বিধাননগর, 21 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে এবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷ আজ সকাল 9টা 50 মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে এসে পৌঁছান তিনি ৷ 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলের প্রকাশিত ছবিতে দেখা গিয়েছিল তৎকালীন বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ৷ সেই নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে গত 9 অগস্ট দেহ উদ্ধার হয় মহিলা চিকিৎসকের ৷ সেই ঘটনার পর সেমিনার হলে দেহ থাকাকালীন একাধিক ব্যক্তির উপস্থিতি ছিল বলে অভিযোগ উঠেছে ৷ যেখানে বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসও ছিলেন বলে অভিযোগ ৷ সেমিনার হলের প্রকাশিত ভিডিয়োতে বিরূপাক্ষকে দেখা গিয়েছিল ৷ কিন্তু, প্রশ্ন উঠছে বর্ধমান মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তার আরজি করে দেহ উদ্ধারের জায়গায় কী করছিলেন ?
এমনই নানা তথ্য জানার জন্য আজ বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করা হয় ৷ সেই মতো জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ৷ উল্লেখ্য, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বর্ধমান মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ৷ মূলত, তাঁর মদতেই রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' চালানো হতো ৷ সেই অভিযোগ এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং এসএসকেএম হাসপাতালের পিজিটি অভীক দে’কে সাসপেন্ড করে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷
উল্লেখ্য, এই বিরূপাক্ষ বিশ্বাস আরজি কর-কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ তাঁদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গিয়েছিল অতীতে ৷ সন্দীপ ঘোষ প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়ার পর, বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷