ETV Bharat / state

Alipore Zoo: করোনা কাটতেই রেকর্ড ভিড়ের আশায় আলিপুর চিড়িয়াখানা - এ বছর রেকর্ড ভিড়ের আশায় আলিপুর চিড়িয়াখান

নভেম্বরে বার্ষিক উৎসবে ভিড় চাক্ষুষ করে, ডিসেম্বর-জানুয়ারিতে বিপুল ভিড়ের আশা করছে আলিপুর চিড়িয়াখানা(Alipore Zoo)কর্তৃপক্ষ ৷

Etv Bharat
করোনা কাটতেই রেকর্ড ভিড়ের আশায় আলিপুর চিড়িয়াখানা
author img

By

Published : Nov 20, 2022, 9:20 PM IST

কলকাতা, 20 নভেম্বর: শীত মানেই কচিকাচা থেকে বড়দের একদিনের ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা হবেই । করোনা ফলে দু'বছর বন্ধ থাকার পর এবার আলিপুর চিড়িয়াখানায় ভিড় উপচে পড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ(Alipore Zoo Authority Hoping for Record Crowds in this Year)। কারণ, নভেম্বর শুরু হতেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে ।

এদিকে 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত চিড়িয়াখানায় আয়োজিত বার্ষিক উৎসবে বিড় ছিল চোখে পড়ার মতো ৷ বিগত দুই বছর করোনার কারণে উৎসব বন্ধ থাকায় এবারে নতুনত্বের ছোঁয়া ছিল ৷ যার ফলে 153টিরও বেশি স্কুলের কচিকাচারা এই উৎসবে আসে এবং বিভিন্ন প্রাতিযোগিতায় অংশ নেয় । আগত দর্শকরাও চিড়িয়াখানার পশু, পাখি ও জীবজন্তু দেখার পাশাপাশি প্রতিযোগীদের পারফরম্যান্স দেখতেও উঁকি মারেন । সব মিলিয়ে নভেম্বরের শুরুতেই যা ভিড়ের ঢল নেমেছে তাতে আগামী জানুয়ারির মধ্যে রেকর্ড ভিড় হবে বলেই মনে করছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস কুমার সামন্ত ।

করোনা কাটতেই রেকর্ড ভিড়ের আশায় আলিপুর চিড়িয়াখানা

এই বিষয়ে তিনি বলেন, "শীতের শুরুতেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের আসার যে প্রবণতা দেখছি তাতে 2016 সালের সংখ্যা ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে । সেবার শীতে 22লক্ষ দর্শনার্থী এসেছিলেন । 6 বছর পর ফের রেকর্ড ভিড়ের আশা । এবার 22 লাখের বেশি মানুষ আলিপুর চিড়িয়াখানায় আসবেন বলেই মনে হচ্ছে ।"

কিন্তু এবারের শীতে চিড়িয়াখানায় আকর্ষণীয় কী কী আছে ? চিড়িয়াখানার এক অধিকারিক জানান, শিম্পাঞ্জি, বাঘ, জিরাফ, জেব্রা তো আছেই ৷ তার সঙ্গে রয়েছে কুমির, অ্যানাকোন্ডা-সহ নানান প্রজাতির সাপ । জেব্রা, জিরাফ, সাপের বাচ্চা হওয়ায় তাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ।

আরও পড়ুন : শিশু দিবসে 5 দিন ব্যাপী বার্ষিক উৎসবে মাতবে আলিপুর চিড়িয়াখানা

কলকাতা, 20 নভেম্বর: শীত মানেই কচিকাচা থেকে বড়দের একদিনের ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা হবেই । করোনা ফলে দু'বছর বন্ধ থাকার পর এবার আলিপুর চিড়িয়াখানায় ভিড় উপচে পড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ(Alipore Zoo Authority Hoping for Record Crowds in this Year)। কারণ, নভেম্বর শুরু হতেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে ।

এদিকে 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত চিড়িয়াখানায় আয়োজিত বার্ষিক উৎসবে বিড় ছিল চোখে পড়ার মতো ৷ বিগত দুই বছর করোনার কারণে উৎসব বন্ধ থাকায় এবারে নতুনত্বের ছোঁয়া ছিল ৷ যার ফলে 153টিরও বেশি স্কুলের কচিকাচারা এই উৎসবে আসে এবং বিভিন্ন প্রাতিযোগিতায় অংশ নেয় । আগত দর্শকরাও চিড়িয়াখানার পশু, পাখি ও জীবজন্তু দেখার পাশাপাশি প্রতিযোগীদের পারফরম্যান্স দেখতেও উঁকি মারেন । সব মিলিয়ে নভেম্বরের শুরুতেই যা ভিড়ের ঢল নেমেছে তাতে আগামী জানুয়ারির মধ্যে রেকর্ড ভিড় হবে বলেই মনে করছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস কুমার সামন্ত ।

করোনা কাটতেই রেকর্ড ভিড়ের আশায় আলিপুর চিড়িয়াখানা

এই বিষয়ে তিনি বলেন, "শীতের শুরুতেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের আসার যে প্রবণতা দেখছি তাতে 2016 সালের সংখ্যা ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে । সেবার শীতে 22লক্ষ দর্শনার্থী এসেছিলেন । 6 বছর পর ফের রেকর্ড ভিড়ের আশা । এবার 22 লাখের বেশি মানুষ আলিপুর চিড়িয়াখানায় আসবেন বলেই মনে হচ্ছে ।"

কিন্তু এবারের শীতে চিড়িয়াখানায় আকর্ষণীয় কী কী আছে ? চিড়িয়াখানার এক অধিকারিক জানান, শিম্পাঞ্জি, বাঘ, জিরাফ, জেব্রা তো আছেই ৷ তার সঙ্গে রয়েছে কুমির, অ্যানাকোন্ডা-সহ নানান প্রজাতির সাপ । জেব্রা, জিরাফ, সাপের বাচ্চা হওয়ায় তাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ।

আরও পড়ুন : শিশু দিবসে 5 দিন ব্যাপী বার্ষিক উৎসবে মাতবে আলিপুর চিড়িয়াখানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.