কলকাতা, 25 এপ্রিল : বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে মিলে গেছে অনুমতি । এরাজ্যে মিলছে না ATM-এর সিকিউরিটি পার্সোনালদের অস্ত্র রাখার অনুমতি । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না । এবার এমনই অভিযোগ উঠল । তার জেরে ATM-এ নগদ টাকার সংকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে । অভিযোগ, সংকট ইতিমধ্যেই তৈরি হয়েছে আসানসোল দুর্গাপুরে । অবিলম্বে অনুমতি না মিললে কলকাতাতেও নগদ টাকার সংকট তৈরি হওয়ার আশঙ্কা ।
রাইটার । এই সংস্থাটি ATM-এ টাকা যোগান দেওয়ার কাজ করে । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), অ্যাক্সিস, ICICI এর মতো সরকারি বেসরকারি ব্যাঙ্ককের ATM-এ টাকা জোগান দেওয়ার কাজ করে তারা । রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র গাইডলাইন বলছে, ATM-এর টাকা নিয়ে যাওয়ার সময় দু'জন অস্ত্রধারী রক্ষী থাকা বাধ্যতামুলক । কিন্তু নির্বাচনের কারণে কমিশনের নির্দেশ মোতাবেক লাইসেন্স শাখা অস্ত্র জমা দিতে হয়েছে । তার জেরে ATM-এর নিরাপত্তারক্ষীদের অস্ত্রও জমা পড়েছে ।
রাইটারের পূর্বাঞ্চলীয় শাখার চিফ সিকিউরিটি অফিসার সুধাংশু সিং বলেন, "পুরো বিষয়টির গুরুত্ব বুঝে বিগত দিনে নিরাপত্তারক্ষীদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর । 2014 সাল কিংবা 2016 সালের নির্বাচনে আমরা সেই নির্দেশ পেয়েছিলাম । কিন্তু এবার বারবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে কড়া নাড়লেও অনুমতি মিলছে না । কী করব কিছুই বুঝে উঠতে পারছি না । দুর্গাপুর আসানসোলে ATM-এ টাকা দিতে সমস্যা হচ্ছে । অনুমতি না পাওয়া গেলে কলকাতাতেও একই সমস্যা হবে । কারণ রিজ়ার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী ATM-এ টাকা নিয়ে যাওয়ার সময় দু'জন নিরাপত্তারক্ষী রাখতেই হয় ।"
দিন কয়েক আগে রাজ্যের শুটাররা অভিযোগ করেছিলেন, তাঁদের কাছে অস্ত্র রাখার অনুমতি মিলছে না । বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়েছিল, তাদের আবেদনের পদ্ধতিগত ত্রুটি আছে । এবার ATM-এ নগদ জোগানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উঠছে অভিযোগ । যদিও মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের এক কর্তা বলেন, "এর আগে যাঁরা এসেছিলেন তাঁদের বলে দেওয়া হয়েছে কী করতে হবে । আমাদের কাছে কেউ এলে নিশ্চিত ভাবে জানিয়ে দেওয়া হবে কী করা দরকার ।"