ETV Bharat / state

সাংবাদিক বৈঠকে মমতাকে একহাত নিলেন শমীক

কলকাতায় সাংবাদিক বৈঠক করে ভ্যাকসিন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । তিনি বললেন, বিজেপি ক্ষমতায় এসে ফ্রিতে ভ্যাকসিন দেবে ৷

সাংবাদিক বৈঠক করে মমতাকে একহাত নিলেন শমীক
সাংবাদিক বৈঠক করে মমতাকে একহাত নিলেন শমীক
author img

By

Published : Apr 23, 2021, 10:21 PM IST

কলকাতা , 23 এপ্রিল : " বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে প্রথম ক্যাবিনেট বৈঠকে ফ্রীতে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে । আমরাই ফ্রীতে ভ্যাকসিন দেব ৷’’ আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে এই কথা বলেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ।
এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রাজ্যের একজন সম্মানীয়া নেত্রী । তাঁর বক্তব্যের মর্যাদা আমরা রক্ষা করব । আমরাই রাজ্যের মানুষকে ফ্রীতে ভ্যাকসিন দেব । মুখ্যমন্ত্রী অক্সিজেন নিয়ে যে অভিযোগগুলো করছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ৷ বাংলা থেকে কোনও অক্সিজেন উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে না । এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী সুস্পষ্ট কোনও তথ্য দিতে পারবেন ?’’ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন নেই ? আজ পর্যন্ত কোনও ওষুধের জন্য প্রধানমন্ত্রীকে একটাও চিঠি পাঠিয়েছেন ?

ভ্যাকসিন প্রসঙ্গে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন শমীক
রাজ্যে কেন কোভিডের বেড সংখ্যা কমল । কেন পর্যাপ্ত সেফ হোম তৈরি করা হল না । সেই প্রশ্নও তোলেন তিনি ৷ রাজ্য সরকারের ব্যর্থতাকে ঢাকতেই এই ধরনের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ ন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর ৷

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

কলকাতা , 23 এপ্রিল : " বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে প্রথম ক্যাবিনেট বৈঠকে ফ্রীতে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে । আমরাই ফ্রীতে ভ্যাকসিন দেব ৷’’ আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে এই কথা বলেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ।
এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রাজ্যের একজন সম্মানীয়া নেত্রী । তাঁর বক্তব্যের মর্যাদা আমরা রক্ষা করব । আমরাই রাজ্যের মানুষকে ফ্রীতে ভ্যাকসিন দেব । মুখ্যমন্ত্রী অক্সিজেন নিয়ে যে অভিযোগগুলো করছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ৷ বাংলা থেকে কোনও অক্সিজেন উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে না । এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী সুস্পষ্ট কোনও তথ্য দিতে পারবেন ?’’ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন নেই ? আজ পর্যন্ত কোনও ওষুধের জন্য প্রধানমন্ত্রীকে একটাও চিঠি পাঠিয়েছেন ?

ভ্যাকসিন প্রসঙ্গে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন শমীক
রাজ্যে কেন কোভিডের বেড সংখ্যা কমল । কেন পর্যাপ্ত সেফ হোম তৈরি করা হল না । সেই প্রশ্নও তোলেন তিনি ৷ রাজ্য সরকারের ব্যর্থতাকে ঢাকতেই এই ধরনের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ ন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর ৷

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.