কলকাতা, 6 জুন : চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে অংশ নেওয়া নতুন ঘটনা নয় । বুধবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল । BJP-তে যোগ দিলেন 'বেদের মেয়ে জোৎস্না' সিনেমা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ । সংবাদমাধ্যমের সামনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
তবে দলে যোগদানের পরেই অভিনেত্রীর নাগরিকত্ব নিয়ে বির্তক তৈরি হয়েছে। অঞ্জু বলেন, "আমার পৈত্রিক ভিটে এই দেশেই । আমার মা, বাবার মৃত্যুও এইখানে । আগামী দিনে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ।" উল্লেখ্য, অঞ্জু ঘোষের এ দেশের ভোটারকার্ড ও পাসপোর্ট রয়েছে । তিনি এদেশের লোকসভা নির্বাচনে ভোটও দেন । তাঁর ভোটারকার্ড ইশু হয়েছে ২০০২ সালের ১ জানুয়ারি ।
BJP সূত্রে খবর,1989 সালে বাংলাদেশে মুক্তি পায় 'বেদের মেয়ে জোৎস্না' ছবিটি । এরপর সিনেমাটি এদেশেও মুক্তি পায় । দুই বাংলাতেই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে ।
দিলীপবাবু বুধবার বলেন, "আমাদের দলে এলেন আসল বেদের মেয়ে জোৎস্না । অনেক দিন থেকেই তিনি BJP-তে যোগ দিতে চেয়েছিলেন । আমাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। লোকসভা ভোটে BJP ভালো ফল করার পর আজ তিনি BJP-তে যোগ দিলেন। অন্য অভিনেতা-অভিনেত্রীদের যে ভাবে BJP-তে এসে রাজনৈতিক সাফল্য মিলেছে, আশা করছি অঞ্জু ঘোষও সেই সাফল্য পাবেন।"