ETV Bharat / state

টুইট করে রাজ্য়বাসীকে ভোট দেওয়ার আবেদন মুখ্য়মন্ত্রীর - assembly election 2021

আজ চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ সারা রাজ্য়ের 44টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ ভোটগ্রহণ কেন্দ্রর সংখ্য়া পনেরো হাজার নশো চল্লিশটি ৷

Mamata
মমতা (ফাইল ফোটো)
author img

By

Published : Apr 10, 2021, 9:57 AM IST

কলকাতা, 10 এপ্রিল : চতুর্থ দফার ভোটে সকলকে ভোট দেওয়ার আবেদন জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ সকালে একটি টুইট করেন তিনি ৷

ওই টুইটে মুখ্য়মন্ত্রী লেখেন, "আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।"

আরও পড়ুন- কোচবিহারে দলীয় এজ়েন্টদের বুথে ঢুকতে বাধা, কমিশনে নালিশ তৃণমূলের

আজ চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ সারা রাজ্য়ের 44টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ ভোটগ্রহণ কেন্দ্রর সংখ্য়া পনেরো হাজার নশো চল্লিশটি ৷

  • আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

    I urge my brothers and sisters in Bengal to come out in large numbers and exercise their democratic right today.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সকাল থেকেই বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায় ৷ কসবা, ভেটাগুড়ি, বেলুড় সহ বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর এসেছে ৷ কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও বিজেপির তরফে ৷

টুইট করে রাজ্য়বাসীকে ভোট দিতে উৎসাহ দিলেন অমিত শাহও ৷ তিনি টুইটে লেখেন, "যাঁরা এবার প্রথমবার ভোট দিচ্ছেন তাঁদের সকলের কাছে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি ৷"

কলকাতা, 10 এপ্রিল : চতুর্থ দফার ভোটে সকলকে ভোট দেওয়ার আবেদন জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ সকালে একটি টুইট করেন তিনি ৷

ওই টুইটে মুখ্য়মন্ত্রী লেখেন, "আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।"

আরও পড়ুন- কোচবিহারে দলীয় এজ়েন্টদের বুথে ঢুকতে বাধা, কমিশনে নালিশ তৃণমূলের

আজ চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ সারা রাজ্য়ের 44টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ ভোটগ্রহণ কেন্দ্রর সংখ্য়া পনেরো হাজার নশো চল্লিশটি ৷

  • আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

    I urge my brothers and sisters in Bengal to come out in large numbers and exercise their democratic right today.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সকাল থেকেই বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায় ৷ কসবা, ভেটাগুড়ি, বেলুড় সহ বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর এসেছে ৷ কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও বিজেপির তরফে ৷

টুইট করে রাজ্য়বাসীকে ভোট দিতে উৎসাহ দিলেন অমিত শাহও ৷ তিনি টুইটে লেখেন, "যাঁরা এবার প্রথমবার ভোট দিচ্ছেন তাঁদের সকলের কাছে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.