ETV Bharat / state

Akhil Giri: আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবেন অখিল গিরি - রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্য

পাশে দাঁড়ায়নি দল ৷ নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে ৷ এই অবস্থায় আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবেন অখিল গিরি (Akhil Giri sending apology letter to president Droupadi Murmu) ৷

ETV Bharat
Akhil Giri apology letter to president
author img

By

Published : Nov 12, 2022, 9:31 PM IST

কলকাতা, 12 নভেম্বর: বিতর্কিত মন্তব্যকাণ্ডে এবার ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে দিচ্ছেন অখিল গিরি । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ৷ বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যে ৷ জাতীয় স্তরেও সমালোচিত হয়েছে অখিলের সেই মন্তব্য ৷ তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে দলীয় বিধায়কের মন্তব্যের নিন্দা করেছে ৷ এবার গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাতে চলেছেন অখিল (Akhil Giri sending apology letter to president Droupadi Murmu) ৷

শুক্রবার নন্দীগ্রামে দলীয় এক কর্মসূচি ছিল অখিল গিরির (Akhil Giri) ৷ ওই সভার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে । তাতে দেখা যাচ্ছে, অখিল গিরি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলছেন "আমরা রূপের বিচার করি না । তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি । তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?" এরপরেই শুরু হয় বিতর্ক ।

আরও পড়ুন: মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা

তাঁর এই মন্তব্যের জন্য ইতিমধ্যেই মৌখিকভাবে দুঃখপ্রকাশ করেন রাজ্যের কারা মন্ত্রীর অখিল গিরি । তিনি বলেছেন, "এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন । আমি বয়স্ক মানুষ । আমার মনে ক্রোধ জন্মেছিল । রাষ্ট্রপতিকে আমি কোনও অসম্মান করিনি । তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে । যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে । আমি অনুতপ্ত ।" সূত্রের খবর, এরপরেও পরিস্থিতি আয়ত্তে না-এলে ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবেন অখিল গিরি (controversial comment of Akhil Giri on president Murmu) ৷

কলকাতা, 12 নভেম্বর: বিতর্কিত মন্তব্যকাণ্ডে এবার ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে দিচ্ছেন অখিল গিরি । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ৷ বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যে ৷ জাতীয় স্তরেও সমালোচিত হয়েছে অখিলের সেই মন্তব্য ৷ তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে দলীয় বিধায়কের মন্তব্যের নিন্দা করেছে ৷ এবার গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাতে চলেছেন অখিল (Akhil Giri sending apology letter to president Droupadi Murmu) ৷

শুক্রবার নন্দীগ্রামে দলীয় এক কর্মসূচি ছিল অখিল গিরির (Akhil Giri) ৷ ওই সভার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে । তাতে দেখা যাচ্ছে, অখিল গিরি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলছেন "আমরা রূপের বিচার করি না । তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি । তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?" এরপরেই শুরু হয় বিতর্ক ।

আরও পড়ুন: মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা

তাঁর এই মন্তব্যের জন্য ইতিমধ্যেই মৌখিকভাবে দুঃখপ্রকাশ করেন রাজ্যের কারা মন্ত্রীর অখিল গিরি । তিনি বলেছেন, "এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন । আমি বয়স্ক মানুষ । আমার মনে ক্রোধ জন্মেছিল । রাষ্ট্রপতিকে আমি কোনও অসম্মান করিনি । তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে । যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে । আমি অনুতপ্ত ।" সূত্রের খবর, এরপরেও পরিস্থিতি আয়ত্তে না-এলে ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবেন অখিল গিরি (controversial comment of Akhil Giri on president Murmu) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.