ETV Bharat / state

রাজ্যে কোরোনা সংক্রমণ কমলেও থাকছে সেকেন্ড ও থার্ড ওয়েভের আশঙ্কা

author img

By

Published : Dec 28, 2020, 6:20 PM IST

স্বাস্থ্য দপ্তরের কোরোনা সংক্রান্ত বুলেটিন অনুযায়ী, 27 ডিসেম্বর রাজ্যে 1হাজার 435 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ রাজ্যে সুস্থতার হার 95.73 শতাংশ ৷ 1 ডিসেম্বর রাজ্যে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 315 জন ৷

সংক্রমণ কমলেও থাকছে সেকেন্ড ও থার্ড ওয়েভের আশঙ্কা
সংক্রমণ কমলেও থাকছে সেকেন্ড ও থার্ড ওয়েভের আশঙ্কা

কলকাতা, 28 ডিসেম্বর: সংক্রমণের হার কমলেও দেশে কোরোনার সেকেন্ড এবং থার্ড ওয়েভের আশঙ্কা রয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । স্বাভাবিকভাবেই তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে । এদিকে সংক্রমণ কমলেও রাজ্যের হাসপাতালে ভরতি আশঙ্কাজনক কোরোনা রোগীর সংখ্যা এখন বাড়ছে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা । সব মিলিয়ে কোরোনা পরিস্থিতি এখনও উদ্বেগের বলেই জানিয়েছেন তাঁরা ।

স্বাস্থ্য দপ্তরের কোরোনা সংক্রান্ত বুলেটিন অনুযায়ী, 27 ডিসেম্বর রাজ্যে 1 হাজার 435 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ রাজ্যে সুস্থতার হার 95.73 শতাংশ ৷ 1 ডিসেম্বর রাজ্যে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 315 জন ৷ চিকিৎসকরা বলছেন, রাজ্যে এখন কোরোনা সংক্রমণ আগের তুলনায় কমেছে ৷

তবে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের সংখ্যা থেকে বাস্তবে সংক্রমণের সংখ্যা অনেক বেশি বলেও মনে করছেন চিকিৎসকরা । চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "অনেকেই এখন কোরোনা পরীক্ষা করাচ্ছেন না । অল্প জ্বর হলে নিজেরা ওষুধ খাচ্ছেন । এই কারণে সংক্রমণের যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, বাস্তবে তা হয়তো বেশি ।" আর এক চিকিৎসক, কৌশিক লাহিড়ি বলেন, "রাজ্যে কোরোনা আক্রান্তের যে সংখ্যা দেখা যাচ্ছে, এটা নির্ভর করছে কতগুলি টেস্ট হচ্ছে তার উপর । রাজ্যে টেস্টের সংখ্যা কিন্তু বাড়েনি ।’’ চিকিৎসক রাজীব পান্ডে বলেন,‘‘সংক্রমণের পিকটা এখন কমেছে । কিন্তু কোরোনার নতুন স্ট্রেইন-ও এসেছে । জানুয়ারিতে বোঝা যাবে সংক্রমণ আবার বাড়ছে কি না ।’’

আরও পড়ুন :- কোরোনা আক্রান্ত বিধায়ক অখিল গিরি

একটা বিষয় মাথায় রাখতে হবে ভারত এখন কোরোনার ফার্স্ট ওয়েভের শেষ দিকে আছে । তাই 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা এখন কমের দিকে ৷ চিকিৎসক কৌশিক লাহিড়ি বলছেন, ‘‘গোটা বিশ্বে কোরোনার সেকেন্ড ও থার্ড ওয়েভ চলছে । দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, ডেনমার্কে কোরোনার নতুন স্ট্রেইন দেখা যাচ্ছে । এই সব স্ট্রেইন সুপার স্প্রেডার । তবে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়ে গিয়েছে । গোটা বিশ্বের বিভিন্ন দেশের সরকার সুন্দরভাবে সামলাচ্ছে । আমাদের দেশও অত্যন্ত ভালোভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করেছে ৷ এতগুলি ভ্যাকসিন এসে গেছে । তা সত্ত্বেও সেকেন্ড ও থার্ড ওয়েভের আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ ’’

কলকাতা, 28 ডিসেম্বর: সংক্রমণের হার কমলেও দেশে কোরোনার সেকেন্ড এবং থার্ড ওয়েভের আশঙ্কা রয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । স্বাভাবিকভাবেই তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে । এদিকে সংক্রমণ কমলেও রাজ্যের হাসপাতালে ভরতি আশঙ্কাজনক কোরোনা রোগীর সংখ্যা এখন বাড়ছে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা । সব মিলিয়ে কোরোনা পরিস্থিতি এখনও উদ্বেগের বলেই জানিয়েছেন তাঁরা ।

স্বাস্থ্য দপ্তরের কোরোনা সংক্রান্ত বুলেটিন অনুযায়ী, 27 ডিসেম্বর রাজ্যে 1 হাজার 435 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ রাজ্যে সুস্থতার হার 95.73 শতাংশ ৷ 1 ডিসেম্বর রাজ্যে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 315 জন ৷ চিকিৎসকরা বলছেন, রাজ্যে এখন কোরোনা সংক্রমণ আগের তুলনায় কমেছে ৷

তবে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের সংখ্যা থেকে বাস্তবে সংক্রমণের সংখ্যা অনেক বেশি বলেও মনে করছেন চিকিৎসকরা । চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "অনেকেই এখন কোরোনা পরীক্ষা করাচ্ছেন না । অল্প জ্বর হলে নিজেরা ওষুধ খাচ্ছেন । এই কারণে সংক্রমণের যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, বাস্তবে তা হয়তো বেশি ।" আর এক চিকিৎসক, কৌশিক লাহিড়ি বলেন, "রাজ্যে কোরোনা আক্রান্তের যে সংখ্যা দেখা যাচ্ছে, এটা নির্ভর করছে কতগুলি টেস্ট হচ্ছে তার উপর । রাজ্যে টেস্টের সংখ্যা কিন্তু বাড়েনি ।’’ চিকিৎসক রাজীব পান্ডে বলেন,‘‘সংক্রমণের পিকটা এখন কমেছে । কিন্তু কোরোনার নতুন স্ট্রেইন-ও এসেছে । জানুয়ারিতে বোঝা যাবে সংক্রমণ আবার বাড়ছে কি না ।’’

আরও পড়ুন :- কোরোনা আক্রান্ত বিধায়ক অখিল গিরি

একটা বিষয় মাথায় রাখতে হবে ভারত এখন কোরোনার ফার্স্ট ওয়েভের শেষ দিকে আছে । তাই 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা এখন কমের দিকে ৷ চিকিৎসক কৌশিক লাহিড়ি বলছেন, ‘‘গোটা বিশ্বে কোরোনার সেকেন্ড ও থার্ড ওয়েভ চলছে । দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, ডেনমার্কে কোরোনার নতুন স্ট্রেইন দেখা যাচ্ছে । এই সব স্ট্রেইন সুপার স্প্রেডার । তবে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়ে গিয়েছে । গোটা বিশ্বের বিভিন্ন দেশের সরকার সুন্দরভাবে সামলাচ্ছে । আমাদের দেশও অত্যন্ত ভালোভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করেছে ৷ এতগুলি ভ্যাকসিন এসে গেছে । তা সত্ত্বেও সেকেন্ড ও থার্ড ওয়েভের আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.