ETV Bharat / state

Alapan Bandyopadhyay: ওয়েবেলের নতুন চেয়ারম্যান হতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় - ওয়েবেলের চেয়ারম্যান

রাজ্য সরকারের অধীনে থাকা তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেলের নতুন চেয়ারম্যান হতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 23, 2023, 10:00 PM IST

কলকাতা, 23 জুলাই: ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ওয়েবেলের নতুন চেয়ারম্যান হতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । এতদিন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছিলেন সমর ঝাঁ ।

বরাবরই আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই আস্থাভাজন । কর্মজীবনে তিনি পরিবহণ, ক্ষুদ্র ও মাঝারি এবং কুটির শিল্প দফতর, বাণিজ্য, শিল্প ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন । এখানেই শেষ নয়, আলাপন বন্দ্যোপাধ্যায়ের দক্ষতার কারণেই মুখ্যসচিব পদে তাঁর অবসর নেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন । খুব স্বাভাবিকভাবেই তাঁর অন্তর্ভুক্তি যে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই ।

আরও পড়ুন: সুভাষ ও রবীন্দ্র সরোবরে এই প্রথম জাপানি কনসেপ্টে হচ্ছে আর্বান ফরেস্ট্রি

রাজ্য সরকারের তরফ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে ওয়েবেলের মাথায় বসানো হচ্ছে এক্ষেত্রে সেটি হতে চলেছে তাঁর অতিরিক্ত দায়িত্ব । বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে তিনি যে কাজ করে চলেছেন তা থেকে তাঁকে এখনই অব্যাহতি দেওয়া হচ্ছে না । উল্লেখ্য, 2021 সালের 31 মে মুখ্যসচিব পদে কাজের মেয়াদ শেষ হয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই সময়ে তাঁর অবসর নেওয়াকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের ছবিও ধরা পড়েছিল ।

আরও পড়ুন: কেবল তারের জট সরাতে দিনক্ষণ বেঁধে দিল কলকাতা পৌরনিগম

প্রসঙ্গত, এই মুহূর্তে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ওয়েবেল এবং ওয়েবেল টেকনোলজি নামে দু'টি সরকারি সংস্থা রয়েছে ৷ তার মধ্যে ওয়েবেলের চেয়ারম্যান হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । সাম্প্রতিক সময়ে আধুনিক তথ্য-প্রযুক্তি এবং সেই সংক্রান্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন আমলাকে এই দায়িত্বে নিয়ে আসার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ অবসরের পরেও আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই নতুন দায়িত্ব পাওয়া, কোনও সন্দেহ নেই এই বিষয়টি তাঁকে আরও একবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে ৷

কলকাতা, 23 জুলাই: ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ওয়েবেলের নতুন চেয়ারম্যান হতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । এতদিন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছিলেন সমর ঝাঁ ।

বরাবরই আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই আস্থাভাজন । কর্মজীবনে তিনি পরিবহণ, ক্ষুদ্র ও মাঝারি এবং কুটির শিল্প দফতর, বাণিজ্য, শিল্প ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন । এখানেই শেষ নয়, আলাপন বন্দ্যোপাধ্যায়ের দক্ষতার কারণেই মুখ্যসচিব পদে তাঁর অবসর নেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন । খুব স্বাভাবিকভাবেই তাঁর অন্তর্ভুক্তি যে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই ।

আরও পড়ুন: সুভাষ ও রবীন্দ্র সরোবরে এই প্রথম জাপানি কনসেপ্টে হচ্ছে আর্বান ফরেস্ট্রি

রাজ্য সরকারের তরফ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে ওয়েবেলের মাথায় বসানো হচ্ছে এক্ষেত্রে সেটি হতে চলেছে তাঁর অতিরিক্ত দায়িত্ব । বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে তিনি যে কাজ করে চলেছেন তা থেকে তাঁকে এখনই অব্যাহতি দেওয়া হচ্ছে না । উল্লেখ্য, 2021 সালের 31 মে মুখ্যসচিব পদে কাজের মেয়াদ শেষ হয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই সময়ে তাঁর অবসর নেওয়াকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতের ছবিও ধরা পড়েছিল ।

আরও পড়ুন: কেবল তারের জট সরাতে দিনক্ষণ বেঁধে দিল কলকাতা পৌরনিগম

প্রসঙ্গত, এই মুহূর্তে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ওয়েবেল এবং ওয়েবেল টেকনোলজি নামে দু'টি সরকারি সংস্থা রয়েছে ৷ তার মধ্যে ওয়েবেলের চেয়ারম্যান হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । সাম্প্রতিক সময়ে আধুনিক তথ্য-প্রযুক্তি এবং সেই সংক্রান্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন আমলাকে এই দায়িত্বে নিয়ে আসার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ অবসরের পরেও আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই নতুন দায়িত্ব পাওয়া, কোনও সন্দেহ নেই এই বিষয়টি তাঁকে আরও একবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.