ETV Bharat / state

সল্টলেকে পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমন্ত্রিত সুজিত-কৃষ্ণা - সল্টলেকে পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমন্ত্রিত সুজিত-কৃষ্ণা

দুর্গাপুজো উদ্বোধনে আগামীকাল শহরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । উদ্বোধন করবেন সল্টলেকের BJ ব্লকের পুজো ।

ছবি সৌজন্যে : ফেসবুক
author img

By

Published : Sep 30, 2019, 12:09 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : দুর্গাপুজো উদ্বোধনে আগামীকাল শহরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । উদ্বোধন করবেন শহরের বেশ কিছু পুজো । তার মধ্যে রয়েছে সল্টলেকের BJ ব্লকের পুজো । BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবেই কি তিনি পুজো উদ্বোধন করবেন? না কি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে । এই নিয়ে এই পুজো কমিটির অন্দরে তৈরি হয়েছিল সমস্যা । BJP-র রাজ্য কমিটির সদস্য উমাশংকর ঘোষদস্তিদারের পুজো হিসেবে চেনা এই BJ ব্লকের পুজোতে অমিত শাহ BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবেই পুজো উদ্বোধন করুক । চেয়েছিলেন উমাশংকরবাবু । কিন্তু পুজো উদ্যোক্তাদের অনেকেই মনে করেছিলেন অমিত শাহ পুজো উদ্বোধন করুক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে । এই নিয়ে বেশ কিছুদিন টানাপোড়েনের পর অবশেষে ঠিক হয় তিনি BJ ব্লকের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই । পুজোতে আমন্ত্রিত থাকবেন সুজিত বসু ও কৃষ্ণা চক্রবর্তীও ।

পুজো উদ্যোক্তাদের মধ্যে মনোমালিন্যর ব্যাপারটি স্বীকার করেছেন উমাশংকরবাবু । তিনি বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছিল । সেটা মিটে গেছে । 1 অক্টোবর সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি পুজো উদ্বোধন করবেন । ইতিমধ্যে কার্ড ছাপানো হয়ে গেছে ।"

কলকাতা ও শহরতলির মোট সাতটি পুজোর তালিকা পাঠানো হয়েছিল অমিত শাহর অফিসে । গতকাল সেখান থেকে চিঠি এসে পৌঁছেছে BJP-র রাজ্য দপ্তরে । আগামীকাল রাজ্যে আসছেন তিনি । উদ্বোধন করবেন মাত্র একটি পুজোর ।

কলকাতা, 30 সেপ্টেম্বর : দুর্গাপুজো উদ্বোধনে আগামীকাল শহরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । উদ্বোধন করবেন শহরের বেশ কিছু পুজো । তার মধ্যে রয়েছে সল্টলেকের BJ ব্লকের পুজো । BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবেই কি তিনি পুজো উদ্বোধন করবেন? না কি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে । এই নিয়ে এই পুজো কমিটির অন্দরে তৈরি হয়েছিল সমস্যা । BJP-র রাজ্য কমিটির সদস্য উমাশংকর ঘোষদস্তিদারের পুজো হিসেবে চেনা এই BJ ব্লকের পুজোতে অমিত শাহ BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবেই পুজো উদ্বোধন করুক । চেয়েছিলেন উমাশংকরবাবু । কিন্তু পুজো উদ্যোক্তাদের অনেকেই মনে করেছিলেন অমিত শাহ পুজো উদ্বোধন করুক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে । এই নিয়ে বেশ কিছুদিন টানাপোড়েনের পর অবশেষে ঠিক হয় তিনি BJ ব্লকের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই । পুজোতে আমন্ত্রিত থাকবেন সুজিত বসু ও কৃষ্ণা চক্রবর্তীও ।

পুজো উদ্যোক্তাদের মধ্যে মনোমালিন্যর ব্যাপারটি স্বীকার করেছেন উমাশংকরবাবু । তিনি বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছিল । সেটা মিটে গেছে । 1 অক্টোবর সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি পুজো উদ্বোধন করবেন । ইতিমধ্যে কার্ড ছাপানো হয়ে গেছে ।"

কলকাতা ও শহরতলির মোট সাতটি পুজোর তালিকা পাঠানো হয়েছিল অমিত শাহর অফিসে । গতকাল সেখান থেকে চিঠি এসে পৌঁছেছে BJP-র রাজ্য দপ্তরে । আগামীকাল রাজ্যে আসছেন তিনি । উদ্বোধন করবেন মাত্র একটি পুজোর ।

Intro:
30-09-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: সল্টলেক BJ Block সারদউৎস কমিটির পূজো উদ্বোধনের চুড়ান্ত সিদ্ধান্ত পরও উদ্বোধন নিয়ে নয়া বির্তক তৈরি হয়।
বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসাবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই পূজো উদ্বোধন করতে হবে। এই নিয়ে দুটি ভাগে ভাগ হয়ে যায় পূজো কমিটি। শেষ একমত হয় সবাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ পূজো উদ্বোধন করতে পারবে। তবে সেই পূজোতে বিধায়নগরের বিধায়ক সুজিত বসু ও স্থানীয় কাউন্সলিয়ার কৃষ্ণ চক্রবত্তীকেও আমন্ত্রন করতে হবে। সেই মত পূজো উদ্বোধনের কার্ডও তৈরি করা হয়।




পূজো কমিটির সভাপতি ও বিজেপির রাজ্য কমিটির সদস্য উমা শঙ্কর ঘোষ দস্থিদার বলেন," একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো। সেটা মিটে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই তিনি পূজো উদ্বোধন করবেন। ১ অক্টোবর সন্ধ্যা ৭ টায় তিনি পূজো উদ্বোধন করবেন। ইতিমধ্যেই কার্ড ছাপানো হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী হিসাবেই তিনি এলাকার মানুষের মন জয় করবেন।



প্রসঙ্গত,রবিবার অমিত শাহের অফিস থেকে চিঠি এসে পৌচ্ছাল রাজ্য দপ্তরে। অমিত শাহের দপ্তরে কলকাতা ও শহরতলির মোট ৭ টি পূজোর তালিকা পাঠানো হয়েছিলো। BJ Block সারদউৎস কমিটির পূজোই উদ্বোধন করবেন অমিত শাহ। সেই তালিকা থেকেই চুড়ান্ত হল এই BJ ব্লক সারদউৎসব কমিটির পূজো।

Body:কপিConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.