ETV Bharat / state

Panchayat Election 2023: মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তি, তৃণমূল-পুলিশের বিরুদ্ধে কমিশনে অধীর

author img

By

Published : Jun 11, 2023, 10:23 PM IST

সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা নেওয়া ৷ তা নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তের হিংসার ছবি সামনে এসেছে ৷ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷ শান্তিপূর্ণ মনোনয়ন জমা দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন তিনি ৷

Etv Bharat
তৃণমূল-পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ অধীরের

কলকাতা, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে ৷ মুর্শিদাবাদ জেলায় এক কংগ্রেস কর্মীও খুন হয়েছেন । সোমবার আবার মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ৷ রবিবার ফের অশান্তির আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় আবারও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । শাসকদল তৃণমূল কংগ্রেস এবং পুলিশের তরফে পরিকল্পনামাফিক বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়া বন্ধ করতে নানান রকম পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ অধীরের । রবিবার সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

সেই চিঠিতে মুর্শিদাবাদের ডোমকল-সহ একাধিক জায়গায় কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নে তৃণমূল কংগ্রেসের তরফে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর । কংগ্রেসের 72 জন কর্মী সমর্থক এবং প্রার্থীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখা হয়েছে বলেও চিঠিতে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তিনি । নির্বাচন কমিশনকে অধীর অভিযোগ করে লেখেন, "ডোমকল-সহ মুর্শিদাবাদের স্থানীয় পুলিশ প্রশাসনের রাজ্যের শাসকদলের প্রতি আনুগত্যের কারণে দুর্বৃত্তরা বেআইনি অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে । যা অবিলম্বে নিয়ন্ত্রণ করা দরকার । ডোমকল ব্লকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার লক্ষ্যে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে ।"

তিনি আরও লিখেছেন, "রাজ্যের শাসকদলের প্রতি অনুগত গুণ্ডারা বিপজ্জনক অস্ত্র বহন করছে । কংগ্রেস প্রার্থীদের বিডিও অফিস ঘেরাও করে পুলিশের সামনে ভয় দেখাচ্ছে । রাজ্যের শাসকদলের সঙ্গে যুক্ত থাকা দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে । যদিও পরে নাশকতার জন্য তাঁদের ছেড়ে দেওয়া হবে । এর চেয়েও উদ্বেগজনক ও আশ্চর্যের বিষয় হল, আটক থাকা অবস্থায়ও এসব দুর্বৃত্তদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে । যাদের পিস্তল-সহ অসংখ্য আগ্নেয়াস্ত্র রয়েছে । একই সময়ে, পুলিশ কংগ্রেস প্রার্থীদের আটকানোর লক্ষ্যে 'অ-জামিনযোগ্য' ধারায় 52 জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করছে । এই ধরণের পক্ষপাতমূলক মনোভাব এবং পুলিশের ভূমিকা নির্বাচনের উদ্দেশ্যকে ব্যর্থ করবে এবং এর ফলে পঞ্চায়েত সংস্থাকে ক্ষতিগ্রস্ত করবে ।"

আরও পড়ুন: স্পর্শকাতর জেলা উত্তর 24 পরগনা, প্রশাসনের ভূমিকায় অসন্তষ্ট বিরোধীরা

কংগ্রেস নেতা আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করে বলেছেন, "ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে আগামিকাল অর্থাৎ সোমবার একই এলাকায় সহিংসতা ঘটবে বলে আশা করা হচ্ছে । শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং পঞ্চায়েতগুলির নির্বাচনের প্রক্রিয়া যাতে অবাধে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য নির্বাচন কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হচ্ছে ৷ ন্যায্য পদ্ধতিতে প্রয়োজনে আরও বাহিনী মোতায়েনের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ।"

কলকাতা, 11 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে ৷ মুর্শিদাবাদ জেলায় এক কংগ্রেস কর্মীও খুন হয়েছেন । সোমবার আবার মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ৷ রবিবার ফের অশান্তির আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ৷

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় আবারও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । শাসকদল তৃণমূল কংগ্রেস এবং পুলিশের তরফে পরিকল্পনামাফিক বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়া বন্ধ করতে নানান রকম পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ অধীরের । রবিবার সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

সেই চিঠিতে মুর্শিদাবাদের ডোমকল-সহ একাধিক জায়গায় কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নে তৃণমূল কংগ্রেসের তরফে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর । কংগ্রেসের 72 জন কর্মী সমর্থক এবং প্রার্থীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখা হয়েছে বলেও চিঠিতে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তিনি । নির্বাচন কমিশনকে অধীর অভিযোগ করে লেখেন, "ডোমকল-সহ মুর্শিদাবাদের স্থানীয় পুলিশ প্রশাসনের রাজ্যের শাসকদলের প্রতি আনুগত্যের কারণে দুর্বৃত্তরা বেআইনি অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে । যা অবিলম্বে নিয়ন্ত্রণ করা দরকার । ডোমকল ব্লকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার লক্ষ্যে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে ।"

তিনি আরও লিখেছেন, "রাজ্যের শাসকদলের প্রতি অনুগত গুণ্ডারা বিপজ্জনক অস্ত্র বহন করছে । কংগ্রেস প্রার্থীদের বিডিও অফিস ঘেরাও করে পুলিশের সামনে ভয় দেখাচ্ছে । রাজ্যের শাসকদলের সঙ্গে যুক্ত থাকা দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে । যদিও পরে নাশকতার জন্য তাঁদের ছেড়ে দেওয়া হবে । এর চেয়েও উদ্বেগজনক ও আশ্চর্যের বিষয় হল, আটক থাকা অবস্থায়ও এসব দুর্বৃত্তদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে । যাদের পিস্তল-সহ অসংখ্য আগ্নেয়াস্ত্র রয়েছে । একই সময়ে, পুলিশ কংগ্রেস প্রার্থীদের আটকানোর লক্ষ্যে 'অ-জামিনযোগ্য' ধারায় 52 জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করছে । এই ধরণের পক্ষপাতমূলক মনোভাব এবং পুলিশের ভূমিকা নির্বাচনের উদ্দেশ্যকে ব্যর্থ করবে এবং এর ফলে পঞ্চায়েত সংস্থাকে ক্ষতিগ্রস্ত করবে ।"

আরও পড়ুন: স্পর্শকাতর জেলা উত্তর 24 পরগনা, প্রশাসনের ভূমিকায় অসন্তষ্ট বিরোধীরা

কংগ্রেস নেতা আশঙ্কা প্রকাশ করে অভিযোগ করে বলেছেন, "ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে আগামিকাল অর্থাৎ সোমবার একই এলাকায় সহিংসতা ঘটবে বলে আশা করা হচ্ছে । শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং পঞ্চায়েতগুলির নির্বাচনের প্রক্রিয়া যাতে অবাধে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য নির্বাচন কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হচ্ছে ৷ ন্যায্য পদ্ধতিতে প্রয়োজনে আরও বাহিনী মোতায়েনের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.