ETV Bharat / state

Bratya Basu: আচার্যই উপাচার্য বিতর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Bratya Basu Slams Governor Bose: রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই ৷ নয়া উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত আচার্য হিসেবে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ এই ইস্যুতে এবার আইনে পথে হাঁটার কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

Bratya Basu-Governor CV Ananda Bose
Bratya Basu-Governor CV Ananda Bose
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 4:41 PM IST

আচার্যই উপাচার্য বিতর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

কলকাতা, 1 সেপ্টেম্বর: এবার উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাবেন আচার্যই । বৃহস্পতিবার এই প্রসঙ্গ সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল । শুক্রবার রাজ্য বিধানসভায় এই নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এই বিষয় নিয়ে আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার, এ দিন সেই কথাই জানিয়ে দিলেন তিনি । বিষয়টি নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে তিনি জানান ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘কী বলবো বুঝতে পারছি না । আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই ৷ বলতে চাই কীভাবে বাংলার রাজ্যপাল (সিভি আনন্দ বোস) বাংলা প্রবাদকে কার্যকরী করছেন । যাহা চালভাজা তাহাই মুড়ি ! যিনি আচার্য, তিনিই উপাচার্য ! কোন আইনে এটা হয়, জানি না । রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে । আইনি পথে যাচ্ছে রাজ্য ।’’

প্রসঙ্গত, অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় অচলাবস্থা তৈরি হয়েছে ৷ এর ফলে সমস্যায় পড়ছেন সেখানকার পড়ুয়ারা । ছাত্র-ছাত্রীদের সেই সমস্যা মেটাতে বৃহস্পতিবার রাজ্যপালের তরফে জানানো হয় উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে তিনি উপাচার্যের ভূমিকা পালন করবেন ৷ রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই ৷ সেই সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত নিজেই সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস । রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্ত নজিরবিহীন বলেই অনেকে মনে করছেন । ফলে প্রশ্ন উত্তর শুরু করে একজন আচার্য কীভাবে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন !

আরও পড়ুন: নয়া সিদ্ধান্ত ! বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদে বসছেন রাজ্যপাল

এর আগে রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একের পর এক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে শুরু করেন রাজ্যপাল ৷ এই নিয়ে ব্যাপক বিতর্ক ৷ সেই বিতর্কের জল গড়ায় আদালত পর্যন্ত ৷ এবার রাজ্যপালের উপাচার্যের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে মামলা হওয়ার সম্ভাবনা তৈরি হল ৷ এখন দেখার এবার পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায় !

আচার্যই উপাচার্য বিতর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

কলকাতা, 1 সেপ্টেম্বর: এবার উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাবেন আচার্যই । বৃহস্পতিবার এই প্রসঙ্গ সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল । শুক্রবার রাজ্য বিধানসভায় এই নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এই বিষয় নিয়ে আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার, এ দিন সেই কথাই জানিয়ে দিলেন তিনি । বিষয়টি নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে তিনি জানান ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘কী বলবো বুঝতে পারছি না । আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই ৷ বলতে চাই কীভাবে বাংলার রাজ্যপাল (সিভি আনন্দ বোস) বাংলা প্রবাদকে কার্যকরী করছেন । যাহা চালভাজা তাহাই মুড়ি ! যিনি আচার্য, তিনিই উপাচার্য ! কোন আইনে এটা হয়, জানি না । রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে । আইনি পথে যাচ্ছে রাজ্য ।’’

প্রসঙ্গত, অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় অচলাবস্থা তৈরি হয়েছে ৷ এর ফলে সমস্যায় পড়ছেন সেখানকার পড়ুয়ারা । ছাত্র-ছাত্রীদের সেই সমস্যা মেটাতে বৃহস্পতিবার রাজ্যপালের তরফে জানানো হয় উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে তিনি উপাচার্যের ভূমিকা পালন করবেন ৷ রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই ৷ সেই সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত নিজেই সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস । রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্ত নজিরবিহীন বলেই অনেকে মনে করছেন । ফলে প্রশ্ন উত্তর শুরু করে একজন আচার্য কীভাবে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন !

আরও পড়ুন: নয়া সিদ্ধান্ত ! বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদে বসছেন রাজ্যপাল

এর আগে রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একের পর এক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে শুরু করেন রাজ্যপাল ৷ এই নিয়ে ব্যাপক বিতর্ক ৷ সেই বিতর্কের জল গড়ায় আদালত পর্যন্ত ৷ এবার রাজ্যপালের উপাচার্যের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে মামলা হওয়ার সম্ভাবনা তৈরি হল ৷ এখন দেখার এবার পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.