কলকাতা, 21 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee on Abul Barkat's statue) উদ্যোগেই দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মারক তৈরি হয়েছিল । তাঁর উদ্যোগেই কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে তৈরি হয়েছে ভাষা শহিদ পার্ক । এ বার মমতার উদ্যোগেই মুর্শিদাবাদে ভাষা শহিদ বরকতের জন্মস্থানে তৈরি হবে তাঁর মূর্তি । সোমবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । এ দিনের মঞ্চ থেকেই এই মূর্তি স্থাপনের দায়িত্ব মন্ত্রী ইন্দ্রনীল সেনকে দিলেন তিনি ।
প্রসঙ্গত বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন যে ভাষা শহিদ বরকতের জন্মস্থান মুর্শিদাবাদের সালারে (abul barkat's statue to be built at his hometown Murshidabad)। বাংলাদেশের ভাষা আন্দোলনের অন্যতম শহিদ তিনি । মুখ্যমন্ত্রী এ কথা শোনামাত্রই ঘোষণা করেন যে, মুর্শিদাবাদের সালারে যেখানে বরকতের জন্মস্থান, সেখানেই বসবে তাঁর মূর্তি । রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হবে । সঙ্গে আবুল বাশারকেও কৃতজ্ঞতা জানান তিনি । কারণ তিনি এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন ।
এ দিন ভাষা দিবসের (mother language day 2022) মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাংলা ভাষা সম্পর্কে অভিভাবকদের উদাসীনতা নিয়ে উদ্বেগ ধরা পড়েছে । সব ভাষাকে সমান গুরুত্ব দিলেও মাতৃভাষা হিসেবে বাংলা শেখা যে খুবই জরুরি, সে কথা আরও একবার স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমাদের ভাষার অবলুপ্তি যেন না হয়ে যায় । আমাদের ভাষা নিয়ে গর্বিত হতে হবে । আমি সব ভাষাকে ভালবাসব । কিন্তু মাতৃভাষাকে আমি মা বলতে শিখেছি, সেই ভাষাটাকেও আমায় জানতে হবে । আমি দেখেছি লক্ষ্য করে, অভিভাবকরা নিজেরাই ছোটদের বাংলা ভাষাটা নিয়ে অনুপ্রাণিত করেন না । ছোটদের কোনও দোষ নেই । এটা আমাদের অভিভাবক – অভিভাবিকাদের বুঝতে হবে । ছেলে-মেয়েরা ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ুক, কোনও সমস্যা নেই । উচ্চশিক্ষায় ইংরেজি মাধ্যমে পড়তেই হবে । ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা । হিন্দি ভাষা, উর্দু ভাষা, নেপালি ভাষা সবই জানতে পারে । কোনও অসুবিধা নেই । ভাষার মিশ্রণ একটি বড় জিনিস ।" মুখ্যমন্ত্রীর কথায়, "আমি মনে করি না, শুধু ভাষা ব্যক্ত করলেই, তার ব্যাপ্তি বৃদ্ধি পায় ।"
এ দিন এই মঞ্চ থেকে তাঁর পূর্ববর্তী বাম সরকারের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী । বলেন, "আগের রাজ্য সরকার ভাষা দিবস পালন করত না । অনেক অনেক বলেও কাজ হয়নি । আমাদের সরকার আসার আগে আমার এমপি ল্যাড দিয়ে এই স্মারক হয়েছিল । পরবর্তী সময়ে আমাদের সরকার আসার পর একটা পার্ক তৈরি করেছি ।"
এ দিনের এই মঞ্চ থেকেই সদ্যপ্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, বিশিষ্ট খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্ত, ক্রীড়া ব্যক্তিত্ব সুভাষ ভৌমিক, রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডে, সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীকে স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বাপ্পি লাহিড়ী তাঁর গান গাওয়ার জন্য নিলেও তা শেষ পর্যন্ত গাইতে না পারায় আক্ষেপ শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় । একই সঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন, এ বার ইউনেস্কোকে সম্মান জানিয়ে দুর্গা পুজোর আগে এবং পরে দুর্গা পুজোকে নিয়ে কার্নিভাল হবে ।
আরও পড়ুন: CM On Governor : রাজ্যপাল বাজেট অধিবেশনের ফাইল ফেরত পাঠানোয় বিরক্ত মুখ্যমন্ত্রী