ETV Bharat / state

শোভা মজুমদারের মৃত্য়ুর ঘটনায় রাজ্য়পালকে স্মারকলিপি বিজেপির

26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এমনটাই অভিযোগ বিজেপির । গতকাল সকালে শোভা মজুমদারের মৃত্যু হয়। এরপরেই রাজ্য়পালের সঙ্গে দেখা করে বিজেপি মহিলা মোর্চার একটি প্রতিনিধিদল ৷

bjp
রাজ্য়পালের কাছে স্মারকলিপি বিজেপির
author img

By

Published : Mar 30, 2021, 10:16 AM IST

Updated : Mar 30, 2021, 10:45 AM IST

কলকাতা, 30 মার্চ : নিমতার বিজেপি কর্মীর মায়ের মৃত্য়ুর ঘটনায় রাজ্য়পাল জগদীপ ধনকড়ের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল ৷ তাঁর প্রশ্ন, বিজেপি করে বলে কি কারোর বাঁচার অধিকার নেই ? ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি ৷

26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এমনটাই অভিযোগ বিজেপির । গতকাল সকালে শোভা মজুমদারের মৃত্যু হয়। এরপরেই রাজ্য়পালের সঙ্গে দেখা করে বিজেপি মহিলা মোর্চার একটি প্রতিনিধিদল ৷ যার নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা ৷

স্মারকলিপিতে অগ্নিমিত্রারা লিখেছেন , "শোভা মজুমদারের মৃত্য়ুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ তৃণমূলের গুন্ডাবিহীন তাঁর উপর অত্য়াচার করে খুন করেছে ৷ তাঁকে মাটিতে ফেলে হামলা, মারধর করা হয় ৷ এমনকি, তাঁকে মুখ খুলতেও নিষেধ করা হয় ৷ মুখ খুললে পরিস্থিতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয় ৷ "

আরও পড়ুন- মা সোনার বাংলা দেখে গেলেন না: অগ্নিমিত্রা

তিনি আরও লিখেছেন, শোভাদেবীও বাংলার একজন মেয়ে ছিলেন ৷ কিন্তু বাংলার মেয়েকেই মারধর করছে তৃণমূল কংগ্রেস ৷ পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এবিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ ৷ পুরো বিষয়ে নিষ্ক্রিয় তারা ৷ মৃত্য়ুর ঘটনা প্রকাশ হতেই একের পর এক টুইট করে রাজ্য় সরকার ও মমতা বন্দ্য়োপাধ্য়েয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন অমিত শাহ থেকে অমিত মালব্য় ৷

যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে ৷ শোভা মজুমদারকে মারধরের ঘটনায় 5 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছিল ব্য়ারাকপুর পুলিশ ৷ অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে ৷

কলকাতা, 30 মার্চ : নিমতার বিজেপি কর্মীর মায়ের মৃত্য়ুর ঘটনায় রাজ্য়পাল জগদীপ ধনকড়ের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল ৷ তাঁর প্রশ্ন, বিজেপি করে বলে কি কারোর বাঁচার অধিকার নেই ? ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি ৷

26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এমনটাই অভিযোগ বিজেপির । গতকাল সকালে শোভা মজুমদারের মৃত্যু হয়। এরপরেই রাজ্য়পালের সঙ্গে দেখা করে বিজেপি মহিলা মোর্চার একটি প্রতিনিধিদল ৷ যার নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা ৷

স্মারকলিপিতে অগ্নিমিত্রারা লিখেছেন , "শোভা মজুমদারের মৃত্য়ুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ তৃণমূলের গুন্ডাবিহীন তাঁর উপর অত্য়াচার করে খুন করেছে ৷ তাঁকে মাটিতে ফেলে হামলা, মারধর করা হয় ৷ এমনকি, তাঁকে মুখ খুলতেও নিষেধ করা হয় ৷ মুখ খুললে পরিস্থিতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয় ৷ "

আরও পড়ুন- মা সোনার বাংলা দেখে গেলেন না: অগ্নিমিত্রা

তিনি আরও লিখেছেন, শোভাদেবীও বাংলার একজন মেয়ে ছিলেন ৷ কিন্তু বাংলার মেয়েকেই মারধর করছে তৃণমূল কংগ্রেস ৷ পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এবিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ ৷ পুরো বিষয়ে নিষ্ক্রিয় তারা ৷ মৃত্য়ুর ঘটনা প্রকাশ হতেই একের পর এক টুইট করে রাজ্য় সরকার ও মমতা বন্দ্য়োপাধ্য়েয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন অমিত শাহ থেকে অমিত মালব্য় ৷

যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে ৷ শোভা মজুমদারকে মারধরের ঘটনায় 5 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছিল ব্য়ারাকপুর পুলিশ ৷ অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে ৷

Last Updated : Mar 30, 2021, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.