ETV Bharat / state

'তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল', কুণালের মন্তব্যে বামেদের কথারই প্রতিধ্বনি - কুণাল ঘোষ

Kunal Ghosh comments echo words of Left: তৃণমূল কংগ্রেসের একটাই বিকল্প সেটা হলো, উন্নততর তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের এই মন্তব্যে বামেদের কথার প্রতিধ্বনি শোনা গেল বলছে রাজনৈতিক মহলের একাংশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 8:14 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের বিকল্প বিজেপি নয়। বামফ্রন্ট বা কংগ্রেসও নয়। তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল। রবিবার সুকান্ত সেতু থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিলের আগে এমন কথাই বলতে শোনা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। আর এখানেই রাজনৈতিক মহলের একাংশের মনে পড়ছে, এই একই কথা শোনা গিয়েছিল একসময় বামেদের মুখেও ৷ মহাকরণ থেকে জ্যোতি বসু বিদায় নেওয়ার পর মুখ্যমন্ত্রী পদে বুদ্ধদেব ভট্টাচার্যের অভিষেক হওয়ার পরই তিনি স্লোগান তুলেছিলেন, 'বামফ্রন্টের কোনও বিকল্প নেই। বামফ্রন্টের বিকল্প আরও উন্নততর বামফ্রন্ট।' আর সেই বক্তব্যই ফিরে এল কুণাল ঘোষের গলায় ৷

এদিন তৃণমূলের মিছিল শুরুর আগে ছোট্ট বক্তব্য রাখেন কুণাল, আর সেখানেই একথা জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ৷ এদিন কুণাল ঘোষ বলেন, "আমি আজ অপটিক বলছি, আমাদের 99টা কাজ হয় তো ভালো হচ্ছে। একটা কাজ কোথাও দশমিক পাঁচ শতাংশ আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সেই ভুল সংশোধন করে নেব।" একই সঙ্গে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের একটাই বিকল্প সেটা হলো, উন্নততর তৃণমূল। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে।"

কুণাল এদিন আরও বলেন, "বিজেপি আর এখানকার সিপিএমকে বলে রাখি, ইন্ডিয়া জোট এবার কেন্দ্রে ক্ষমতায় আসবে। কিন্তু এই রাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর অধীর চৌধুরীর কংগ্রেস। বড় বড় কথা বলছে 2021 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস একা লড়াই করে বিজেপিকে হারিয়ে দিয়েছিল। সিপিএম এবং কংগ্রেস বিজেপিকে সুবিধা করে দেবে বলে হাতে হাত মিলিয়ে আলাদা লড়ল। এরপরেও শূন্য পেয়েছে তারা। মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন।"

এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র যাদবপুরে দাঁড়িয়ে কুণাল এদিন বলেন, "যাদবপুরের ঐতিহাসিক মূল্য আছে। যাদবপুরের নিজস্ব সংগ্রাম আছে। এবারের কঠিন লড়াইয়ে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" একই সঙ্গে, যাদবপুরের মাটি থেকে আরও একবার বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার ডাক দিয়েছেন কুণাল। প্রসঙ্গত, এদিন মিছিলে কুণাল ঘোষ ছাড়াও হাজির ছিলেন, মেয়র পারিষদ দেবব্রত দেবব্রত মজুমদার-সহ দক্ষিণ কলকাতার একাধিক কাউন্সিলর এবং ছাত্র-যুব নেতারা। মূলত এই মিছিল থেকেই মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় বঞ্চনা-সহ বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল।

আরও পড়ুন

বরাদ্দ বঞ্চনা থেকে মূল্য বৃদ্ধি, প্রতিবাদে রাজপথে তৃণমূলের মিছিল

'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

কলকাতা, 14 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের বিকল্প বিজেপি নয়। বামফ্রন্ট বা কংগ্রেসও নয়। তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল। রবিবার সুকান্ত সেতু থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিলের আগে এমন কথাই বলতে শোনা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। আর এখানেই রাজনৈতিক মহলের একাংশের মনে পড়ছে, এই একই কথা শোনা গিয়েছিল একসময় বামেদের মুখেও ৷ মহাকরণ থেকে জ্যোতি বসু বিদায় নেওয়ার পর মুখ্যমন্ত্রী পদে বুদ্ধদেব ভট্টাচার্যের অভিষেক হওয়ার পরই তিনি স্লোগান তুলেছিলেন, 'বামফ্রন্টের কোনও বিকল্প নেই। বামফ্রন্টের বিকল্প আরও উন্নততর বামফ্রন্ট।' আর সেই বক্তব্যই ফিরে এল কুণাল ঘোষের গলায় ৷

এদিন তৃণমূলের মিছিল শুরুর আগে ছোট্ট বক্তব্য রাখেন কুণাল, আর সেখানেই একথা জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ৷ এদিন কুণাল ঘোষ বলেন, "আমি আজ অপটিক বলছি, আমাদের 99টা কাজ হয় তো ভালো হচ্ছে। একটা কাজ কোথাও দশমিক পাঁচ শতাংশ আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সেই ভুল সংশোধন করে নেব।" একই সঙ্গে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের একটাই বিকল্প সেটা হলো, উন্নততর তৃণমূল। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে।"

কুণাল এদিন আরও বলেন, "বিজেপি আর এখানকার সিপিএমকে বলে রাখি, ইন্ডিয়া জোট এবার কেন্দ্রে ক্ষমতায় আসবে। কিন্তু এই রাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর অধীর চৌধুরীর কংগ্রেস। বড় বড় কথা বলছে 2021 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস একা লড়াই করে বিজেপিকে হারিয়ে দিয়েছিল। সিপিএম এবং কংগ্রেস বিজেপিকে সুবিধা করে দেবে বলে হাতে হাত মিলিয়ে আলাদা লড়ল। এরপরেও শূন্য পেয়েছে তারা। মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন।"

এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র যাদবপুরে দাঁড়িয়ে কুণাল এদিন বলেন, "যাদবপুরের ঐতিহাসিক মূল্য আছে। যাদবপুরের নিজস্ব সংগ্রাম আছে। এবারের কঠিন লড়াইয়ে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" একই সঙ্গে, যাদবপুরের মাটি থেকে আরও একবার বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার ডাক দিয়েছেন কুণাল। প্রসঙ্গত, এদিন মিছিলে কুণাল ঘোষ ছাড়াও হাজির ছিলেন, মেয়র পারিষদ দেবব্রত দেবব্রত মজুমদার-সহ দক্ষিণ কলকাতার একাধিক কাউন্সিলর এবং ছাত্র-যুব নেতারা। মূলত এই মিছিল থেকেই মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় বঞ্চনা-সহ বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল।

আরও পড়ুন

বরাদ্দ বঞ্চনা থেকে মূল্য বৃদ্ধি, প্রতিবাদে রাজপথে তৃণমূলের মিছিল

'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.