ETV Bharat / state

ভাইফোঁটায় মাতলেন রূপান্তরকামী নারী ও বিশেষভাবে সক্ষমরা

আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে বাদ পড়ে যান ৷ আর তাঁদের জন্যই ভাইফোঁটার আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংবেদন ৷

ছবি
author img

By

Published : Oct 29, 2019, 9:32 AM IST

Updated : Oct 29, 2019, 11:02 AM IST

কলকাতা , 29 অক্টোবর : ভাইফোঁটা ৷ 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা , যমের দুয়ারে পড়ল কাঁটা' ৷ এই মন্ত্রোচ্চারণেই বহু বছর ধরে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে বোনেরা ৷ কিন্তু কিছু মানুষ আছেন যারা সামাজিক এই অনুষ্ঠান থেকে অনেক সময়ই বাদ থেকে যান ৷ আর তাঁদের জন্যই ভাইফোঁটার আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী এক প্রতিষ্ঠান সংবেদন ৷

কুসুম সামন্ত, রাজ দাস ,পল্লবী চক্রবর্তী এঁরা সকলেই রূপান্তরকামী নারী ৷ তাঁরা ফোঁটা দিলেন বিশেষভাবে সক্ষম কয়েকজন ভাইকে ৷ তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন 'স্পেশাল' এই দিদিরা ৷

দেখুন ভিডিয়ো

তবে শুধু ভাইদের নয় , বোনদেরও কেউ কেউ ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করে সারলেন বোনফোঁটাও । গতকাল দুপুরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান ৷ প্রায় 100 জন বিশেষভাবে সক্ষম কয়েক জন ব্যক্তি ও রূপান্তরকামী নারীরা উপস্থিত ছিলেন সেখানে । ভাইফোঁটার পাশাপাশি উপহার দেওয়া ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল অনুষ্ঠানে ।

কলকাতা , 29 অক্টোবর : ভাইফোঁটা ৷ 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা , যমের দুয়ারে পড়ল কাঁটা' ৷ এই মন্ত্রোচ্চারণেই বহু বছর ধরে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে বোনেরা ৷ কিন্তু কিছু মানুষ আছেন যারা সামাজিক এই অনুষ্ঠান থেকে অনেক সময়ই বাদ থেকে যান ৷ আর তাঁদের জন্যই ভাইফোঁটার আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী এক প্রতিষ্ঠান সংবেদন ৷

কুসুম সামন্ত, রাজ দাস ,পল্লবী চক্রবর্তী এঁরা সকলেই রূপান্তরকামী নারী ৷ তাঁরা ফোঁটা দিলেন বিশেষভাবে সক্ষম কয়েকজন ভাইকে ৷ তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন 'স্পেশাল' এই দিদিরা ৷

দেখুন ভিডিয়ো

তবে শুধু ভাইদের নয় , বোনদেরও কেউ কেউ ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করে সারলেন বোনফোঁটাও । গতকাল দুপুরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান ৷ প্রায় 100 জন বিশেষভাবে সক্ষম কয়েক জন ব্যক্তি ও রূপান্তরকামী নারীরা উপস্থিত ছিলেন সেখানে । ভাইফোঁটার পাশাপাশি উপহার দেওয়া ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল অনুষ্ঠানে ।

Intro:এক অভিনব ভাইফোঁটার আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংবেদন। শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী ও রূপান্তরকামী নারীরা সামাজিক বহু অনুষ্ঠান থেকে তারা ব্রাত্য থাকেন। সমাজ আজ ও অনেক ক্ষেত্রেই খোলামনে তাদের মেনে নিতে পারেনা। এরফলে ভাই ফোটার মত সামাজিক অনুষ্ঠানে তারা আমন্ত্রিত হয়না। অনেকই তাদের ভাইফোঁটা ও দিতে চায় না। এইসব মানুষ গুলোর জন্যই এই অভিনব ভাই ফোটার ও বোন ফোটার আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী এই সংগঠন।

কুসুম সামন্ত, রাজ দাস ,পল্লবী চক্রবর্তী এরা সকলেই রূপান্তরকামী নারী। জন্ম পরিচয় পুরুষ হলেও এরা মনেপ্রাণে নারী। এবং নিজেদের নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে চান। সামাজে নিজদের পরিচয় প্রতিষ্ঠা করতে এদের প্রতিদিন লড়াই করতে হয়। কুসুম রাজ পল্লবী মনেপ্রাণে নারী ইচ্ছে হয় ভাই ফোঁটা দেওয়ার, কিন্তু রূপান্তরকামী হওয়ার ফলে এদের থেকে কেউ ফোটা নিতে চায় না। ভাই ফোটার মত পবিত্র সামাজিক অনুষ্ঠান থেকে রূপান্তরকামীরা ব্রাত্য থেকে যান। আর সেইসব রূপান্তরকামীরা নারীরা ভাই ফোঁটা দিলেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ভাইদের।Body:কেউ চোখে দেখতে পায় না, কেউ হয়তো কথা বলতে পারেনা, কেউ কেউ আবার মানসিক ভাবে প্রতিবন্ধী। এইসব শিশুরাও সামাজিক অনুষ্ঠান গুলিতে ব্রাত্য থেকে যায়। নিজেদের বোনেরাও ফোটা দিতে চায় না এই প্রতিবন্ধী শিশুদের। আজ রূপান্তরকামী দিদিরা ভাই ফোঁটা দিল মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদেরকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা। এই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের দীর্ঘায়ু কামনা করলেন রূপান্তরকামী নারীরা।Conclusion:সেইসঙ্গেই আবার এই রূপান্তরকামী নারীদের কপালে চন্দনের ফোটা দিয়ে বোন ফোঁটা দিলে এইসব শিশুরা। শুধু ভাইয়ের দীর্ঘায়ু নয় মেয়েদেরও অর্থাৎ বোনেদের কেউ ফোটা দিয়ে দীর্ঘ আয়ু কামনা করা উচিত সেই বার্তা দিতেই এই অভিনব বোন ফোঁটা হয়।আজ প্রায় ১০০ জন শারীরিক মানসিক প্রতিবন্ধী ও রূপান্তরকামীরা নারীরা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে।শুধু ফোটা নয় সেই সঙ্গে মিষ্টি উপহার খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল আজকের এই অভিনব ভাইফোঁটা ও বোন ফোটার অনুষ্ঠানে।
Last Updated : Oct 29, 2019, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.