কলকাতা, ২০ মার্চ : কংগ্রেস, CPI(M) জোট না হয়ে BJP-র খানিকটা সুবিধা হয়েছে। এখন অধিকাংশ ক্ষেত্রে BJP দুই নম্বরে থাকবে। গতকাল একথা বলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ ব্যানার্জি।
গতকাল গিরীশ পার্কে দোল উৎসবের আয়োজন করেছিলেন ৪ নম্বর ওয়ার্ডের বোরো চেয়ারম্যান স্মিতা বক্সি। দোল উৎসবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জি। অনুষ্ঠানে শেষে তাঁকে কংগ্রেস, CPI(M) জোট প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, "কংগ্রেস, CPI(M) সামগ্রিকভাবে জোটবদ্ধ হলে কোথাও কোথাও BJP-কে হারিয়ে দ্বিতীয় হতে পারত। কিন্তু আলাদা হয়ে BJP-র খানিকটা সুবিধা হয়েছে। তারা অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকবে। কিন্তু কংগ্রেস আর CPI(M) যদি জোট করত, তাহলে BJP আর ওদের মধ্যে দুই আর তিন নম্বর নিয়ে লড়াই হত। কিন্তু তৃণমূলের এক নম্বর হওয়া নিয়ে কোথাও কোনও দ্বিধা নেই।"
রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে সুদীপবাবু বলেন, "এগুলো সম্পর্কে মানুষ ওয়াকিবহাল। আর এগুলোর ফলে যত দিন যাচ্ছে তৃণমূলের ৪২-এ ৪২ সিট পাওয়ার ধারণা মানুষের আরও দৃঢ় হচ্ছে। সুতরাং, মানুষকে দেখানোর জন্য এই যে প্যারেড করে যাওয়া হচ্ছে, তা প্রতিবারই হয়। এবার আরেকটু আগে থেকে হচ্ছে। এগুলো করে মানুষকে ভয় দেখানো যাবে না।"