিকে বেশি পাত্তা দিতে রাজি নন ৷ ঠিক সেভাবেই নন্দীগ্রামে মমতার পরাজয়কে ধর্তব্যের মধ্যে আনছেন না ফিরহাদ হাকিম ৷ কলকাতা বন্দর কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী বলছেন, ‘‘নন্দীগ্রাম বড় বিষয় নয় ৷ দু’-একটা আসন এদিক ওদিক হতেই পারে ৷
এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে প্রতিক্রিয়ায় জানান ফিরহাদ । তিনি বলেন, "আমি কলকাতা বন্দর থেকে প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছি । কিন্তু মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন ।" নন্দীগ্রাম প্রসঙ্গে তাঁর মন্তব্য, "291টি আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করেছে । বেশিরভাগ আসনেই তৃণমূল জয়যুক্ত হয়েছে । একটা বা দুটো আসনে এদিক ওদিক হলে তাতে কিছু আসে যায় না । তাই নন্দীগ্রাম খুব বড় বিষয় নয় ৷"
আরও পড়ুন : কাজে এল না সিদ্দিকি টনিক, এই প্রথম বিধানসভা বাম-কংগ্রেসহীন
আজ সকাল থেকেই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ফিরহাদ হাকিম । তাঁকে বলতে শোনা যায়, "টেনশন লেনা কা নেহি... দেনে কা হ্যায় ।" পাশাপাশি কোনওরকম বিজয় মিছিল যাতে না হয়, তা নিয়েও কর্মী ও সমর্থকদের সচেতন করে দেন তিনি । বলেন, "এটি বিজয় উল্লাসের সময় নয় ।"