ETV Bharat / state

SC Letter to Abhishek: সুপ্রিম নির্দেশ মেনে আজ হাজিরার দরকার নেই, অভিষেককে পালটা চিঠিতে জানাল সিবিআই

author img

By

Published : Apr 18, 2023, 1:11 PM IST

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ আর হাজিরার দরকার নেই ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিল সিবিআই ৷

SC Letter to Abhishek ETv bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 18 এপ্রিল: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে না বলে জানিয়ে দিল সিবিআই ৷ আজ তারা চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে তৃণমূল সাংসদকে ৷

গতকাল সিবিআইয়ের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও আজই হাজিরা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল । গতকাল বেলা 11টায় দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করলেও দুপুর 1টা 40 মিনিটে অভিষেকের কাছে পৌঁছয় সিবিআইয়ের সমন ৷

সেখানে বলা ছিল যে, আজ সিবিআই অফিসে হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয় বঙ্গ রাজনীতিতে । অভিষেক বন্দ্যোপাধ্যায় পালটা সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন ।

গোটা বিষয়টি মিডিয়ায় জানাজানি হতেই অনেকটাই চাপ তৈরি হয় সিবিআইয়ের উপর । এই অবস্থায় মঙ্গলবার অর্থাৎ আজ সিবিআই-এর তরফ থেকে পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনই হাজিরার প্রয়োজন নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের । আপাতত হাজিরা স্থগিত রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

একইসঙ্গে যতদূর জানা যাচ্ছে, সিবিআই সূত্র থেকে বলা হচ্ছে গতকাল যখন নোটিশ সার্ভ করা হয়েছিল তখনও পর্যন্ত জানা ছিল না শীর্ষ আদালতের স্থগিতাদেশ রয়েছে । এমনকী নোটিশ গ্রহণের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি । আর এই অবস্থায় অভিষেকের হাজিরার বিষয়টিকে স্থগিত রাখা হয়েছে ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি । নিয়োগ দুর্নীতি মামলায় দেশের শীর্ষ আদালত অন্তর্বতী স্থগিতাদেশ দেওয়ার পর জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে 24 এপ্রিল । সিবিআই যে আদালতের সেই নির্দেশের অবমাননা করেছে, তা পরবর্তী শুনানিতে অভিষেকের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে জানাতে পারেন ।

এ দিন অভিষেককে চিঠি পাঠিয়ে সিবিআই বলেছে, "আপনাকে যে নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছিল, তা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপাতত স্থগিত রাখা হল । সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের আগে আসার দরকার নেই ।" এখন দেখার পরবর্তী শুনানির দিনে এই নিয়ে বাড়তি জলখোলা হয় কি না ।

আরও পড়ুন: আমাকে হেনস্থা করতে মরিয়া বিজেপি আদালত অবমাননার মুখে ফেলেছে সিবিআই-কে: অভিষেক

কলকাতা, 18 এপ্রিল: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে না বলে জানিয়ে দিল সিবিআই ৷ আজ তারা চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে তৃণমূল সাংসদকে ৷

গতকাল সিবিআইয়ের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও আজই হাজিরা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল । গতকাল বেলা 11টায় দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করলেও দুপুর 1টা 40 মিনিটে অভিষেকের কাছে পৌঁছয় সিবিআইয়ের সমন ৷

সেখানে বলা ছিল যে, আজ সিবিআই অফিসে হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয় বঙ্গ রাজনীতিতে । অভিষেক বন্দ্যোপাধ্যায় পালটা সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেন ।

গোটা বিষয়টি মিডিয়ায় জানাজানি হতেই অনেকটাই চাপ তৈরি হয় সিবিআইয়ের উপর । এই অবস্থায় মঙ্গলবার অর্থাৎ আজ সিবিআই-এর তরফ থেকে পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনই হাজিরার প্রয়োজন নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের । আপাতত হাজিরা স্থগিত রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

একইসঙ্গে যতদূর জানা যাচ্ছে, সিবিআই সূত্র থেকে বলা হচ্ছে গতকাল যখন নোটিশ সার্ভ করা হয়েছিল তখনও পর্যন্ত জানা ছিল না শীর্ষ আদালতের স্থগিতাদেশ রয়েছে । এমনকী নোটিশ গ্রহণের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি । আর এই অবস্থায় অভিষেকের হাজিরার বিষয়টিকে স্থগিত রাখা হয়েছে ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি । নিয়োগ দুর্নীতি মামলায় দেশের শীর্ষ আদালত অন্তর্বতী স্থগিতাদেশ দেওয়ার পর জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে 24 এপ্রিল । সিবিআই যে আদালতের সেই নির্দেশের অবমাননা করেছে, তা পরবর্তী শুনানিতে অভিষেকের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে জানাতে পারেন ।

এ দিন অভিষেককে চিঠি পাঠিয়ে সিবিআই বলেছে, "আপনাকে যে নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছিল, তা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপাতত স্থগিত রাখা হল । সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের আগে আসার দরকার নেই ।" এখন দেখার পরবর্তী শুনানির দিনে এই নিয়ে বাড়তি জলখোলা হয় কি না ।

আরও পড়ুন: আমাকে হেনস্থা করতে মরিয়া বিজেপি আদালত অবমাননার মুখে ফেলেছে সিবিআই-কে: অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.