চেন্নাই, 21 সেপ্টেম্বর: 'হাম', 'অন্ধাকানুন' বা 'গ্রেফতার'-এর মতো হিন্দি ছবিতে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের জুটি সিনেপর্দায় কামাল দেখিয়েছে ৷ তারপর কেটে গিয়েছে 34টা বছর ৷ চলতি বছর ফের একবার পর্দায় জুটি বেঁধে আসছেন শাহেনশা ও থালাইভা ৷ মুক্তির অপেক্ষায় 'ভেট্টাইন' ৷ তার আগে চেন্নাইয়ে ছবির মিউজিক লঞ্চে গ্র্যান্ড সেলিব্রেশনে মেতে ওঠেন তারকারা ৷ এত বড় ইভেন্টে অমিতাভ উপস্থিত থাকতে না পারলেও অনুরাগীদের নিরাশ করেননি তিনি ৷ ভিডিয়োর মাধ্যমে ছবির পুরো টিম ও অনুরাগীদের জন্য পাঠান বিশেষ বার্তা ৷ অনুষ্ঠানে কী কী হল রইল তারই কিছু হাইলাইট ৷
- রজনীকান্তের প্রশংসায় বিগ বি
ভিডিয়ো বার্তায় অমিতাভ রজনীকান্তকে 'সুপ্রিম অফ অল স্টারস' বলে অভিহিত করেন ৷ এই কথা শুনে দর্শকদের হাততালি ফেটে পড়ে ৷ বিগ বি বলেন, "এটা আমার প্রথম তামিল ছবি ৷ আমি সত্যিই সম্মানিত ৷ রজনীকান্ত সব তারকাদের মধ্যে সেরা ৷" এরপর পুরনো স্মৃতি রোমন্থন করেন অমিতাভ ৷ তিনি 1991 সালের ব্লকব্লাস্টার হিট ছবি 'হাম'-এর শুটিংয়ের কথা শেয়ার করেন ৷ যেখানে রজনীকান্ত অমিতাভের ছোট ভাইয়ের চরিত্রে নজর কাড়েন ৷ তিনি বলেন, " আমি যখন হাম ছবির শুটিং করছিলাম তখন সাধারণত কিছুটা সময় আমার এসি ভ্যানে বিশ্রাম নিতাম ৷ আর রজনী ব্রেকটাইমে ফ্লোরের মাটিতে শুয়ে বিশ্রাম নিত ৷ এত সাধারণভাবে ওকে থাকতে দেখেছি ৷ সেটা দেখে আমিও ভ্যান থেকে বেরিয়ে এসে বাইরেই গরমে বিশ্রাম নিই ৷ "
- 'অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন...' শাহেনশার লড়াইকে কুর্নিশ রজনীর
এদিনের অনুষ্ঠানে শাহেনশার নিজের কেরিয়ারে যে একাধিক চ্যালেঞ্জ ও প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন সেই কথা তুলে ধরেন থালাইভা ৷ তিনি বলেন, "যখন অমিতজি প্রযোজক হিসাবে কাজ করেন তখন প্রচুর লোকসানের সম্মুখীন হয়েছেন ৷ এমন পরিস্থিতি হয়েছিল তাঁর ওয়াচম্যানকেও বেতন দেওয়ার ক্ষমতাও ছিল না ৷ এমনকী, তাঁর জুহুর বাড়ি নিলামেও উঠেছিল ৷ সেই সময় পুরো বলিউড অমিতজির উপর হেসেছিল ৷ আসলে সকলে অপেক্ষা করছিল অমিতজির পতনের ৷ এরপর মাত্র তিন বছরে তিনি প্রচুর কাজ করেন ৷ কেবিসি সঞ্চালনা করেন ৷ বাড়ি পুনরায় ফেরত নেন ৷ সকল ধার শোধ করেন ৷ তিনি সত্যিই সকলকে অনুপ্রাণিত করেন ৷ 82 বছর বয়সে এসেও তিনি প্রতিদিন 10 ঘণ্টা কাজ করেন ৷"
Meet the super cop in style! 🤩 How can we reveal Thalaivar’s character too soon? 😉 Stay tuned, you might just get to know at today’s VETTAIYAN 🕶️ Audio & Prevue event! The hunt is on! 🔥#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth… pic.twitter.com/TvjXINwtPm
— Vettaiyan (@VettaiyanMovie) September 20, 2024
- বচ্চন পরিবারের প্রশংসা
অনুষ্ঠানে রজনীকান্ত তুলে ধরেন অমিতাভ বচ্চনের বাবা ও তাঁদের পরিবার কেমন ছিল ৷ তিনি বলেন, "অমিতজির বাবা মহান লেখক ছিলেন ৷ অনায়াসে বাবার নাম ধরে অমিতজি বলিউডে কাজ পেতে পারতেন ৷ কিন্তু তিনি নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন ৷ একবার, অমিতজি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন ৷ সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি বিদেশে এক কনফারেন্সে ছিলেন ৷ অমিতজির দুর্ঘটনার কথা শুনে তিনি তড়িঘড়ি বারতে ফিরে আসেন ৷ তখন সকলে জানতে পারেন আসলে রাজীব গান্ধি ও অমিতজি একসঙ্গে পড়াশোনা করেছেন ৷ "
Meet the powerhouse of VETTAIYAN 🕶️ Introducing @SrBachchan as SATHYADEV 🔥 Get ready to witness his groundbreaking performance. 🤩 #Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/2vBYvTpLjR
— Vettaiyan (@VettaiyanMovie) September 19, 2024
- ভেট্টাইন অডিয়ো লঞ্চ
'ভেট্টাইন'-এর অডিও লঞ্চ এবং প্রিভিউ ছিল তারকা-খচিত ৷ উপস্থিত ছিলেন মঞ্জু ওয়ারিয়ার, রানা দাগ্গুবাতি ছাড়াও একাধিক তারকা ৷ মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ, রবি চন্দর ৷ সম্পূর্ণ কালো পোশাক পরে রজনীকান্ত এদিন গানের তালে নাচেনও ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
Get ready to enjoy the vibrant energy of #FahadhFaasil as PATRICK 🎭 in VETTAIYAN 🕶️ Brace yourself for an intriguing character! 🤩#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/1hcHkBvM7o
— Vettaiyan (@VettaiyanMovie) September 18, 2024
- ভেট্টাইন-এর প্রেক্ষাগৃহে মুক্তি
টিজে জ্ঞানভেল পরিচালিত এই ছবি মুক্তি পাবে 10 অক্টোবর ৷ তামিল, কন্নড়, হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷ ইতিমধ্যেই 'ভেট্টাইন' ছবির ঝলক দর্শকদের মধ্যে উন্মদনা জাগিয়েছে ৷ প্রিমিয়ারের জন্য অপেক্ষায় সকলেই ৷ অমিতাভ বচ্চন, রজনীকান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফাওয়াদ ফাসিল ও মঞ্জু ওয়ারিয়র ৷