ETV Bharat / state

Jadavpur University: যাদবপুরে তৈরি নতুন অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড, নিরাপত্তা বাড়ল হস্টেলে - Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলের আবাসিকদের জন্য একাধিক নতুন নিয়ম তৈরি করা হল ৷ বুধবার এই নির্দেশিকা প্রকাশিত হয়েছে ৷ হস্টেলের ভিতরে প্রবেশ করা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ের পর বাইরে থাকা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ৷

ETV Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 7:00 AM IST

Updated : Sep 21, 2023, 7:05 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের নিরাপত্তা বাড়ল ৷ একাধিক নতুন নির্দেশ জারি হল হস্টেলের আবাসিকদের জন্য ৷ সেখানে বলা হয়েছে, রাত দশটার পর কেউ হস্টেলে প্রবেশ করতে পারবেন না ৷ বাইরেও যেতে পারবেন না। বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের প্রধান দরজাও ৷ নির্ধারিত সময়ের পর কেউ বাইরে থাকলে তাঁকে আগে থেকে হস্টেলের সুপারের অনুমতি নিয়ে রাখতে হবে ৷ বুধবার ডিন অফ স্টুডেন্টসের পক্ষ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে ৷

বুধবার জারি হওয়া নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, রাত দশটা থেকে পরদিন সকাল ছ'টা পর্যন্ত হস্টেলের প্রধান দরজা বন্ধ থাকবে ৷ ওই সময় কেউ হস্টেল থেকে বেবতে বা প্রবেশ করতে পারবেন না ৷ পুরো 8 ঘণ্টাই দরজা বন্ধ থাকবে ৷ কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা দেখবেন নিয়মটি যথাযথভাবে মানা হচ্ছে কি না ৷

পাশাপাশি, বাইর থেকে কেউ হস্টেলের আবাসিকের সঙ্গে দেখা করতে এলে তিনি কোনওভাবে ওই ছাত্রের ঘরে প্রবেশ করতে পারবেন না ৷ 'ভিজিটর রুম' অথবা 'টিভি-কাম-রিক্রিয়েশন রুম'-এ বসে কথা বলতে হবে ৷ আবাসিকের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তির নাম, যোগাযোগের নম্বর ও ঠিকানা রেজিস্টারে লিখতে হবে ৷ এরপরই তিনি হোস্টেলে প্রবেশ করতে পারবেন ৷

Rules for Jadavpur University Students who stay in Hostel
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলের আবাসিকদের জন্য চালু হওয়া নিয়ম

নতুন যে সব ছাত্ররা হস্টেলে থাকতে শুরু করবেন, তাঁদের হাতে প্রথম দিনেই এই নিয়মের তালিকা তুলে দেওয়া হবে ৷ অন্যদিকে, অ্যান্টি র‍্যাগিংয়ের কমিটি গড়ে তোলার পর এবার নতুন করে 55 সদস্যের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড তৈরি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ এর আগে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডে সদস্য সংখ্যা ছিল 18 ৷

কম সংখ্যক সদস্য থাকায় বহু সমস্যা দেখা যাচ্ছিল বলে মনে করেন নয়া উপাচার্য ৷ তাই নতুন করে ফের স্কোয়াড তৈরি হয়েছে ৷ দায়িত্ব নেওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকবেন ৷ তাতে যে কোনও প্রয়োজনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবেন ৷ তবে নতুন এই স্কোয়াড তৈরির পর দেখা যাচ্ছে, বহু সদস্যই উল্লিখিত দূরত্বের বাইরে রয়েছেন ৷

আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে 'আভ্যন্তরীণ বাধা'র মুখোমুখি! ইটিভি ভারতকে জানালেন বুদ্ধদেব সাউ

এর কারণ হিসাবে অন্তর্বতী উপাচার্য বলেন, "কিছু সদস্য দূরে থাকলেও তাঁরা ভীষণ ভাবে সক্রিয় ৷ তাঁদের বাদ দেওয়ার কোনও প্রশ্নই হয় না ৷ তাই যাঁরা সকালের সময়টা সক্রিয় থাকেন, তাঁদের বেশি সংখ্যায় রাখা হয়েছে ৷ আবার কাছাকাছি থাকেন, এমন কয়েকজনকেও স্কোয়াডে রাখা হয়েছে ৷ এর ফলে সকালে একদল সদস্য সক্রিয়ভাবে কাজ করবেন ৷ যে কোনও দরকারে ব্যবস্থা নেবেন। আবার রাতে অভিযোগ এলে কাছাকাছি থাকা সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে পারবেন ৷"

কলকাতা, 21 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের নিরাপত্তা বাড়ল ৷ একাধিক নতুন নির্দেশ জারি হল হস্টেলের আবাসিকদের জন্য ৷ সেখানে বলা হয়েছে, রাত দশটার পর কেউ হস্টেলে প্রবেশ করতে পারবেন না ৷ বাইরেও যেতে পারবেন না। বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের প্রধান দরজাও ৷ নির্ধারিত সময়ের পর কেউ বাইরে থাকলে তাঁকে আগে থেকে হস্টেলের সুপারের অনুমতি নিয়ে রাখতে হবে ৷ বুধবার ডিন অফ স্টুডেন্টসের পক্ষ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে ৷

বুধবার জারি হওয়া নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, রাত দশটা থেকে পরদিন সকাল ছ'টা পর্যন্ত হস্টেলের প্রধান দরজা বন্ধ থাকবে ৷ ওই সময় কেউ হস্টেল থেকে বেবতে বা প্রবেশ করতে পারবেন না ৷ পুরো 8 ঘণ্টাই দরজা বন্ধ থাকবে ৷ কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা দেখবেন নিয়মটি যথাযথভাবে মানা হচ্ছে কি না ৷

পাশাপাশি, বাইর থেকে কেউ হস্টেলের আবাসিকের সঙ্গে দেখা করতে এলে তিনি কোনওভাবে ওই ছাত্রের ঘরে প্রবেশ করতে পারবেন না ৷ 'ভিজিটর রুম' অথবা 'টিভি-কাম-রিক্রিয়েশন রুম'-এ বসে কথা বলতে হবে ৷ আবাসিকের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তির নাম, যোগাযোগের নম্বর ও ঠিকানা রেজিস্টারে লিখতে হবে ৷ এরপরই তিনি হোস্টেলে প্রবেশ করতে পারবেন ৷

Rules for Jadavpur University Students who stay in Hostel
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলের আবাসিকদের জন্য চালু হওয়া নিয়ম

নতুন যে সব ছাত্ররা হস্টেলে থাকতে শুরু করবেন, তাঁদের হাতে প্রথম দিনেই এই নিয়মের তালিকা তুলে দেওয়া হবে ৷ অন্যদিকে, অ্যান্টি র‍্যাগিংয়ের কমিটি গড়ে তোলার পর এবার নতুন করে 55 সদস্যের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড তৈরি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ এর আগে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডে সদস্য সংখ্যা ছিল 18 ৷

কম সংখ্যক সদস্য থাকায় বহু সমস্যা দেখা যাচ্ছিল বলে মনে করেন নয়া উপাচার্য ৷ তাই নতুন করে ফের স্কোয়াড তৈরি হয়েছে ৷ দায়িত্ব নেওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকবেন ৷ তাতে যে কোনও প্রয়োজনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবেন ৷ তবে নতুন এই স্কোয়াড তৈরির পর দেখা যাচ্ছে, বহু সদস্যই উল্লিখিত দূরত্বের বাইরে রয়েছেন ৷

আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে 'আভ্যন্তরীণ বাধা'র মুখোমুখি! ইটিভি ভারতকে জানালেন বুদ্ধদেব সাউ

এর কারণ হিসাবে অন্তর্বতী উপাচার্য বলেন, "কিছু সদস্য দূরে থাকলেও তাঁরা ভীষণ ভাবে সক্রিয় ৷ তাঁদের বাদ দেওয়ার কোনও প্রশ্নই হয় না ৷ তাই যাঁরা সকালের সময়টা সক্রিয় থাকেন, তাঁদের বেশি সংখ্যায় রাখা হয়েছে ৷ আবার কাছাকাছি থাকেন, এমন কয়েকজনকেও স্কোয়াডে রাখা হয়েছে ৷ এর ফলে সকালে একদল সদস্য সক্রিয়ভাবে কাজ করবেন ৷ যে কোনও দরকারে ব্যবস্থা নেবেন। আবার রাতে অভিযোগ এলে কাছাকাছি থাকা সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে পারবেন ৷"

Last Updated : Sep 21, 2023, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.