ETV Bharat / state

একটা শ্রেণীর মানুষকে খুশি করতে সবাই উঠে পড়ে লেগেছে : অর্জুন সিং

"এখানে একটা শ্রেণীর মানুষকে খুশি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে । ওই শ্রেণীর মানুষেরা খুন, রেপ, লুঠ করলেও মাফ।" আজ BJP-র লালবাজার অভিযানে পুলিশের 'অত্যাচার' সম্পর্কে একথা বলেন BJP সাংসদ অর্জুন সিং ।

author img

By

Published : Jun 12, 2019, 8:07 PM IST

Updated : Jun 12, 2019, 8:12 PM IST

অর্জুন সিং


কলকাতা, 12 জুন : "মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে হার্মাদ ও পুলিশকে উস্কে দিয়েছে । এটা গণতন্ত্রে শোভা পায় না । এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত ।" আজ BJP-র লালবাজার অভিযানে পুলিশের 'অত্যাচার' নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন BJP সাংসদ অর্জুন সিং ।

সন্দেশখালিতে দলীয় কর্মীদের খুনের প্রতিবাদে আজ লালবাজার অভিযান করে BJP । মিছিলে ছিলেন রাজ্য থেকে নির্বাচিত BJP-র সব সাংসদ ও নেতারা । ফিয়ার্স লেনের সামনে মিছিল আসতেই পুলিশ তা আটকানোর চেষ্টা করে । মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা । পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে BJP কর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ । অসুস্থ হয়ে পড়েন BJP নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক BJP নেতা ও কর্মী । পাশাপাশি পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় ।

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

অর্জুন বলেন, "গণতন্ত্র বলে কিছু নেই । আমাদের শান্তিপূর্ণ মিছিলে কাঁদানে গ্যাস, নানা কেমিক্যালের প্রয়োগ করে মানুষকে অসুস্থ করা হয়েছে । আমাদের অনেক কর্মী জখম । এখানে একটা শ্রেণীর মানুষকে খুশি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে । ওই শ্রেণীর লোকজন খুন, রেপ, লুঠ করলেও মাপ।"


কলকাতা, 12 জুন : "মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে হার্মাদ ও পুলিশকে উস্কে দিয়েছে । এটা গণতন্ত্রে শোভা পায় না । এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত ।" আজ BJP-র লালবাজার অভিযানে পুলিশের 'অত্যাচার' নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন BJP সাংসদ অর্জুন সিং ।

সন্দেশখালিতে দলীয় কর্মীদের খুনের প্রতিবাদে আজ লালবাজার অভিযান করে BJP । মিছিলে ছিলেন রাজ্য থেকে নির্বাচিত BJP-র সব সাংসদ ও নেতারা । ফিয়ার্স লেনের সামনে মিছিল আসতেই পুলিশ তা আটকানোর চেষ্টা করে । মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা । পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে BJP কর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ । অসুস্থ হয়ে পড়েন BJP নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক BJP নেতা ও কর্মী । পাশাপাশি পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় ।

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

অর্জুন বলেন, "গণতন্ত্র বলে কিছু নেই । আমাদের শান্তিপূর্ণ মিছিলে কাঁদানে গ্যাস, নানা কেমিক্যালের প্রয়োগ করে মানুষকে অসুস্থ করা হয়েছে । আমাদের অনেক কর্মী জখম । এখানে একটা শ্রেণীর মানুষকে খুশি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে । ওই শ্রেণীর লোকজন খুন, রেপ, লুঠ করলেও মাপ।"

sample description
Last Updated : Jun 12, 2019, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.