ETV Bharat / state

17 হাজার আবেদন, ভোট পরবর্তী হিংসার ক্ষতিপূরণ দিতে নাজেহাল বঙ্গ বিজেপি

দলীয় সূত্রে খবর, যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, প্রত্যেককে আর্থিক সাহায্য করতে দলের 3-5 কোটি টাকার প্রয়োজন । সেই টাকার জন্য দিল্লির কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি । তবে, দিল্লি থেকে এখনও সবুজ সংকেত আসেনি ।

BJP's state headquarter in Kolkata
ফাইল ছবি
author img

By

Published : Aug 7, 2021, 10:23 AM IST

কলকাতা, 7 অগস্ট : রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপির কর্মী-সমর্থকদের আর্থিক ক্ষতিপূরণের আবেদন দিন দিন বাড়ছে । বিজেপির মুরলিধর সেন লেনের বিজেপির রাজ্য দফতরের কার্যালয়ে অভিযোগ ও ক্ষতিপূরণের আবেদনের পাহাড় জমছে । সেই নিয়েই চাপে রাজ্য বিজেপি নেতৃত্ব ।

বিজেপি সূত্রে খবর, 2 মে বিধানসভা নির্বাচনের পর প্রায় 17 হাজার আবেদন জমা পড়েছে । এই আবেদনের অধিকাংশই আর্থিক ক্ষতিপূরণের । রাজনৈতিক হিংসায় বলি নিহত বিজেপি কর্মীদের দলের পক্ষ থেকে 5 লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে । কিন্ত মারধর করে হাত বা পা ভেঙে দেওয়া, মাথা ফাটিয়ে দেওয়া, ঘর বাড়ি ভাঙচুর, চাষের জমি ক্ষতি সহ একাধিক অভিযোগ জানিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন বিজেপির কর্মী ও সমর্থকরা ।

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, 2 মে'র পর বিজেপির কর্মীদের উপর আক্রমণের তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছে । "আমরা আমাদের কর্মীদের পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করছি । এখনও পর্যন্ত বিজেপির 182 জন কর্মী নিহত হয়েছে । তাঁদের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ চেক দেওয়া হয়েছে । তবে, রাজ্য বিজেপির কার্যালয়ে ক্ষতিপূরণের আবেদন এর সংখ্যা দিন দিন বাড়ছে । আমরা সেই আবেদনগুলি দিল্লিতে পাঠাচ্ছি । তবে, দল সবার পাশে থাকার চেষ্টা করছে," তিনি বলেন।

দলীয় সূত্রে খবর, যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, প্রত্যেককে আর্থিক সাহায্য করতে দলের 3-5 কোটি টাকার প্রয়োজন । সেই টাকার জন্য দিল্লির কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি । তবে, দিল্লি থেকে এখনও সবুজ সংকেত আসেনি ।

এখন স্বভাবতই প্রশ্ন উঠছে যে এত আবেদন খতিয়ে দেখে সবার উপর সুবিচার করা কী সম্ভব ? তাই নিয়ে বিচলিত বিজেপি কর্তারা । কারণ 2024 সালের লোকসভা নির্বাচন বড় বালাই । রাজ্যে সংগঠনকে টিকিয়ে রাখতে হবে । কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে । তাই ক্ষতিপূরণের সমস্ত আবেদন খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি ।

সূত্রের খবর, বিজেপির 39 টি সাংগঠনিক জেলার সবক'টিতেই পাটি অফিসগুলিতে আবেদনের বহর শুরু হয়েছে । জেলার আবেদনগুলি রাজ্য বিজেপির কার্যালয়ে পাঠানো হয়েছে । রাজ্য অফিস থেকে তার কোনও উত্তরও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ।

কলকাতা, 7 অগস্ট : রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপির কর্মী-সমর্থকদের আর্থিক ক্ষতিপূরণের আবেদন দিন দিন বাড়ছে । বিজেপির মুরলিধর সেন লেনের বিজেপির রাজ্য দফতরের কার্যালয়ে অভিযোগ ও ক্ষতিপূরণের আবেদনের পাহাড় জমছে । সেই নিয়েই চাপে রাজ্য বিজেপি নেতৃত্ব ।

বিজেপি সূত্রে খবর, 2 মে বিধানসভা নির্বাচনের পর প্রায় 17 হাজার আবেদন জমা পড়েছে । এই আবেদনের অধিকাংশই আর্থিক ক্ষতিপূরণের । রাজনৈতিক হিংসায় বলি নিহত বিজেপি কর্মীদের দলের পক্ষ থেকে 5 লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে । কিন্ত মারধর করে হাত বা পা ভেঙে দেওয়া, মাথা ফাটিয়ে দেওয়া, ঘর বাড়ি ভাঙচুর, চাষের জমি ক্ষতি সহ একাধিক অভিযোগ জানিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন বিজেপির কর্মী ও সমর্থকরা ।

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, 2 মে'র পর বিজেপির কর্মীদের উপর আক্রমণের তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছে । "আমরা আমাদের কর্মীদের পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করছি । এখনও পর্যন্ত বিজেপির 182 জন কর্মী নিহত হয়েছে । তাঁদের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ চেক দেওয়া হয়েছে । তবে, রাজ্য বিজেপির কার্যালয়ে ক্ষতিপূরণের আবেদন এর সংখ্যা দিন দিন বাড়ছে । আমরা সেই আবেদনগুলি দিল্লিতে পাঠাচ্ছি । তবে, দল সবার পাশে থাকার চেষ্টা করছে," তিনি বলেন।

দলীয় সূত্রে খবর, যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, প্রত্যেককে আর্থিক সাহায্য করতে দলের 3-5 কোটি টাকার প্রয়োজন । সেই টাকার জন্য দিল্লির কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি । তবে, দিল্লি থেকে এখনও সবুজ সংকেত আসেনি ।

এখন স্বভাবতই প্রশ্ন উঠছে যে এত আবেদন খতিয়ে দেখে সবার উপর সুবিচার করা কী সম্ভব ? তাই নিয়ে বিচলিত বিজেপি কর্তারা । কারণ 2024 সালের লোকসভা নির্বাচন বড় বালাই । রাজ্যে সংগঠনকে টিকিয়ে রাখতে হবে । কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে । তাই ক্ষতিপূরণের সমস্ত আবেদন খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি ।

সূত্রের খবর, বিজেপির 39 টি সাংগঠনিক জেলার সবক'টিতেই পাটি অফিসগুলিতে আবেদনের বহর শুরু হয়েছে । জেলার আবেদনগুলি রাজ্য বিজেপির কার্যালয়ে পাঠানো হয়েছে । রাজ্য অফিস থেকে তার কোনও উত্তরও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.