ETV Bharat / state

মানিকতলায় বিজেপির সভায় উত্তেজনা, পুলিশের সঙ্গে গন্ডগোল - bjp

শনিবার মানিকতলায় উত্তেজনা ছড়াল বিজেপির সভায় ৷ এদিন বিজেপির সভার পাশেই তৃণমূলের মাইক বাজছিল ৷ বিজেপি কর্মীরা তৃণমূলের মাইক বন্ধ করার দাবি জানান ৷ তাঁদের দাবি, তাঁরা এখানে সভা করার জন্য আগে অনুমতি নিয়েছেন ৷ তার মধ্যে এখন কীভাবে তৃণমূল মাইক বাজাতে পারে ? এই নিয়ে বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে বচসা বাধে ৷ পরে দিলীপ ঘোষের ভাষণ শুরু হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় ৷

মানিকতলায় বিজেপির সভায় উত্তেজনা ৷
মানিকতলায় বিজেপির সভায় উত্তেজনা ৷
author img

By

Published : Apr 24, 2021, 9:25 PM IST

কলকাতা, 24 এপ্রিল: শনিবার মানিকতলায় বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল । সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায় ৷ বিজেপির সভায় পাশে তৃণমূল মাইক লাগানো নিয়ে উত্তেজনা তৈরি হয় । বিজেপি দাবি জানায়, তৃণমূলকে তাদের মাইক খুলে নিতে হবে ৷ এই নিয়ে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয় ৷

এদিন মানিকতলায় 14 নম্বর ওয়ার্ডে মানিকপুকুরে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের সভা ছিল । বিজেপির সভা শুরু হওয়ার আগে বিজেপির সভার সামনে তৃণমূল কংগ্রেস মাইক লাগিয়ে আগেই সভা শুরু করে । এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি । সভায় দিলীপ ঘোষের ভাষণ চলাকালীনই গন্ডগোল বাধে । বিজেপির দাবি, অবিলম্ভে মাইক খুলতে হবে তৃণমূলকে ।

মানিকতলায় দিলীপ ঘোষের সভায় উত্তেজনা ৷

মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে পুলিশকে জানান, তৃণমূলের মাইক খুলতে হবে । কারণ তাঁরা অনেক আগেই পুলিশের অনুমতি নিয়েছে । পুলিশের অনুমতি নিয়েই তাঁরা এই সভা করছেন । তাহলে কীভাবে এখানে বিজেপির সভার আগেই তৃণমূল মাইক লাগিয়ে সভা করছে । এরপরই বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা পুলিশকে দেখেই উত্তেজিত হয়ে যান । তাঁরা ক্ষোভে ফেটে পড়েন । পরে দিলীপ ঘোষ ভাষণ শুরু করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

আরও পড়ুন: নির্বাচন পরবর্তী হিংসা নৈহাটিতে, দায় নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর

কলকাতা, 24 এপ্রিল: শনিবার মানিকতলায় বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল । সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায় ৷ বিজেপির সভায় পাশে তৃণমূল মাইক লাগানো নিয়ে উত্তেজনা তৈরি হয় । বিজেপি দাবি জানায়, তৃণমূলকে তাদের মাইক খুলে নিতে হবে ৷ এই নিয়ে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয় ৷

এদিন মানিকতলায় 14 নম্বর ওয়ার্ডে মানিকপুকুরে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের সভা ছিল । বিজেপির সভা শুরু হওয়ার আগে বিজেপির সভার সামনে তৃণমূল কংগ্রেস মাইক লাগিয়ে আগেই সভা শুরু করে । এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি । সভায় দিলীপ ঘোষের ভাষণ চলাকালীনই গন্ডগোল বাধে । বিজেপির দাবি, অবিলম্ভে মাইক খুলতে হবে তৃণমূলকে ।

মানিকতলায় দিলীপ ঘোষের সভায় উত্তেজনা ৷

মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে পুলিশকে জানান, তৃণমূলের মাইক খুলতে হবে । কারণ তাঁরা অনেক আগেই পুলিশের অনুমতি নিয়েছে । পুলিশের অনুমতি নিয়েই তাঁরা এই সভা করছেন । তাহলে কীভাবে এখানে বিজেপির সভার আগেই তৃণমূল মাইক লাগিয়ে সভা করছে । এরপরই বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা পুলিশকে দেখেই উত্তেজিত হয়ে যান । তাঁরা ক্ষোভে ফেটে পড়েন । পরে দিলীপ ঘোষ ভাষণ শুরু করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

আরও পড়ুন: নির্বাচন পরবর্তী হিংসা নৈহাটিতে, দায় নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.