ETV Bharat / state

ফুড অ্যাপে ফের ব্যাঙ্ক প্রতারণা, সন্দেহের তীরে জামতারা গ্যাং - কলকাতা পুলিশ

অনলাইন ফুড অ্যাপে বিরিয়ানি অর্ডার করে ব্যাঙ্ক প্রতারণার শিকার যুবক । খোয়া গেছে বেশ কিছু টাকা । পুলিশের ধারণা, এটি জামতারা গ্যাং নামে একটি প্রতারণা চক্রের কাজ ।

food app
গ্রাফিক্স
author img

By

Published : Dec 5, 2019, 2:55 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর : পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সাবধান বাণী । তারপরও কোনও লাভ হয়নি । ফের সামনে এল ফুড অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা । অনলাইন ফুড অ্যাপে অর্ডার দিয়ে প্রতারণার কবলে পড়লেন এক গ্রাহক । খোয়ালেন বেশ কিছু টাকা । ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায় । পুলিশের সন্দেহ, এর পেছনে রয়েছে জামতারা গ্যাংয়ের কারসাজি ।

রাজীব ঘোষ নামে এক যুবকের দাবি, একটি জনপ্রিয় ফুড অ্যাপের মাধ্যমে তিনি বিরিয়ানি অর্ডার করেছিলেন । তারপর ইন্টারনেট থেকে পাওয়া ফোন নম্বরে ওই অ্যাপের ব্যক্তিদের ফোন করেন । কিছুক্ষণ পরে অন্য এক নম্বর থেকে ফোন আসে । তিনি একটি লিংক পাঠান । সেই লিংকে ক্লিক করার পর ঘটে বিপত্তি । অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় বেশ কিছু টাকা ।

বিভিন্ন অনলাইন ফুড অ্যাপের ক্ষেত্রেই ঘটছে এমন ধরনের ঘটনা । তদন্তে নেমে কলকাতা পুলিশ বুঝতে পেরেছে এই প্রতারণার ঘটনার সঙ্গে ওই অনলাইন ফুড সাপ্লাই অ্যাপের কোনও সম্পর্ক নেই । অন্য প্রতারক দল সুচতুরভাবে চালাচ্ছে প্রতারণা চক্র । প্রাথমিকভাবে সাইবার ক্রাইম বিভাগ পেয়েছে কিছু ক্লু । দেখা যাচ্ছে ট্যুইটার হ্যান্ডেল কিংবা সাধারণ গুগল সার্চে অনলাইন ফুড সাপ্লাই অফিস কাস্টমার কেয়ারের খোঁজ করলেই ফুটে উঠছে কিছু মোবাইল নম্বর । যেখানে বলা হচ্ছে 24 ঘণ্টার মধ্যেই যে কোনও সমস্যার সমাধান করা হয় । আশ্চর্যজনকভাবে এই নম্বরগুলো সার্চের একেবারে উপরের দিকে থাকছে । অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)- কেও ব্যবহার করছে প্রতারকরা । সার্চে উঠে আসা নম্বরে ফোন করলে নানা অছিলায় নেওয়া হচ্ছে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কিংবা বলা হচ্ছে অনলাইন ট্রানজ়্যাকশন করার জন্য । আর এই ফাঁদে পা দিলেই বিপদে পড়ছেন সাধারণ মানুষ ।

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "এমন বেশ কিছু অভিযোগ আমরা পাচ্ছি । খুব বুঝেশুনেই অনলাইন ট্রানজ়্যাকশন করা উচিত । অবলম্বন করতে হবে সাবধানতা । এই ঘটনাগুলোর তদন্ত চলছে ।" তবে আগের বেশ কয়েকটি ঘটনার সূত্র ধরে পুলিশের ধারণা, এটিও ঘটিয়েছে জামতারা গ্যাং।

কলকাতা, 5 ডিসেম্বর : পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সাবধান বাণী । তারপরও কোনও লাভ হয়নি । ফের সামনে এল ফুড অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা । অনলাইন ফুড অ্যাপে অর্ডার দিয়ে প্রতারণার কবলে পড়লেন এক গ্রাহক । খোয়ালেন বেশ কিছু টাকা । ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায় । পুলিশের সন্দেহ, এর পেছনে রয়েছে জামতারা গ্যাংয়ের কারসাজি ।

রাজীব ঘোষ নামে এক যুবকের দাবি, একটি জনপ্রিয় ফুড অ্যাপের মাধ্যমে তিনি বিরিয়ানি অর্ডার করেছিলেন । তারপর ইন্টারনেট থেকে পাওয়া ফোন নম্বরে ওই অ্যাপের ব্যক্তিদের ফোন করেন । কিছুক্ষণ পরে অন্য এক নম্বর থেকে ফোন আসে । তিনি একটি লিংক পাঠান । সেই লিংকে ক্লিক করার পর ঘটে বিপত্তি । অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় বেশ কিছু টাকা ।

বিভিন্ন অনলাইন ফুড অ্যাপের ক্ষেত্রেই ঘটছে এমন ধরনের ঘটনা । তদন্তে নেমে কলকাতা পুলিশ বুঝতে পেরেছে এই প্রতারণার ঘটনার সঙ্গে ওই অনলাইন ফুড সাপ্লাই অ্যাপের কোনও সম্পর্ক নেই । অন্য প্রতারক দল সুচতুরভাবে চালাচ্ছে প্রতারণা চক্র । প্রাথমিকভাবে সাইবার ক্রাইম বিভাগ পেয়েছে কিছু ক্লু । দেখা যাচ্ছে ট্যুইটার হ্যান্ডেল কিংবা সাধারণ গুগল সার্চে অনলাইন ফুড সাপ্লাই অফিস কাস্টমার কেয়ারের খোঁজ করলেই ফুটে উঠছে কিছু মোবাইল নম্বর । যেখানে বলা হচ্ছে 24 ঘণ্টার মধ্যেই যে কোনও সমস্যার সমাধান করা হয় । আশ্চর্যজনকভাবে এই নম্বরগুলো সার্চের একেবারে উপরের দিকে থাকছে । অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)- কেও ব্যবহার করছে প্রতারকরা । সার্চে উঠে আসা নম্বরে ফোন করলে নানা অছিলায় নেওয়া হচ্ছে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কিংবা বলা হচ্ছে অনলাইন ট্রানজ়্যাকশন করার জন্য । আর এই ফাঁদে পা দিলেই বিপদে পড়ছেন সাধারণ মানুষ ।

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "এমন বেশ কিছু অভিযোগ আমরা পাচ্ছি । খুব বুঝেশুনেই অনলাইন ট্রানজ়্যাকশন করা উচিত । অবলম্বন করতে হবে সাবধানতা । এই ঘটনাগুলোর তদন্ত চলছে ।" তবে আগের বেশ কয়েকটি ঘটনার সূত্র ধরে পুলিশের ধারণা, এটিও ঘটিয়েছে জামতারা গ্যাং।

Intro:কলকাতা, 5 ডিসেম্বর: ইটিভি ভারতে খবর হয়েছিল আগেই। পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সাবধান বাণী। তার পরেও বেড়ে চলেছে ফুড অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা। ফের সামনে এল তেমনই একটি বিষয়। অনলাইন ফুড অ্যাপে অর্ডার দিয়ে প্রতারণার কবলে পড়লেন এক গ্রাহক। খোয়ালেন বেশ কিছু টাকা। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায়। পুলিশের সন্দেহ, এর পেছনে রয়েছে জামতারা গ্যাংয়ের কারসাজি।Body:রাজীব ঘোষ নামে এক যুবকের দাবি, একটি জনপ্রিয় ফুড অ্যাপের মাধ্যমে তিনি বিরিয়ানি অর্ডার করেছিলেন। সঙ্গত কারণে ইন্টারনেট থেকে পাওয়া ফোন নাম্বারে ওই অ্যাপের ব্যক্তিদের ফোন করেন তিনি। কিছু পরে অন্য এক নম্বর থেকে ফোন আসে। তিনি একটি লিংক পাঠান। সেই লিংকে ক্লিক করার পর ঘটে বিপত্তি। একাউন্ট থেকে কেটে নেওয়া হয় বেশ কিছু টাকা।


বিভিন্ন অনলাইন ফুড অ্যাপের ক্ষেত্রেই ঘটছে এমন ধরনের ঘটনা। তদন্তে নেমে কলকাতা পুলিশ বুঝতে পেরেছে এই প্রতারণার ঘটনার সঙ্গে ওই অনলাইন ফুড সাপ্লাই অ্যাপের কোন সম্পর্ক নেই। অন্য প্রতারক দল সুচতুরভাবে চালাচ্ছে প্রতারণা চক্র। প্রাথমিকভাবে সাইবার ক্রাইম বিভাগ পেয়েছে কিছু ক্লু। দেখা যাচ্ছে ট্যুইটার হ্যান্ডেল কিংবা সাধারণ গুগল সার্চে অনলাইন ফুড সাপ্লাই অফিস কাস্টমার কেয়ারের খোঁজ করলেই ফুটে উঠছে কিছু মোবাইল নাম্বার। যেখানে বলা হচ্ছে 24 ঘণ্টার মধ্যেই যে কোনো সমস্যার সমাধান করা হয়। আশ্চর্যজনক ভাবে এই নাম্বারগুলো সার্চের একেবারে উপরের দিকে থাকছে। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)কেও ব্যবহার করছে প্রতারকরা। সার্চে উঠে আসা নম্বরে ফোন করলে নানা অছিলায় নেওয়া হচ্ছে একাউন্ট সংক্রান্ত তথ্য কিংবা বলা হচ্ছে অনলাইন ট্রানস্যাকশন করার জন্য। আর এই ফাঁদে পা দিলেই বিপদে পড়ছেন সাধারণ মানুষজন। Conclusion:এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, “ এমন বেশ কিছু অভিযোগ আমরা পাচ্ছি। খুব বুঝেশুনেই অনলাইন ট্রানজেকশন করা উচিত। অবলম্বন করতে হবে সাবধানতা। এই ঘটনাগুলোর তদন্ত চলছে।" তবে আগের বেশ কয়েকটি ঘটনার সূত্র ধরে পুলিশের ধারণা, এটিও ঘটিয়েছে জামতারা গ্যাং।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.