ETV Bharat / state

মণ্ডপে ঢুকে অঞ্জলি; সৃজিত, নুসরত, মহুয়াদের পাঠানো হতে পারে আইনি নোটিস - নুসরত-নিখিলের আদালত অবমাননার নোটিস

গতকাল সুরুচি সংঘের পুজোমণ্ডপে ঢুকে অঞ্জলি দিয়েছিলেন সৃজিত, মিথিলা, নুসরত ও নিখিল । এদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পুজো মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে । তাঁর বিরুদ্ধেও নোটিস পাঠানো হবে বলে জানা গেছে ।

Kolkata
নুসরত-নিখিলের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস
author img

By

Published : Oct 25, 2020, 1:29 PM IST

কলকাতা , 25 অক্টোবর : অষ্টমীতে অঞ্জলি দিয়ে আদালত অবমাননার দায়ে পড়তে পারেন সৃজিত-মিথিলা, নুসরত-নিখিল ও মহুয়া মৈত্র । তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠাবেন বলে জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় ।

গতকাল সুরুচি সংঘের পুজোমণ্ডপে ঢুকে অঞ্জলি দিয়েছিলেন সৃজিত, মিথিলা, নুসরত ও নিখিল । এদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পুজো মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে । তাঁর বিরুদ্ধেও নোটিস পাঠানো হবে বলে জানা গেছে ।

19 অক্টোবর একটি জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে পুজো মণ্ডপগুলিকে নো-এন্ট্রি জ়োন ঘোষণার কথা করেছিল হাইকোর্ট । এরপর 20 অক্টোবর সেই নির্দেশই বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । শুধুমাত্র নির্দেশে কিছু পরিবর্তন আনা হয় । রায়ে বলা হয়েছিল, পুজা উদ্যোক্তাদের কয়েকজন ছাড়া মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন না । সেক্ষেত্রেও ছোটো ও বড় মণ্ডপের ক্ষেত্রে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল । কিন্তু গতকাল অষ্টমীর সকালে সুরুচি সংঘে ঢুকে অঞ্জলি দিতে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথালা রসিদ এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনকে । এমনকী নুসরত জাহানকে ঢাক বাজাতেও ।

যদিও নুসরত ও সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা সুরুচি সংঘের সদস্য । কিন্তু নিখিল জৈন এবং মিথিলা রসিদ ওই ক্লাবের সদস্য কি না তা নিয়ে প্রশ্ন উঠছে । এদিকে অষ্টমীর সকাল থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পুজো মণ্ডপে দেখা গেছে বলে খবর ।

যে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্ট "নো এন্ট্রি জ়োন"-এর নির্দেশ দিয়েছিল, লক্ষ্মীপুজোর পর ফের তার শুনানি রয়েছে । সেদিন আদালতের নির্দেশ যথাযথ পালন করা হয়েছে কি না সেই মর্মে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য পুলিশের DG ও কলকাতা পুলিশ কমিশনারকে ।

কলকাতা , 25 অক্টোবর : অষ্টমীতে অঞ্জলি দিয়ে আদালত অবমাননার দায়ে পড়তে পারেন সৃজিত-মিথিলা, নুসরত-নিখিল ও মহুয়া মৈত্র । তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠাবেন বলে জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় ।

গতকাল সুরুচি সংঘের পুজোমণ্ডপে ঢুকে অঞ্জলি দিয়েছিলেন সৃজিত, মিথিলা, নুসরত ও নিখিল । এদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পুজো মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে । তাঁর বিরুদ্ধেও নোটিস পাঠানো হবে বলে জানা গেছে ।

19 অক্টোবর একটি জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে পুজো মণ্ডপগুলিকে নো-এন্ট্রি জ়োন ঘোষণার কথা করেছিল হাইকোর্ট । এরপর 20 অক্টোবর সেই নির্দেশই বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । শুধুমাত্র নির্দেশে কিছু পরিবর্তন আনা হয় । রায়ে বলা হয়েছিল, পুজা উদ্যোক্তাদের কয়েকজন ছাড়া মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন না । সেক্ষেত্রেও ছোটো ও বড় মণ্ডপের ক্ষেত্রে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল । কিন্তু গতকাল অষ্টমীর সকালে সুরুচি সংঘে ঢুকে অঞ্জলি দিতে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথালা রসিদ এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনকে । এমনকী নুসরত জাহানকে ঢাক বাজাতেও ।

যদিও নুসরত ও সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা সুরুচি সংঘের সদস্য । কিন্তু নিখিল জৈন এবং মিথিলা রসিদ ওই ক্লাবের সদস্য কি না তা নিয়ে প্রশ্ন উঠছে । এদিকে অষ্টমীর সকাল থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পুজো মণ্ডপে দেখা গেছে বলে খবর ।

যে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্ট "নো এন্ট্রি জ়োন"-এর নির্দেশ দিয়েছিল, লক্ষ্মীপুজোর পর ফের তার শুনানি রয়েছে । সেদিন আদালতের নির্দেশ যথাযথ পালন করা হয়েছে কি না সেই মর্মে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য পুলিশের DG ও কলকাতা পুলিশ কমিশনারকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.