ETV Bharat / state

প্রাক-দোলে অশ্লীলতা : ভুল হয়ে গেছে, আর করব না; বলছে অভিযুক্তরা

রবীন্দ্রভারতীতে অশ্লীল শব্দ লিখে প্রাক-দোল উদযাপনের ঘটনায় সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্তদের আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে ছাত্র সংসদ ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 6, 2020, 3:57 PM IST

Updated : Mar 6, 2020, 10:01 PM IST

কলকাতা, 6 মার্চ : ভুল করেই এই কাজ করে ফেলেছে । জীবনে আর কোনওদিন করবে না । রবীন্দ্রভারতীতে অশ্লীল শব্দ লিখে প্রাক-দোল উদযাপনের ঘটনায় ক্ষমা চাইল অভিযুক্তরা ।

আজ দুপুরে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে ছাত্র সংসদ । তাদের বাড়ি শ্রীরামপুর ও চন্দননগরে । প্রথমে তাদের একটি ঘরে রাখা হয় । নিজেদের দোষ স্বীকার করে নেয় তারা । বলে, "আমাদের ভুল হয়ে গেছে । জীবনে আর কোনওদিন করব না । আমাদের ক্ষমা করে দিন দাদা ।" তবে তাদের বক্তব্য, রবীন্দ্রভারতীর অনেক পড়ুয়াই বলেছিল তাদের ভালো লাগবে । কিন্তু কে এই ছবি শেয়ার করল তা তারা জানে না । শুধু তারা নয় আরও অনেকে জড়িত এই ঘটনার সঙ্গে ।

রবীন্দ্রভারতী ক্যাম্পাসে অভিযুক্তরা

প্রতি বছরের মতো এবারও দোল উৎসবের আয়োজন করা হয় রবীন্দ্রভারতীতে । গতকাল সেই উৎসবে পড়ুয়াদের সঙ্গে যোগ দিয়েছিল বহিরাগতরাও । সেখানেই পিঠে ও বুকে অশ্লীল শব্দ লিখে দোল পালন করতে দেখা যায় তাদের । রবীন্দ্রনাথ ঠাকুরের “চাঁদ উঠেছিল গগনে" গানটিও বিকৃত করে লেখা ছিল । ছিল গালিগালাজও । তারপরই সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে । আরও কয়েকজনও এই ঘটনার সঙ্গে জড়িয়ত রয়েছে । তাদের খোঁজ করছে পুলিশ ।

কলকাতা, 6 মার্চ : ভুল করেই এই কাজ করে ফেলেছে । জীবনে আর কোনওদিন করবে না । রবীন্দ্রভারতীতে অশ্লীল শব্দ লিখে প্রাক-দোল উদযাপনের ঘটনায় ক্ষমা চাইল অভিযুক্তরা ।

আজ দুপুরে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে ছাত্র সংসদ । তাদের বাড়ি শ্রীরামপুর ও চন্দননগরে । প্রথমে তাদের একটি ঘরে রাখা হয় । নিজেদের দোষ স্বীকার করে নেয় তারা । বলে, "আমাদের ভুল হয়ে গেছে । জীবনে আর কোনওদিন করব না । আমাদের ক্ষমা করে দিন দাদা ।" তবে তাদের বক্তব্য, রবীন্দ্রভারতীর অনেক পড়ুয়াই বলেছিল তাদের ভালো লাগবে । কিন্তু কে এই ছবি শেয়ার করল তা তারা জানে না । শুধু তারা নয় আরও অনেকে জড়িত এই ঘটনার সঙ্গে ।

রবীন্দ্রভারতী ক্যাম্পাসে অভিযুক্তরা

প্রতি বছরের মতো এবারও দোল উৎসবের আয়োজন করা হয় রবীন্দ্রভারতীতে । গতকাল সেই উৎসবে পড়ুয়াদের সঙ্গে যোগ দিয়েছিল বহিরাগতরাও । সেখানেই পিঠে ও বুকে অশ্লীল শব্দ লিখে দোল পালন করতে দেখা যায় তাদের । রবীন্দ্রনাথ ঠাকুরের “চাঁদ উঠেছিল গগনে" গানটিও বিকৃত করে লেখা ছিল । ছিল গালিগালাজও । তারপরই সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে । আরও কয়েকজনও এই ঘটনার সঙ্গে জড়িয়ত রয়েছে । তাদের খোঁজ করছে পুলিশ ।

Last Updated : Mar 6, 2020, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.