ETV Bharat / state

কলকাতা হাইকোর্টের গেটে স্যানিটাইজ়েশন টানেল বসানোর সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

author img

By

Published : Jul 19, 2020, 7:52 PM IST

কোরোনা পরিস্থিতিতে আইনজীবিদের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টের তিনটি গেটে স্যানিটাইজ়েশন টানেল বসানোর সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের । জারি বিজ্ঞপ্তি ।

Sanitization tunnel at calcutta high court, bar association of calcutta high court
Sanitization tunnel at calcutta high court, bar association of calcutta high court

কলকাতা, 19 জুলাই : আইনজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টের তিনটি গেটে স্যানিটাইজ়েশন টানেল বসানোর সিদ্ধান্ত নিল বার অ্যাসোসিয়েশন । পাশাপাশি হাইকোর্টের সমস্ত শৌচালয়গুলিতে অটোমেটিক সেন্সর ট্যাপ বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । আজ কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ।

এই প্রকল্প দু'টির রূপায়ণে যে অর্থের প্রয়োজন তা বার অ্যাসোসিয়েশন নিজেদের উদ্যোগে জোগাড় করবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । তবে সেটা কীভাবে তা পরিষ্কার নয় । বার অ্যাসোসিয়েশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বাথরুমে যে সাধারণ কল ব্যবহার করা হয় সেটা একটা অন্যতম কারণ । প্রতিদিন হাজার হাজার আইনজীবী, তাঁদের ক্লার্ক এছাড়াও আইনি পেশার সঙ্গে যুক্ত আরও অনেক মানুষ সেইসঙ্গে সাধারণ মামলাকারীরা হাজির হন আদালতে । প্রত্যেকেই ব্যবহার করেন ওই সমস্ত শৌচালয় । প্রতিদিন ওই সমস্ত জলের কলগুলো স্যানিটাইজ় করা সম্ভব নয় । তাই বার অটোমেটিক ট্যাপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

যদিও এই টাকা জোগাড় করা হবে কোথা থেকে তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে এই প্রকল্প রূপায়ণে অ্যাসোসিয়েশনের হাতে এই মুহূর্তে কোনও টাকা নেই । তবে বিভিন্ন মানুষের কাছে অনুদান চাইলে পেয়ে টাকা জোগাড় হয়ে যাবে বলে জানানো হয়েছে ।

কিছুদিন আগেই বার অ্যাসোসিয়েশন প্রায় 900 আইনজীবীকে 2000 টাকা করে দেওয়ার জন্য 18 লাখ টাকা অনুদান পেয়েছিল বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে । অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে এক টাকাও খরচ করতে হয়নি । এক্ষেত্রেও আর্থিক লেনদেনের ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে বলে বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে । অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোককুমার ধান ধানিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তিনি এই ব্যাপারে নিজের ব্যক্তিগত ফান্ড থেকে কোনও অর্থ খরচ করছেন কি না । তবে তিনি কোনও উত্তর দিতে চাননি ।

কলকাতা, 19 জুলাই : আইনজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টের তিনটি গেটে স্যানিটাইজ়েশন টানেল বসানোর সিদ্ধান্ত নিল বার অ্যাসোসিয়েশন । পাশাপাশি হাইকোর্টের সমস্ত শৌচালয়গুলিতে অটোমেটিক সেন্সর ট্যাপ বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । আজ কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ।

এই প্রকল্প দু'টির রূপায়ণে যে অর্থের প্রয়োজন তা বার অ্যাসোসিয়েশন নিজেদের উদ্যোগে জোগাড় করবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । তবে সেটা কীভাবে তা পরিষ্কার নয় । বার অ্যাসোসিয়েশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বাথরুমে যে সাধারণ কল ব্যবহার করা হয় সেটা একটা অন্যতম কারণ । প্রতিদিন হাজার হাজার আইনজীবী, তাঁদের ক্লার্ক এছাড়াও আইনি পেশার সঙ্গে যুক্ত আরও অনেক মানুষ সেইসঙ্গে সাধারণ মামলাকারীরা হাজির হন আদালতে । প্রত্যেকেই ব্যবহার করেন ওই সমস্ত শৌচালয় । প্রতিদিন ওই সমস্ত জলের কলগুলো স্যানিটাইজ় করা সম্ভব নয় । তাই বার অটোমেটিক ট্যাপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

যদিও এই টাকা জোগাড় করা হবে কোথা থেকে তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে এই প্রকল্প রূপায়ণে অ্যাসোসিয়েশনের হাতে এই মুহূর্তে কোনও টাকা নেই । তবে বিভিন্ন মানুষের কাছে অনুদান চাইলে পেয়ে টাকা জোগাড় হয়ে যাবে বলে জানানো হয়েছে ।

কিছুদিন আগেই বার অ্যাসোসিয়েশন প্রায় 900 আইনজীবীকে 2000 টাকা করে দেওয়ার জন্য 18 লাখ টাকা অনুদান পেয়েছিল বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে । অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে এক টাকাও খরচ করতে হয়নি । এক্ষেত্রেও আর্থিক লেনদেনের ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে বলে বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে । অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোককুমার ধান ধানিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তিনি এই ব্যাপারে নিজের ব্যক্তিগত ফান্ড থেকে কোনও অর্থ খরচ করছেন কি না । তবে তিনি কোনও উত্তর দিতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.