ETV Bharat / state

বাজিতে কি সংক্রমণ বাড়ে ? প্রশ্ন আতসবাজি উন্নয়ন সমিতির

যদি বাংলায় আতসবাজি পোড়ানো বন্ধ হয়ে যায় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত ঘোষণা করতে হবে । দাবি আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়ের ।

আতসবাজি
আতসবাজি
author img

By

Published : Nov 3, 2020, 10:06 PM IST

কলকাতা, 3 নভেম্বর : রাজনৈতিক চক্রান্ত করে এবছর কালীপুজোতে আতসবাজি নিষিদ্ধ করা হচ্ছে । এমনটাই অভিযোগ করেছেন আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় । কোরোনা পরিস্থিতিতে আতসবাজির জন্য কোনও সমস্যা তৈরি হবে না বলে এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন তিনি । তাঁর অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আতসবাজি নিয়ে । তিনি বলেন, "আতসবাজির জন্য কখনোই কোরোনার প্রকোপ বৃদ্ধি পায় না । আতসবাজি থেকে কোরোনার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি ।"

আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় আজ বলেন, "আতসবাজির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার প্রায় 4 লাখ মানুষ । দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রায় 2 লাখ মানুষ আতসবাজি তৈরি করেন। তাদের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে আতসবাজি তৈরির উপার্জন থেকে । সেখানে আতসবাজি বন্ধ হয়ে গেলে এই দরিদ্র মানুষগুলির রুজিরুটি বন্ধ হয়ে যাবে ।"

আতসবাজি থেকে কোরোনার সংক্রমণ বাড়ার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই , দাবি বাবলা রায়ের

তিনি আরও দাবি করেন, যদি বাংলায় আতসবাজি পোড়ানো বন্ধ হয়ে যায় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত ঘোষণা করতে হবে । সাংবাদিক বৈঠকে তিনি BJP-র বিরুদ্ধেও সরব হন । বলেন, "দিল্লির এক BJP নেতা হঠাৎ করে বাংলায় এসে আতসবাজি নিয়ে অভিযোগ করছেন । আতসবাজি পোড়ানো হলে কোরোনার প্রকোপ বাড়বে । এই ধরনের অভিযোগের কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই ।" মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ।

কোরোনা পরিস্থিতিতে বাজি ফাটানো নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু হয়েছে । 5 নভেম্বর এই মামলার শুনানি হবে । এদিন বাবলা রায় জানিয়েছেন, 80-85 ডেসিবেল পর্যন্ত শব্দমাত্রার বাজি রাখা হচ্ছে । সেইসঙ্গে কম ধোঁয়ার বাজি তৈরি করা হয়েছে এই বছর ।

কলকাতা, 3 নভেম্বর : রাজনৈতিক চক্রান্ত করে এবছর কালীপুজোতে আতসবাজি নিষিদ্ধ করা হচ্ছে । এমনটাই অভিযোগ করেছেন আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় । কোরোনা পরিস্থিতিতে আতসবাজির জন্য কোনও সমস্যা তৈরি হবে না বলে এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন তিনি । তাঁর অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আতসবাজি নিয়ে । তিনি বলেন, "আতসবাজির জন্য কখনোই কোরোনার প্রকোপ বৃদ্ধি পায় না । আতসবাজি থেকে কোরোনার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি ।"

আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় আজ বলেন, "আতসবাজির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার প্রায় 4 লাখ মানুষ । দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রায় 2 লাখ মানুষ আতসবাজি তৈরি করেন। তাদের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে আতসবাজি তৈরির উপার্জন থেকে । সেখানে আতসবাজি বন্ধ হয়ে গেলে এই দরিদ্র মানুষগুলির রুজিরুটি বন্ধ হয়ে যাবে ।"

আতসবাজি থেকে কোরোনার সংক্রমণ বাড়ার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই , দাবি বাবলা রায়ের

তিনি আরও দাবি করেন, যদি বাংলায় আতসবাজি পোড়ানো বন্ধ হয়ে যায় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত ঘোষণা করতে হবে । সাংবাদিক বৈঠকে তিনি BJP-র বিরুদ্ধেও সরব হন । বলেন, "দিল্লির এক BJP নেতা হঠাৎ করে বাংলায় এসে আতসবাজি নিয়ে অভিযোগ করছেন । আতসবাজি পোড়ানো হলে কোরোনার প্রকোপ বাড়বে । এই ধরনের অভিযোগের কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই ।" মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ।

কোরোনা পরিস্থিতিতে বাজি ফাটানো নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু হয়েছে । 5 নভেম্বর এই মামলার শুনানি হবে । এদিন বাবলা রায় জানিয়েছেন, 80-85 ডেসিবেল পর্যন্ত শব্দমাত্রার বাজি রাখা হচ্ছে । সেইসঙ্গে কম ধোঁয়ার বাজি তৈরি করা হয়েছে এই বছর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.