ETV Bharat / state

BJP Morcha Observer: বিজেপির 7টি মোর্চায় নয়া পর্যবেক্ষক নিয়োগ

পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া পর্যবেক্ষক নিয়োগ বিজেপিতে(BJP Morcha Observer)৷ সোমবার সাতটি মোর্চায় নিয়োজিত নয়া পর্যবেক্ষকদের নাম ঘোষণা করা হল ৷

Etv Bharat
বিজেপি
author img

By

Published : Oct 17, 2022, 11:01 PM IST

কলকাতা, 17 অক্টোবর: এবার বঙ্গ বিজেপির সাতটি মোর্চার তত্ত্বাবধানে নিয়োগ করা হল নতুন পর্যবেক্ষক(Appointment of new observers in 7 morchas of BJP)৷ সোমবার এই পর্যবেক্ষকদের নাম ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । আর তাই পরে লোকসভা নির্বাচন । তাই বাংলায় গেরুয়া শিবিরকে শক্তিশালী করতে একেবারে কোমর বেঁধেছে শীর্ষ নেতৃত্ব(Bengal BJP)। একদিকে যেমন এই প্রথমবার সর্বভারতীয় সভাপতি বঙ্গে কোর কমিটি গঠনে হস্তক্ষেপ করলেন তেমনই সাংগঠনিক ক্ষেত্রেও একাধিক রদবদল করা হয়েছে । এবার সেই সূত্র ধরেই বাংলায় বিজেপির যে সাতটি মোর্চা রয়েছে সেগুলির সারা বছরের কাজের তত্ত্বাবধানের জন্য নিয়োগ করা হল পর্যবেক্ষক ।

যুব মোর্চার দায়িত্বে থাকবেন অগ্নিমিত্রা পল । মহিলা মোর্চার দায়িত্বে থাকছেন লকেট চট্টোপাধ্যায় । শ্যামচাঁদ ঘোষ দায়িত্ব পাচ্ছেন কিষাণ মোর্চার । এসসি মোর্চার দায়িত্বে থাকছেন ডাঃ মুকুটমণি অধিকারী । এইচটি মোর্চার দায়িত্বে থাকছেন ক্ষুদিরাম টুডু । ওবিসি মোর্চার দায়িত্ব পাচ্ছেন দীপক বর্মন এবং মাইনরিটি মোর্চার দায়িত্ব পাচ্ছেন মাফুজা খাতুন ।

কলকাতা, 17 অক্টোবর: এবার বঙ্গ বিজেপির সাতটি মোর্চার তত্ত্বাবধানে নিয়োগ করা হল নতুন পর্যবেক্ষক(Appointment of new observers in 7 morchas of BJP)৷ সোমবার এই পর্যবেক্ষকদের নাম ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । আর তাই পরে লোকসভা নির্বাচন । তাই বাংলায় গেরুয়া শিবিরকে শক্তিশালী করতে একেবারে কোমর বেঁধেছে শীর্ষ নেতৃত্ব(Bengal BJP)। একদিকে যেমন এই প্রথমবার সর্বভারতীয় সভাপতি বঙ্গে কোর কমিটি গঠনে হস্তক্ষেপ করলেন তেমনই সাংগঠনিক ক্ষেত্রেও একাধিক রদবদল করা হয়েছে । এবার সেই সূত্র ধরেই বাংলায় বিজেপির যে সাতটি মোর্চা রয়েছে সেগুলির সারা বছরের কাজের তত্ত্বাবধানের জন্য নিয়োগ করা হল পর্যবেক্ষক ।

যুব মোর্চার দায়িত্বে থাকবেন অগ্নিমিত্রা পল । মহিলা মোর্চার দায়িত্বে থাকছেন লকেট চট্টোপাধ্যায় । শ্যামচাঁদ ঘোষ দায়িত্ব পাচ্ছেন কিষাণ মোর্চার । এসসি মোর্চার দায়িত্বে থাকছেন ডাঃ মুকুটমণি অধিকারী । এইচটি মোর্চার দায়িত্বে থাকছেন ক্ষুদিরাম টুডু । ওবিসি মোর্চার দায়িত্ব পাচ্ছেন দীপক বর্মন এবং মাইনরিটি মোর্চার দায়িত্ব পাচ্ছেন মাফুজা খাতুন ।

আরও পড়ুন : বঙ্গ বিজেপির নয়া কোর কমিটিতে মিঠুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.