ETV Bharat / state

ভরতির জট কাটাতে যাদবপুরের কলা বিভাগের সব বিষয়েই প্রবেশিকা পরীক্ষা - kolkata

ভরতি নিয়ে জট কাটাতে শুরু হল প্রবেশিকা পরীক্ষা । কলা বিভাগের সব বিষয়েই এবার থেকে নেওয়া হবে প্রবেশিকা পরীক্ষা । জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস চিরঞ্জীব ভট্টাচার্য ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : May 28, 2019, 11:35 PM IST

Updated : May 28, 2019, 11:42 PM IST

কলকাতা, 28 মে : ভরতি নিয়ে জট কাটাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সব বিষয়েই চালু করা হল প্রবেশিকা পরীক্ষা । আগে কলা বিভাগের কেবল ছ'টি বিষয়ে নেওয়া হত প্রবেশিকা পরীক্ষা । তবে এবছর থেকে কলা বিভাগের প্রতিটি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে । প্রবেশিকা পরীক্ষার 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে পড়ুয়াদের ভরতি নেওয়া হবে । 21 মে কলা বিভাগের অ্যাডমিশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সেই সিদ্ধান্তে আজ সিলমোহর দিল বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কমিটি ।

গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তারপরই প্রবেশিকা পরীক্ষা স্থগিত করা হয় । পরে এগজ়িকিউটিভ কমিটির বৈঠকে প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে আন্দোলন ও পরে অনশন করে বাম ছাত্র সংগঠনগুলি । প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ । এরপর সিদ্ধান্ত হয় কলা বিভাগের ছ'টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে । প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে । ছয়টি বিষয় ছিল বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, দর্শনশাস্ত্র, ইতিহাস ও ভূগোল ।

গত বছর প্রবেশিকা নিয়ে জট কাটলেও এবছর ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হতেই আবার জট বাধে । ইংরেজি ও তুলনামূলক সাহিত্য বিভাগ সিদ্ধান্ত নেয় শুধু প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভরতি নেবে তারা । তাদের সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক থেকে পুনর্বিবেচনার জন্য আবার ফিরিয়ে দেওয়া হয় অ্যাডমিশন কমিটিতে । 21 মে হয় অ্যাডমিশন কমিটির বৈঠক । ওই দিন শুধু এই দু'টি বিষয় নয়, কলা বিভাগের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই ভর্তির জন্য একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় । সিদ্ধান্ত হয় কলা বিভাগের প্রতিটি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে । প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে । আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত পাশ হয়।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আজ আমাদের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ভর্তি হবে 50:50 ফর্মুলায় । মানে উচ্চমাধ্যমিকের 50 শতাংশ নম্বর আর অ্যাডমিশন টেস্টের ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে । সব ক'টা ডিপার্টমেন্টই প্রবেশিকা পরীক্ষা নেবে ।" 30 মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাডমিশন ফর্ম ও ব্রোশিওর দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে উচ্চমাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ।

কলকাতা, 28 মে : ভরতি নিয়ে জট কাটাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সব বিষয়েই চালু করা হল প্রবেশিকা পরীক্ষা । আগে কলা বিভাগের কেবল ছ'টি বিষয়ে নেওয়া হত প্রবেশিকা পরীক্ষা । তবে এবছর থেকে কলা বিভাগের প্রতিটি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে । প্রবেশিকা পরীক্ষার 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে পড়ুয়াদের ভরতি নেওয়া হবে । 21 মে কলা বিভাগের অ্যাডমিশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সেই সিদ্ধান্তে আজ সিলমোহর দিল বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কমিটি ।

গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তারপরই প্রবেশিকা পরীক্ষা স্থগিত করা হয় । পরে এগজ়িকিউটিভ কমিটির বৈঠকে প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে আন্দোলন ও পরে অনশন করে বাম ছাত্র সংগঠনগুলি । প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ । এরপর সিদ্ধান্ত হয় কলা বিভাগের ছ'টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে । প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে । ছয়টি বিষয় ছিল বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, দর্শনশাস্ত্র, ইতিহাস ও ভূগোল ।

গত বছর প্রবেশিকা নিয়ে জট কাটলেও এবছর ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হতেই আবার জট বাধে । ইংরেজি ও তুলনামূলক সাহিত্য বিভাগ সিদ্ধান্ত নেয় শুধু প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভরতি নেবে তারা । তাদের সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক থেকে পুনর্বিবেচনার জন্য আবার ফিরিয়ে দেওয়া হয় অ্যাডমিশন কমিটিতে । 21 মে হয় অ্যাডমিশন কমিটির বৈঠক । ওই দিন শুধু এই দু'টি বিষয় নয়, কলা বিভাগের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই ভর্তির জন্য একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় । সিদ্ধান্ত হয় কলা বিভাগের প্রতিটি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে । প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে । আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত পাশ হয়।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আজ আমাদের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ভর্তি হবে 50:50 ফর্মুলায় । মানে উচ্চমাধ্যমিকের 50 শতাংশ নম্বর আর অ্যাডমিশন টেস্টের ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে । সব ক'টা ডিপার্টমেন্টই প্রবেশিকা পরীক্ষা নেবে ।" 30 মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাডমিশন ফর্ম ও ব্রোশিওর দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে উচ্চমাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ।

Intro:কলকাতা, 28 মে: ভর্তি নিয়ে জট কাটাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সব বিষয়েই চালু করা হল একই নিয়ম। আগে কলা বিভাগের শুধু ছয়টি বিষয়ে নেওয়া হতো প্রবেশিকা পরীক্ষা। এই বছর থেকে কলা বিভাগের প্রতিটি বিষয়ে নেওয়া হবে প্রবেশিকা পরীক্ষা। প্রবেশিকা পরীক্ষার 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে পড়ুয়াদের ভরতি নেওয়া হবে। গত 21 মে কলা বিভাগের অ্যাডমিশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তে আজ সিলমোহর দিল এক্সিকিউটিভ কমিটি।


Body:গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই প্রবেশিকা পরীক্ষা স্থগিত ও তারপরে একটি এক্সিকিউটিভ কমিটির বৈঠকে প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে আন্দোলন ও পরে অনশন করেন বাম ছাত্র সংগঠনগুলি। প্রতিবাদ জানায় শিক্ষক মহলও। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত প্রবেশিকা ফিরিয়ে আনতে বাধ্য হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় কলা বিভাগের যে ছয়টি বিষয়ে প্রবেশিকা হতো তারা প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশ ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50 শতাংশের ভিত্তিতে ভর্তি নেবে। এই 6টি বিষয় ছিল বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, দর্শনশাস্ত্র, ইতিহাস ও ভুগোল।

গত বছর প্রবেশিকা নিয়ে জট কাটলেও এই বছর ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হতেই আবার জট বাঁধে। কলা বিভাগে চারটি বিষয় গতবছরের নিয়মে প্রবেশিকা ও বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50:50 অনুপাতে ভর্তির সিদ্ধান্ত নিলেও গত বছরের আগের বছরের নিয়মে ভর্তির সিদ্ধান্ত নেয় দুটি বিভাগ। ইংরেজি ও তুলনামূলক সাহিত্য সিদ্ধান্ত নেয় 100 শতাংশ প্রবেশিকা ভিত্তিতেই ভর্তি নেবেন তারা। তাদের সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক থেকে পুনর্বিবেচনার জন্য আবার ফিরিয়ে দেওয়া হয় অ্যাডমিশন কমিটিতে। গত 21 মে হয় অ্যাডমিশন কমিটির বৈঠক। ওই দিনই শুধু এই দুটি বিষয় নয়, কলা বিভাগের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই ভর্তির এক নিয়ম করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় কলা বিভাগের প্রতিটি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা ও বোধ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 50:50 অনুপাতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত পাশ হয়ে যায়।


Conclusion:এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আজকে আমাদের এক্সেকিউটিভ কাউন্সিলের বৈঠকে আমাদের আর্টস ফাকাল্টিতে স্নাতক অ্যাডমিশন, যেটা নিয়ে কত বছর কিছুটা বিতর্ক হয়েছিল, সেটা নিয়ে অ্যাডমিশন কমিটির যে সিদ্ধান্ত সেটা এখানে আলোচিত হয়েছে এবং সেটা পুরোপুরি গৃহীত হয়েছে। সেই হিসেবে আলোচনায় যেটা সিদ্ধান্ত হয়েছে যে 50:50 ফর্মুলা, মানে 50 শতাংশ মার্কস 12-এর মার্কসের ভিত্তিতে, সেটা হায়ার সেকেন্ডারি, CBSE অথবা ICSE যাই হোক তার ইকুইভ‍্যালেন্ট। আর বাকি 50 শতাংশ নেয়া হবে আমাদের অ্যাডমিশন টেস্টের থেকে। সব কটা ডিপার্টমেন্টই প্রবেশিকা পরীক্ষা নেবে।"

প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের বিভাগকে স্বাধীনতা দেওয়া হয়েছে। চিরঞ্জীববাবু বলেন, " অ্যাডমিশন টেস্টটা কিভাবে হবে, সেটা ডিপার্টমেন্টগুলোকে, আরো বেশি করে অ্যাডমিশন কমিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। অ্যাডমিশন কমিটি বিভাগগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে, অ্যাডমিশন টেস্টের মোডালিটিস কী হবে। দ্বিতীয়ত, 12 যে 50 শতাংশ নম্বর নেওয়া হবে সেটাও কী ফর্মুলাতে ক্যালকুলেট করা হবে, টোটাল এগ্রিগেটের উপর হবে? উদাহরণ হিসাবে, ইংরেজিতে শুধু ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হবে? কীভাবে হবে সেটা পুরোপুরি সিদ্ধান্ত নেবে অ্যাডমিশন কমিটি সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে।" নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের ছয়টি বিষয়ের পাশাপাশি কলা বিভাগের বাকি তিনটি বিভাগও এ বছর থেকে প্রবেশিকার মধ‍্য দিয়ে ভর্তি নেবে। বিজ্ঞান বিভাগে গত বছরের মতো ক্লাস 12-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নেবে। 30 মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাডমিশন ফর্ম ও ব্রশিওর দেওয়া হবে।

Last Updated : May 28, 2019, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.