ETV Bharat / state

দু-এক দিনের মধ্যেই বউবাজারের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিতে শুরু করবে রাজ্য - কলকাতা

পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, এক-দু' দিনের মধ্যেই বউবাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে ।

ফিরহাদ
author img

By

Published : Sep 5, 2019, 10:18 PM IST

Updated : Sep 5, 2019, 11:14 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : বউবাজারের মেট্রো বিপর্যয় নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে । আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে । কিন্তু পরিস্থিতি এখনও যে নিয়ন্ত্রণে আসেনি তা আজ জানিয়ে দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ । বরং আরও বেশি এলাকার মাটি বসে যাচ্ছে । এরফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে । পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এক-দুদিনের মধ্যে বউবাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে ।

আজ নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে বউবাজার মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর গঠিত কোর কমিটির বৈঠকে বসে । KMRCL-র কর্তারা সেখানেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কথা জানিয়ে দেন । ফিরহাদ হাকিম জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে, ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসম্ভব কম করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিরহাদ বলেন, "KMRCL-র কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি । বিশেষজ্ঞদের এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে । পৌরসভার কাছে দুশো গাড়ি জল চেয়েছিল । তা দেওয়া হয়েছে । এখন ওরা বলছে জল ঢেলে ফাটল ঠেকাবে । এটা টেকনিক্যাল ব্যাপার । ওরা বুঝবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

তিনি আরও বলেন, "ক্ষতিগ্রস্তদের নথিপত্র সবকিছুই চাপা পড়ে গেছে । তাই ওদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের বই সবকিছুর নকল কপি বার করা হবে । চেক পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পৌরসভার কাউন্সিলর ‘আইডেনটিফিকেশন’ সার্টিফিকেট দেবে ।"

কলকাতা, 5 সেপ্টেম্বর : বউবাজারের মেট্রো বিপর্যয় নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে । আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে । কিন্তু পরিস্থিতি এখনও যে নিয়ন্ত্রণে আসেনি তা আজ জানিয়ে দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ । বরং আরও বেশি এলাকার মাটি বসে যাচ্ছে । এরফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে । পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এক-দুদিনের মধ্যে বউবাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে ।

আজ নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে বউবাজার মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর গঠিত কোর কমিটির বৈঠকে বসে । KMRCL-র কর্তারা সেখানেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কথা জানিয়ে দেন । ফিরহাদ হাকিম জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে, ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসম্ভব কম করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিরহাদ বলেন, "KMRCL-র কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি । বিশেষজ্ঞদের এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে । পৌরসভার কাছে দুশো গাড়ি জল চেয়েছিল । তা দেওয়া হয়েছে । এখন ওরা বলছে জল ঢেলে ফাটল ঠেকাবে । এটা টেকনিক্যাল ব্যাপার । ওরা বুঝবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

তিনি আরও বলেন, "ক্ষতিগ্রস্তদের নথিপত্র সবকিছুই চাপা পড়ে গেছে । তাই ওদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের বই সবকিছুর নকল কপি বার করা হবে । চেক পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পৌরসভার কাউন্সিলর ‘আইডেনটিফিকেশন’ সার্টিফিকেট দেবে ।"

Intro:কলকাতা, ৫ সেপ্টেম্বর: বৌবাজারের মেট্রো বিপর্যয় নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।বরং আরও বেশি এলাকার মাটি বসে পরিস্থিতি আরো ঘোরালো আকার নিচ্ছে।Body:আজ নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে বউবাজার মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর গঠিত কোর কমিটির বৈঠক বসে। সেখানেই একথা জানিয়ে দিয়েছেন কেএমআরসিএলের কর্তারা। পরিস্থিতি পর্যালোচনা করে ক্রমশ নতুন নতুন এলাকায় ক্ষয়ক্ষতির আশংকা দেখা দেওয়ায় রাজ্য প্রশাসন এবং মেট্রো কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়েছেন। বৈঠকে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার পথনির্দেশিকা নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের পুরনো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে, ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসম্ভব কম করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ত্রান এবং পুনর্বাসন ব্যবস্থা যত শীঘ্র সম্ভব করা হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ' কেএমআরসিএল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। বিশেষজ্ঞদের এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।ওরা পুরসভার কাছে দুশো গাড়ি জল চেয়েছিল। তা দেওয়া হয়েছে। এখন ওরা বলছে জল ঢেলে ফাটল ঠেকাবে। এটা টেকনিক্যাল ব্যাপার।ওরা বুঝবে।' বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিট এর পিছনের অংশ নতুন নতুন এলাকায় মাটি বসে যাচ্ছে বলে রাজ্য সরকারকে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু যেহেতু মেট্রোরেলের কাজের জন্য এই বিপর্যয় তাই তা রোধ করার উপায় তাদেরকেই খুঁজে বের করতে হবে বৈঠকে রাজ্য সরকারের তরফে সেরকমই বার্তা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।তবে রাজ্য সরকার এবং পুরসভার তরফের সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ওই এলাকায় ধ্বংসস্তূপ সরানো বা নতুন নির্মাণের ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষের নিযুক্ত বিশেষজ্ঞদের উপরেই ভরসা রাখছে রাজ্য।
Conclusion:আজ নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে বউবাজার মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর গঠিত কোর কমিটির বৈঠক বসে। সেখানেই একথা জানিয়ে দিয়েছেন কেএমআরসিএলের কর্তারা। পরিস্থিতি পর্যালোচনা করে ক্রমশ নতুন নতুন এলাকায় ক্ষয়ক্ষতির আশংকা দেখা দেওয়ায় রাজ্য প্রশাসন এবং মেট্রো কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়েছেন। বৈঠকে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার পথনির্দেশিকা নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের পুরনো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে, ক্ষয়ক্ষতির পরিমাণ যথাসম্ভব কম করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ত্রান এবং পুনর্বাসন ব্যবস্থা যত শীঘ্র সম্ভব করা হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ' কেএমআরসিএল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। বিশেষজ্ঞদের এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।ওরা পুরসভার কাছে দুশো গাড়ি জল চেয়েছিল। তা দেওয়া হয়েছে। এখন ওরা বলছে জল ঢেলে ফাটল ঠেকাবে। এটা টেকনিক্যাল ব্যাপার।ওরা বুঝবে।' বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিট এর পিছনের অংশ নতুন নতুন এলাকায় মাটি বসে যাচ্ছে বলে রাজ্য সরকারকে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু যেহেতু মেট্রোরেলের কাজের জন্য এই বিপর্যয় তাই তা রোধ করার উপায় তাদেরকেই খুঁজে বের করতে হবে বৈঠকে রাজ্য সরকারের তরফে সেরকমই বার্তা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।তবে রাজ্য সরকার এবং পুরসভার তরফের সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ওই এলাকায় ধ্বংসস্তূপ সরানো বা নতুন নির্মাণের ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষের নিযুক্ত বিশেষজ্ঞদের উপরেই ভরসা রাখছে রাজ্য।
Last Updated : Sep 5, 2019, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.