কলকাতা, 11 এপ্রিল: "কাল শীতলকুচিতে কমিশন যেভাবে ব্যর্থ হয়েছে তাতে নির্বাচন কমিশনের উপর আস্থা-ভরসা হারিয়ে ফেলেছে বাংলার মানুষ ৷ আমি চাই, নির্বাচন কমিশন নির্দ্বিধায় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যাদের কারণে এই পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করুক ৷" শীতলকুচির ঘটনায় এই প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷
রবিবার কলকাতায় চৌরঙ্গী বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের সমর্থনে প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে অধীর জানান, সঠিক তদন্তের ব্যবস্থা না করলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা থাকবে না ৷ তিনি বলেন, " নির্বাচন কমিশন যদি যারা গুলি চালিয়েছে তাদের ভাষায় কথা বলে তাহলে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন থাকবে না ৷ বাংলার মানুষের কমিশনের প্রতি আস্থা ভেঙে গেছে ৷" কোচবিহারে গুলি চালনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা ইসি নয়, মোদির কোড অব কন্ডাক্ট ৷ এই নিয়ে অধীর অবশ্য স্পষ্ট জানিয়ে দেন, সেটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মতামত ৷ কেন তিনি এমন কথা বলেছেন তা তিনি জানেন না ৷
আগামী 72 ঘণ্টা শীতলকুচিতে কোনও রাজনৈতিক দল ঢুকতে পারবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ এর প্রতিক্রিয়ায় অধীর বলেন, "আইন-শৃঙ্খলার সম্পূর্ণ দায় এখন নির্বাচন কমিশনের ৷ তারা যদি বলে এখন তা মানতে হবে ৷" এরপরই কটাক্ষ করে বলেন, "আমরা তো আর বন্দুক নিয়ে নির্বাচন কমিশনের ফৌজের বিরুদ্ধে লড়তে পারব না ৷ আমরা গণতান্ত্রিক দল করি ৷ স্বাভাবিক ভাবেই আমাদের তাদের কথা মতোই চলতে হবে ৷"
তবে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে অধীর বলেন, "কমিশন ব্যর্থ ৷ তাদের আমরা মেনে চললেও কমিশনের ব্যর্থতার ঘোর নিন্দা করছি ৷ নির্বাচন কমিশন তাদের দায় এড়িয়ে যেতে পারে না ৷ নির্বাচন কমিশন নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করুক এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করুক ৷"
এদিন সন্তোষ পাঠকের সমর্থনে মিছিলে অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিমান বসু ।