ETV Bharat / state

BJP-তে যোগ 'বেদের মেয়ে জোৎস্না' খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষের

BJP তে যোগ দিলেন 'বেদের মেয়ে জোৎস্না' সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-এর রাজ্য সভাপতি দীলিপ ঘোষ ।

অভিনেত্রী অঞ্জু ঘোষ
author img

By

Published : Jun 6, 2019, 12:16 PM IST

Updated : Jun 6, 2019, 12:27 PM IST

কলকাতা, 6 জুন : চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে অংশ নেওয়া নতুন ঘটনা নয় । বুধবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল । BJP-তে যোগ দিলেন 'বেদের মেয়ে জোৎস্না' সিনেমা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ । সংবাদমাধ্যমের সামনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তবে দলে যোগদানের পরেই অভিনেত্রীর নাগরিকত্ব নিয়ে বির্তক তৈরি হয়েছে। অঞ্জু বলেন, "আমার পৈত্রিক ভিটে এই দেশেই । আমার মা, বাবার মৃত্যুও এইখানে । আগামী দিনে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ।" উল্লেখ্য, অঞ্জু ঘোষের এ দেশের ভোটারকার্ড ও পাসপোর্ট রয়েছে । তিনি এদেশের লোকসভা নির্বাচনে ভোটও দেন । তাঁর ভোটারকার্ড ইশু হয়েছে ২০০২ সালের ১ জানুয়ারি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP সূত্রে খবর,1989 সালে বাংলাদেশে মুক্তি পায় 'বেদের মেয়ে জোৎস্না' ছবিটি । এরপর সিনেমাটি এদেশেও মুক্তি পায় । দুই বাংলাতেই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে ।

দিলীপবাবু বুধবার বলেন, "আমাদের দলে এলেন আসল বেদের মেয়ে জোৎস্না । অনেক দিন থেকেই তিনি BJP-তে যোগ দিতে চেয়েছিলেন । আমাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। লোকসভা ভোটে BJP ভালো ফল করার পর আজ তিনি BJP-তে যোগ দিলেন। অন্য অভিনেতা-অভিনেত্রীদের যে ভাবে BJP-তে এসে রাজনৈতিক সাফল্য মিলেছে, আশা করছি অঞ্জু ঘোষও সেই সাফল্য পাবেন।"

কলকাতা, 6 জুন : চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে অংশ নেওয়া নতুন ঘটনা নয় । বুধবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল । BJP-তে যোগ দিলেন 'বেদের মেয়ে জোৎস্না' সিনেমা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ । সংবাদমাধ্যমের সামনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তবে দলে যোগদানের পরেই অভিনেত্রীর নাগরিকত্ব নিয়ে বির্তক তৈরি হয়েছে। অঞ্জু বলেন, "আমার পৈত্রিক ভিটে এই দেশেই । আমার মা, বাবার মৃত্যুও এইখানে । আগামী দিনে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ।" উল্লেখ্য, অঞ্জু ঘোষের এ দেশের ভোটারকার্ড ও পাসপোর্ট রয়েছে । তিনি এদেশের লোকসভা নির্বাচনে ভোটও দেন । তাঁর ভোটারকার্ড ইশু হয়েছে ২০০২ সালের ১ জানুয়ারি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP সূত্রে খবর,1989 সালে বাংলাদেশে মুক্তি পায় 'বেদের মেয়ে জোৎস্না' ছবিটি । এরপর সিনেমাটি এদেশেও মুক্তি পায় । দুই বাংলাতেই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে ।

দিলীপবাবু বুধবার বলেন, "আমাদের দলে এলেন আসল বেদের মেয়ে জোৎস্না । অনেক দিন থেকেই তিনি BJP-তে যোগ দিতে চেয়েছিলেন । আমাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। লোকসভা ভোটে BJP ভালো ফল করার পর আজ তিনি BJP-তে যোগ দিলেন। অন্য অভিনেতা-অভিনেত্রীদের যে ভাবে BJP-তে এসে রাজনৈতিক সাফল্য মিলেছে, আশা করছি অঞ্জু ঘোষও সেই সাফল্য পাবেন।"

Intro:

24-05-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ ভোটে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় এই ফলাফলের পর মুখ্যমন্ত্রী কে কী বলবেন? উত্তরে তিনি বলেন, "কী আর বলবো। উনি উত্তেজিত হয়ে উল্টোপাল্টা কথা বলছেন। আমি বলবো মাথা ঠান্ডা করুণ। আরেকবার ভাবনা চিন্তা করুন। প্রয়োজন হলে হরিদ্বার থেকে ঘুরে আসুন। মন শান্ত হবে। তাতে ওনারও ভালো হবে। আমাদেরও ভালো হবে"


দিলীপ ঘোষ এদিন বলেন, " তৃণমূল ২০১৯ শে হাফ ও ২০২১ সাফ। সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন। প্রায় তৃণমূল কে হাফ করে দিয়েছে। গতবারের তুলনায় বিজেপি অনেক বেশী শক্তি নিয়ে ক্ষমতায় এসেছে। কংগ্রেস ICU তে আছে। শুধু হাতপা নারছে মাত্র।আর আঞ্চলিক দল গুলি ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে গিয়েছে"

বাংলার মানুষ CPM এর বিকল্প হিসাবে তৃণমূল কে বেছে নিয়ে ছিলও। আর আজ বাংলার মানুষ তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিয়েছে। আমরা ১২৯ টি আসনে এগিয়ে আছি। তার মানে আপনারা বুঝতেই পেরেছেন এবার কী হতে চলেছে। বিধানসভা ভোটে ভালো ফল করবে বলেও আশাপ্রকাশ করেন দিলীপ ঘোষ।

ভোট পরবর্তী একাধীক জেলায় সন্ত্রাশ চলছে। এই ইশুতে দিলীও ঘোষ বলেন, ভোটের আগে বা পরে সন্ত্রাশের অভিযোগ নতূন নয়। আমরা নির্বাচণ কমিশন কে লিখিত ভাবে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছি। যারা এখনও সন্ত্রাশ করার বিষয় টি বোঝে নি। তারা এখনও সন্ত্রাশ করছে। যদি প্রয়োজন হয় বিজেপির কর্মীরা সেই ভাবেই ব্যবহার করবে।Body:কপিConclusion:
Last Updated : Jun 6, 2019, 12:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.