কলকাতা, 3 এপ্রিল : রাজ্যে দু'দফা নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ বাকি রয়েছে আরও 6 দফা নির্বাচন ৷ আর সেই নির্বাচনের রূপরেখা নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন ৷ সিইও আরিজ আফতাবের নেতৃত্বে এই জরুরি বৈঠক হয় ৷ আর তাতেই সিদ্ধান্ত হয়, চতুর্থ দফার আগেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে ৷
তৃতীয় দফার পরেই রাজ্য আসবে আরও 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ আপাতত রাজ্যে মোট 1 হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৷ জানিয়ে দিল কমিশন ৷ নির্বাচন কমিশনের বেঠকে উপস্থিত ছিলেন আইজি বিএসএফ ও এডিজি আইন শৃঙ্খলা ৷
আরও পড়ুন : শুধু নন্দীগ্রামেই 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
দ্বিতীয় দফা নির্বাচনের যে পরিমাণ হিংসা ও বিশৃঙ্খলা চলেছে তারপর আর বাকি দফার নির্বাচনগুলি কোনও ভাবেই হালকা হাতে নিতে রাজি নয় কমিশন ৷ তবে 1 হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পর আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে কিনা তা নিয়ে স্পষ্ট জানায়নি নির্বাচন কমিশন ৷
তৃতীয় দফা নির্বাচনে বারুইপুর পুলিশ জেলায় 130 কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 113 কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় 64 কোম্পানি, হুগলি রুরালে 167 কোম্পানি, হাওড়া রুরালে 133 কোম্পানি এবং হাওড়া সিটিতে 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৷