ETV Bharat / state

শাহ মোদির ডান হাত; নির্বাচনী রাজনীতি শিখুন নড্ডা, কটাক্ষ সৌগতর

"হিমাচল প্রদেশে এত ঠাণ্ডা যে সেখানকার লোকেরা শীতকালে বেরিয়ে একটু উষ্ণ আবহাওয়া যুক্ত এলাকায় আসেন৷ যেম ন পরিযায়ী পাখিরা আসে সাইবেরিয়া থেকে৷ তেমনই BJP-র পরীযায়ীরা আসছে পশ্চিমবঙ্গে৷" খোঁচা সৌগতের৷

সৌগত
সৌগত
author img

By

Published : Nov 24, 2020, 8:09 PM IST

কলকাতা, 24 নভেম্বর : নাড্ডা রাজনীতি জানেন না৷ আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ৷ সাংবাদিক বৈঠক থেকে BJP-র কেন্দ্রের ও রাজ্যের শীর্ষ স্তরের নেতাদের এক হাত নিলেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায়৷ আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বসেছিলেন এই বর্ষীয়ান নেতা৷ সেই বৈঠক থেকেই জে পি নাড্ডা, অমিত শাহের, পাশাপশি এদিন দিলীপ ঘোষকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন৷

তিনি বলেন, "জে পি নাড্ডা একটু নির্বাচনী রাজনীতি শিখুন৷ তিনি BJP-র সভাপতি হয়েছে৷ এর আগে তিনি কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমরা দেখেছি৷ এমনই ভদ্রলোক৷ কিন্তু তিনি রাজ্যসভার সদস্য তার উপর হিমাচলের মতো ছোট্ট রাজ্য থেকে, হিমাচলে যেখানে চারটে লোকসভা আসন৷ উনি উপদেশ দেবেন বাংলার লোককে যেখানে 42টি লোকসভা আসন৷ তাই বলবো জে পি নাড্ডা আগে এসে বাংলার বিষয়টি বুঝুন৷ পশ্চিমবাংলায় তিনি সব সময় বেরাতে আসতে পারেন৷ হিমাচলে এত ঠাণ্ডা যে সেখানকার লোকেরা শীতকালে বেরিয়ে একটু উষ্ণ আবহাওয়া যুক্ত এলাকায় আসেন৷ যেমন পরিযায়ী পাখিরা আসে সাইবেরিয়া থেকে৷ তেমনই BJP-র পরীযায়ীরা আসছে পশ্চিমবঙ্গে৷ তা খারাপ না৷"

দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, "BJP-র তো ট্রেনিং আছে৷ যেমন ধরুন দিলীপ ঘোষ, উনি RSS-র হোল টাইম ওয়ার্কার ছিলেন৷ ওরা সকাল থেকে লাঠি খেলা, খাকি হাফপ্যান্ট পড়ে মাঠে কুচকাওয়াজ করা, ছুরি খেলা, তলোয়ার খেলা এইগুলো সবই RSS-র পুরানো লোকেরা জানেন৷ BJP-র নেতৃত্বের 90 শতাংশ প্রাক্তন RSS৷ এবং ওরা গর্বিত যে ওরা RSS-র সদস্য৷"

এদিন সাংবাদিক বৈঠক থেকে BJP-র সর্বভারতীয় ও রাজ্য সভাপতির পাশাপাশি BJP-নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা৷ তিনি বলেন, "অমিত শাহ-তো এখনও বাংলার মানচিত্রটাই ভালো করে চিনলেন না৷ উনি গুজরাতে থাকেন৷ আমেদাবাদ শহরের সঙ্গে তাঁর পরিচয়৷ মোদির রাইট হ্যান্ড৷ BJP বাংলায় আসন কত পাবেন উনি কী করে আগে থেকে বলছেন৷ উনি গতবার লোকসভায় প্রকাশ্যে ঘোষণা করেছিলেন বাংলায় 24টা আসন পাবে BJP৷ কিন্তু পায়নি৷অমিত শাহ কী বললেন তাতে আমরা গুরুত্ব দিই না৷ আমরা আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় আসছেন৷ উনি পশ্চিমবাংলার নিরাপত্তা খতিয়ে দেখবেন৷ BSF কেমন কাজ করছে? গরু পাচার বন্ধ করতে পারছে কিনা? SSB, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেপাল, ভুটানে ভারত বিরোধী কাজকর্ম হচ্ছে কিনা? নাকি উনি বাঁকুড়ায় গিয়ে ভুল মূর্তিতে মালা দিলেন৷ কলকাতায় মতুয়াদের বাড়িতে খেলেন৷ এগুলো কি একটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? বল্লভভাই প্যাটেল এই রকম কাজ করতেন! আমি তো জানি না৷অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যদা রাখছেন না৷"

রাজ্যে বিধানসভা নির্বাচনে বাংলার বাইরের নেতৃত্বদের দায়িত্ব দেওয়া নিয়েও এদিন কটাক্ষ করেন ওই বর্ষীয়ান নেতা৷ তিনি বলেন, "আমাদের মনে হয় BJP-র কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলায় BJP-র অন্তকলহে ক্লান্ত এবং বিরক্ত৷ সেই জন্য তারা এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল একটি মুখ ঠিক করতে পারেনি৷ সেই জন্য রাজ্যের বাইরে থেকে একজন পর্যবেক্ষক একজন অতিরিক্ত পর্যবেক্ষক ও চারজন আঞ্চলিক পর্যবেক্ষক নিয়ে এসেছেন৷ তাঁর মধ্যে একজন হয়েন BJP-র দিল্লি IT সেলের দায়িত্বে ছিলেন৷ তিনি ফেক নিউজ় প্রচার ও ভুল তথ্য প্রচার করায় বিশেষ পারদর্শী৷ আমাদের ভয় আশঙ্কা BJP- রাজ্যে বিভাজনের শক্তিদের উৎসাহ দেবে৷ এর ফলে রাজ্য শান্তি এবং সুস্থির অবস্থা ব্যহত হবে৷"

কলকাতা, 24 নভেম্বর : নাড্ডা রাজনীতি জানেন না৷ আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ৷ সাংবাদিক বৈঠক থেকে BJP-র কেন্দ্রের ও রাজ্যের শীর্ষ স্তরের নেতাদের এক হাত নিলেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায়৷ আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বসেছিলেন এই বর্ষীয়ান নেতা৷ সেই বৈঠক থেকেই জে পি নাড্ডা, অমিত শাহের, পাশাপশি এদিন দিলীপ ঘোষকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন৷

তিনি বলেন, "জে পি নাড্ডা একটু নির্বাচনী রাজনীতি শিখুন৷ তিনি BJP-র সভাপতি হয়েছে৷ এর আগে তিনি কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমরা দেখেছি৷ এমনই ভদ্রলোক৷ কিন্তু তিনি রাজ্যসভার সদস্য তার উপর হিমাচলের মতো ছোট্ট রাজ্য থেকে, হিমাচলে যেখানে চারটে লোকসভা আসন৷ উনি উপদেশ দেবেন বাংলার লোককে যেখানে 42টি লোকসভা আসন৷ তাই বলবো জে পি নাড্ডা আগে এসে বাংলার বিষয়টি বুঝুন৷ পশ্চিমবাংলায় তিনি সব সময় বেরাতে আসতে পারেন৷ হিমাচলে এত ঠাণ্ডা যে সেখানকার লোকেরা শীতকালে বেরিয়ে একটু উষ্ণ আবহাওয়া যুক্ত এলাকায় আসেন৷ যেমন পরিযায়ী পাখিরা আসে সাইবেরিয়া থেকে৷ তেমনই BJP-র পরীযায়ীরা আসছে পশ্চিমবঙ্গে৷ তা খারাপ না৷"

দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, "BJP-র তো ট্রেনিং আছে৷ যেমন ধরুন দিলীপ ঘোষ, উনি RSS-র হোল টাইম ওয়ার্কার ছিলেন৷ ওরা সকাল থেকে লাঠি খেলা, খাকি হাফপ্যান্ট পড়ে মাঠে কুচকাওয়াজ করা, ছুরি খেলা, তলোয়ার খেলা এইগুলো সবই RSS-র পুরানো লোকেরা জানেন৷ BJP-র নেতৃত্বের 90 শতাংশ প্রাক্তন RSS৷ এবং ওরা গর্বিত যে ওরা RSS-র সদস্য৷"

এদিন সাংবাদিক বৈঠক থেকে BJP-র সর্বভারতীয় ও রাজ্য সভাপতির পাশাপাশি BJP-নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা৷ তিনি বলেন, "অমিত শাহ-তো এখনও বাংলার মানচিত্রটাই ভালো করে চিনলেন না৷ উনি গুজরাতে থাকেন৷ আমেদাবাদ শহরের সঙ্গে তাঁর পরিচয়৷ মোদির রাইট হ্যান্ড৷ BJP বাংলায় আসন কত পাবেন উনি কী করে আগে থেকে বলছেন৷ উনি গতবার লোকসভায় প্রকাশ্যে ঘোষণা করেছিলেন বাংলায় 24টা আসন পাবে BJP৷ কিন্তু পায়নি৷অমিত শাহ কী বললেন তাতে আমরা গুরুত্ব দিই না৷ আমরা আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় আসছেন৷ উনি পশ্চিমবাংলার নিরাপত্তা খতিয়ে দেখবেন৷ BSF কেমন কাজ করছে? গরু পাচার বন্ধ করতে পারছে কিনা? SSB, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেপাল, ভুটানে ভারত বিরোধী কাজকর্ম হচ্ছে কিনা? নাকি উনি বাঁকুড়ায় গিয়ে ভুল মূর্তিতে মালা দিলেন৷ কলকাতায় মতুয়াদের বাড়িতে খেলেন৷ এগুলো কি একটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? বল্লভভাই প্যাটেল এই রকম কাজ করতেন! আমি তো জানি না৷অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যদা রাখছেন না৷"

রাজ্যে বিধানসভা নির্বাচনে বাংলার বাইরের নেতৃত্বদের দায়িত্ব দেওয়া নিয়েও এদিন কটাক্ষ করেন ওই বর্ষীয়ান নেতা৷ তিনি বলেন, "আমাদের মনে হয় BJP-র কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলায় BJP-র অন্তকলহে ক্লান্ত এবং বিরক্ত৷ সেই জন্য তারা এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল একটি মুখ ঠিক করতে পারেনি৷ সেই জন্য রাজ্যের বাইরে থেকে একজন পর্যবেক্ষক একজন অতিরিক্ত পর্যবেক্ষক ও চারজন আঞ্চলিক পর্যবেক্ষক নিয়ে এসেছেন৷ তাঁর মধ্যে একজন হয়েন BJP-র দিল্লি IT সেলের দায়িত্বে ছিলেন৷ তিনি ফেক নিউজ় প্রচার ও ভুল তথ্য প্রচার করায় বিশেষ পারদর্শী৷ আমাদের ভয় আশঙ্কা BJP- রাজ্যে বিভাজনের শক্তিদের উৎসাহ দেবে৷ এর ফলে রাজ্য শান্তি এবং সুস্থির অবস্থা ব্যহত হবে৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.