ETV Bharat / state

কংগ্রেস-CPI(M) জোট হয়নি, BJP দু'নম্বরে থাকবে : সুদীপ - sudip banarjee

কংগ্রেস, CPI(M) জোট না হয়ে BJP-র খানিকটা সুবিধা হয়েছে। এখন অধিকাংশ ক্ষেত্রে BJP দুই নম্বরে থাকবে। গতকাল একথা বলেন সুদীপ ব্যানার্জি।

তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি
author img

By

Published : Mar 20, 2019, 8:34 AM IST

Updated : Mar 20, 2019, 2:16 PM IST

কলকাতা, ২০ মার্চ : কংগ্রেস, CPI(M) জোট না হয়ে BJP-র খানিকটা সুবিধা হয়েছে। এখন অধিকাংশ ক্ষেত্রে BJP দুই নম্বরে থাকবে। গতকাল একথা বলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ ব্যানার্জি।

গতকাল গিরীশ পার্কে দোল উৎসবের আয়োজন করেছিলেন ৪ নম্বর ওয়ার্ডের বোরো চেয়ারম্যান স্মিতা বক্সি। দোল উৎসবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জি। অনুষ্ঠানে শেষে তাঁকে কংগ্রেস, CPI(M) জোট প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, "কংগ্রেস, CPI(M) সামগ্রিকভাবে জোটবদ্ধ হলে কোথাও কোথাও BJP-কে হারিয়ে দ্বিতীয় হতে পারত। কিন্তু আলাদা হয়ে BJP-র খানিকটা সুবিধা হয়েছে। তারা অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকবে। কিন্তু কংগ্রেস আর CPI(M) যদি জোট করত, তাহলে BJP আর ওদের মধ্যে দুই আর তিন নম্বর নিয়ে লড়াই হত। কিন্তু তৃণমূলের এক নম্বর হওয়া নিয়ে কোথাও কোনও দ্বিধা নেই।"

শুনুন সুদীপ ব্যানার্জির বক্তব্য

রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে সুদীপবাবু বলেন, "এগুলো সম্পর্কে মানুষ ওয়াকিবহাল। আর এগুলোর ফলে যত দিন যাচ্ছে তৃণমূলের ৪২-এ ৪২ সিট পাওয়ার ধারণা মানুষের আরও দৃঢ় হচ্ছে। সুতরাং, মানুষকে দেখানোর জন্য এই যে প্যারেড করে যাওয়া হচ্ছে, তা প্রতিবারই হয়। এবার আরেকটু আগে থেকে হচ্ছে। এগুলো করে মানুষকে ভয় দেখানো যাবে না।"

কলকাতা, ২০ মার্চ : কংগ্রেস, CPI(M) জোট না হয়ে BJP-র খানিকটা সুবিধা হয়েছে। এখন অধিকাংশ ক্ষেত্রে BJP দুই নম্বরে থাকবে। গতকাল একথা বলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ ব্যানার্জি।

গতকাল গিরীশ পার্কে দোল উৎসবের আয়োজন করেছিলেন ৪ নম্বর ওয়ার্ডের বোরো চেয়ারম্যান স্মিতা বক্সি। দোল উৎসবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জি। অনুষ্ঠানে শেষে তাঁকে কংগ্রেস, CPI(M) জোট প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, "কংগ্রেস, CPI(M) সামগ্রিকভাবে জোটবদ্ধ হলে কোথাও কোথাও BJP-কে হারিয়ে দ্বিতীয় হতে পারত। কিন্তু আলাদা হয়ে BJP-র খানিকটা সুবিধা হয়েছে। তারা অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকবে। কিন্তু কংগ্রেস আর CPI(M) যদি জোট করত, তাহলে BJP আর ওদের মধ্যে দুই আর তিন নম্বর নিয়ে লড়াই হত। কিন্তু তৃণমূলের এক নম্বর হওয়া নিয়ে কোথাও কোনও দ্বিধা নেই।"

শুনুন সুদীপ ব্যানার্জির বক্তব্য

রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে সুদীপবাবু বলেন, "এগুলো সম্পর্কে মানুষ ওয়াকিবহাল। আর এগুলোর ফলে যত দিন যাচ্ছে তৃণমূলের ৪২-এ ৪২ সিট পাওয়ার ধারণা মানুষের আরও দৃঢ় হচ্ছে। সুতরাং, মানুষকে দেখানোর জন্য এই যে প্যারেড করে যাওয়া হচ্ছে, তা প্রতিবারই হয়। এবার আরেকটু আগে থেকে হচ্ছে। এগুলো করে মানুষকে ভয় দেখানো যাবে না।"

Intro:আগামী 24 ঘণ্টায় ঝড় বৃষ্টির প্রকোপ কমবে। গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গোটা রাজ্যে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তা অনেকটাই কমে আসবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী 24 ঘণ্টায় নদিয়া ,মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা বাংলাদেশ লাভবান জেলাগুলোতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ পরিষ্কার হবে। ক্রমশ মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে কুড়ি একুশ তারিখ অর্থাৎ দোলে আবহাওয়া অনুকূল থাকবে ।


Body:আগামী কাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামী কুড়ি ও 21 তারিখ অর্থাৎ দোল ও হোলির দিন আবহাওয়া ভালো থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতায় আগামী 24 ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে আগামী 24 ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিমবাংলার মাঝের অংশের জেলাগুলোতে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ।


Conclusion:সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নতুন করে মধ্যপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও পশ্চিমে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে এই বৃষ্টি বৃষ্টি হবে রাজ্যে। ফোরজি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ক্রমশ নিম্নচাপ টি অক্ষ রেখাটি ক্রমশ আরো দূরে সরে যাবে যার ফলে বৃষ্টি বন্ধ হবে। ছত্রিশগড় বিদরবাতে ঘূর্ণাবর্তটি ছিল সেটি আর নেই। আজ থেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। গত 24 ঘন্টা বৃষ্টি হয়েছে 35.1 মিলিমিটার।
Last Updated : Mar 20, 2019, 2:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.