কলকাতা , 23 এপ্রিল : " বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে প্রথম ক্যাবিনেট বৈঠকে ফ্রীতে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে । আমরাই ফ্রীতে ভ্যাকসিন দেব ৷’’ আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে এই কথা বলেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ।
এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রাজ্যের একজন সম্মানীয়া নেত্রী । তাঁর বক্তব্যের মর্যাদা আমরা রক্ষা করব । আমরাই রাজ্যের মানুষকে ফ্রীতে ভ্যাকসিন দেব । মুখ্যমন্ত্রী অক্সিজেন নিয়ে যে অভিযোগগুলো করছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ৷ বাংলা থেকে কোনও অক্সিজেন উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে না । এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী সুস্পষ্ট কোনও তথ্য দিতে পারবেন ?’’ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন নেই ? আজ পর্যন্ত কোনও ওষুধের জন্য প্রধানমন্ত্রীকে একটাও চিঠি পাঠিয়েছেন ?
আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা