কলকাতা, 21 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের নিরাপত্তা বাড়ল ৷ একাধিক নতুন নির্দেশ জারি হল হস্টেলের আবাসিকদের জন্য ৷ সেখানে বলা হয়েছে, রাত দশটার পর কেউ হস্টেলে প্রবেশ করতে পারবেন না ৷ বাইরেও যেতে পারবেন না। বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের প্রধান দরজাও ৷ নির্ধারিত সময়ের পর কেউ বাইরে থাকলে তাঁকে আগে থেকে হস্টেলের সুপারের অনুমতি নিয়ে রাখতে হবে ৷ বুধবার ডিন অফ স্টুডেন্টসের পক্ষ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে ৷
বুধবার জারি হওয়া নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, রাত দশটা থেকে পরদিন সকাল ছ'টা পর্যন্ত হস্টেলের প্রধান দরজা বন্ধ থাকবে ৷ ওই সময় কেউ হস্টেল থেকে বেবতে বা প্রবেশ করতে পারবেন না ৷ পুরো 8 ঘণ্টাই দরজা বন্ধ থাকবে ৷ কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা দেখবেন নিয়মটি যথাযথভাবে মানা হচ্ছে কি না ৷
পাশাপাশি, বাইর থেকে কেউ হস্টেলের আবাসিকের সঙ্গে দেখা করতে এলে তিনি কোনওভাবে ওই ছাত্রের ঘরে প্রবেশ করতে পারবেন না ৷ 'ভিজিটর রুম' অথবা 'টিভি-কাম-রিক্রিয়েশন রুম'-এ বসে কথা বলতে হবে ৷ আবাসিকের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তির নাম, যোগাযোগের নম্বর ও ঠিকানা রেজিস্টারে লিখতে হবে ৷ এরপরই তিনি হোস্টেলে প্রবেশ করতে পারবেন ৷
নতুন যে সব ছাত্ররা হস্টেলে থাকতে শুরু করবেন, তাঁদের হাতে প্রথম দিনেই এই নিয়মের তালিকা তুলে দেওয়া হবে ৷ অন্যদিকে, অ্যান্টি র্যাগিংয়ের কমিটি গড়ে তোলার পর এবার নতুন করে 55 সদস্যের অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ এর আগে অ্যান্টি র্যাগিং স্কোয়াডে সদস্য সংখ্যা ছিল 18 ৷
কম সংখ্যক সদস্য থাকায় বহু সমস্যা দেখা যাচ্ছিল বলে মনে করেন নয়া উপাচার্য ৷ তাই নতুন করে ফের স্কোয়াড তৈরি হয়েছে ৷ দায়িত্ব নেওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, অ্যান্টি র্যাগিং স্কোয়াডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকবেন ৷ তাতে যে কোনও প্রয়োজনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবেন ৷ তবে নতুন এই স্কোয়াড তৈরির পর দেখা যাচ্ছে, বহু সদস্যই উল্লিখিত দূরত্বের বাইরে রয়েছেন ৷
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে 'আভ্যন্তরীণ বাধা'র মুখোমুখি! ইটিভি ভারতকে জানালেন বুদ্ধদেব সাউ
এর কারণ হিসাবে অন্তর্বতী উপাচার্য বলেন, "কিছু সদস্য দূরে থাকলেও তাঁরা ভীষণ ভাবে সক্রিয় ৷ তাঁদের বাদ দেওয়ার কোনও প্রশ্নই হয় না ৷ তাই যাঁরা সকালের সময়টা সক্রিয় থাকেন, তাঁদের বেশি সংখ্যায় রাখা হয়েছে ৷ আবার কাছাকাছি থাকেন, এমন কয়েকজনকেও স্কোয়াডে রাখা হয়েছে ৷ এর ফলে সকালে একদল সদস্য সক্রিয়ভাবে কাজ করবেন ৷ যে কোনও দরকারে ব্যবস্থা নেবেন। আবার রাতে অভিযোগ এলে কাছাকাছি থাকা সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে পারবেন ৷"