কলকাতা, 3 নভেম্বর : রাজনৈতিক চক্রান্ত করে এবছর কালীপুজোতে আতসবাজি নিষিদ্ধ করা হচ্ছে । এমনটাই অভিযোগ করেছেন আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় । কোরোনা পরিস্থিতিতে আতসবাজির জন্য কোনও সমস্যা তৈরি হবে না বলে এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন তিনি । তাঁর অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আতসবাজি নিয়ে । তিনি বলেন, "আতসবাজির জন্য কখনোই কোরোনার প্রকোপ বৃদ্ধি পায় না । আতসবাজি থেকে কোরোনার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি ।"
আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় আজ বলেন, "আতসবাজির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার প্রায় 4 লাখ মানুষ । দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রায় 2 লাখ মানুষ আতসবাজি তৈরি করেন। তাদের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে আতসবাজি তৈরির উপার্জন থেকে । সেখানে আতসবাজি বন্ধ হয়ে গেলে এই দরিদ্র মানুষগুলির রুজিরুটি বন্ধ হয়ে যাবে ।"
তিনি আরও দাবি করেন, যদি বাংলায় আতসবাজি পোড়ানো বন্ধ হয়ে যায় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত ঘোষণা করতে হবে । সাংবাদিক বৈঠকে তিনি BJP-র বিরুদ্ধেও সরব হন । বলেন, "দিল্লির এক BJP নেতা হঠাৎ করে বাংলায় এসে আতসবাজি নিয়ে অভিযোগ করছেন । আতসবাজি পোড়ানো হলে কোরোনার প্রকোপ বাড়বে । এই ধরনের অভিযোগের কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই ।" মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ।
কোরোনা পরিস্থিতিতে বাজি ফাটানো নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু হয়েছে । 5 নভেম্বর এই মামলার শুনানি হবে । এদিন বাবলা রায় জানিয়েছেন, 80-85 ডেসিবেল পর্যন্ত শব্দমাত্রার বাজি রাখা হচ্ছে । সেইসঙ্গে কম ধোঁয়ার বাজি তৈরি করা হয়েছে এই বছর ।