ETV Bharat / state

Cal HC to ED: অভিষেককে তলব না-করে নথি জমা করার সুযোগ দেওয়া হোক, ইডিকে পরামর্শ হাইকোর্টের - কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজির না-হয়ে নথি জমা করার সুযোগ দেওয়ার পরামর্শ আদালতে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে পরামর্শ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের পর্যবেক্ষণ সেই নথি দেখে যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হয় তবে জেরা করা যেতে পারে অভিষেককে, ইডির আইনজীবীকে এমনই প্রস্তাব ডিভিশন বেঞ্চের।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 5:51 PM IST

কলকাতা, 4 অক্টোবর: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজির হতে না-বলে বরং তাঁর কাছে যে নথি চাওয়া হয়েছে সেগুলো জমা করতে বলা হোক ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে পরামর্শ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি হাইকোর্টের পর্যবেক্ষণ, সেই নথি দেখে যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হলে তবে জেরা করা যেতে পারে অভিষেককে, ইডির আইনজীবীকে এমনই প্রস্তাব বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের।

বুুধবার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত বলেন, "কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর 29 মার্চ 2023 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে সিবিআই তাঁর নাম বলানোর জন্য গ্রেফতার হওয়াদের চাপ দিচ্ছে। 31 মার্চ কুন্তল দু'টি চিঠি লিখে জানায় তাঁকে চাপ দেওয়া হয়েছে অভিষেকের নাম বলার জন্য। তারপরই সিবিআই-ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি জানায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। 13 এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন দু'জনকেই জেরা করতে হবে। ইডি এরপর একটা ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে।"

এদিন শুনানিতে বিচারপতি সৌমেন সেন বলেন, "লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ব্যাপারে যে আর্থিক দুর্নীতির তথ্য সুজয় কৃষ্ণ ভদ্রর থেকে পেয়েছে ইডি তার তদন্ত হওয়ার দরকার তো। কারণ সেগুলো জনগণের টাকা।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, "হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তি কার সে বিষয়ে ইডির আধিকারিক সঠিক তথ্য দিতে পারেননি বলে তাকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি।" বিচারপতির অভিমত, "তদন্ত সঠিকভাবে হচ্ছে না মনে করলে তা করতেই পারে আদালত।"

এদিন আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, সিঙ্গল বেঞ্চ তদন্ত মনিটরিং করতে পারে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না ৷ বিচারপতি বলেন, "কিন্তু সমন যেটা পাঠানো হয়েছে তাতে উত্তর দিতে সমস্যা কোথায় ?" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পালটা যুক্তি, "আদালত কি এইভাবে তদন্তকারী সংস্থাকে বলতে পারে এটা দরকার, এইভাবে করা দরকার ? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আদালত তদন্তের উপর এইভাবে হস্তক্ষেপ করতে পারে না। আমরা সমনকে এড়িয়ে যেতে চাইছি না। সেটা তো কিছু তথ্য বা ঘটনাক্রম। কিন্তু সিঙ্গেল বেঞ্চ যেভাবে সম্পূর্ণ তদন্তের উপর চাপসৃষ্টি করছে তদন্তকারী সংস্থার উপর একজনের বিষয়ে সেটা কি আদালত করতে পারে ? পুলিশের বা তদন্তকারী সংস্থার কাজ তথ্য প্রমান খুঁজে বের করা। আদালতের তদন্তের মাঝপথে হস্তক্ষেপ করা উচিৎ নয়। তাতে তদন্তের গতিপথ পালটে যেতে পারে।"

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "আমরা আমাদের নিয়মে তদন্ত করছি। সিঙ্গল বেঞ্চ আমাদের কাছে রিপোর্ট চেয়েছিল। লিপ্স এণ্ড বাউন্সের কিছু জিনিসপত্র 21 অগস্ট বাজেয়াপ্ত করা হয়েছে। যেটা সিঙ্গেল বেঞ্চের নির্দেশের অনেক আগের ঘটনা। আমরা 9 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করেছি জিজ্ঞাসাবাদের জন্য।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, "প্রচুর তথ্য চাওয়া হয়েছে। সেগুলো জোগাড় করতে সময় লাগবে তো ?"

এরপরই ইডি-র উদ্দেশে বিচারপতির প্রস্তাব, "9 তারিখের পরিবর্তে 12 তারিখের মধ্যে তিনি তথ্য জমা করুন। তারপর যদি দরকার হয় তাঁকে ডেকে না হয় 14 তারিখ জিজ্ঞাসাবাদ করবেন ৷" ইডির আইনজীবী এর বিরোধিতা করে বলেন, "না, নথি দেখে সঙ্গে সঙ্গে তাঁকে জিজ্ঞসাবাদ করার প্রয়োজন মনে হতে পারে।" বিচারপতি ফের প্রস্তাব দেন, "আপনি নির্দিষ্ট সময় দিন ওই সময়ের মধ্যে নথি জমা না-দিলে তারপর আপনি পিএমএলএ আইনের 19 ধারায় সমন জারি করবেন। আর নথি জমা দেওয়ার পরও যদি প্রশ্ন থাকে তাহলে ডাকুন।"

আরও পড়ুন: মহাদেব অ্যাপ বেটিং মামলায় রণবীর কাপুরকে সমন ইডি'র

শেষে ইডির আইনজীবী বলেন, "আমি আগামিকাল (বৃহস্পতিবার) উচ্চতর কতৃপক্ষের পরামর্শ নিয়ে নিয়ে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাব আদালতে।" বৃহস্পতিবার দুপুর দুটোয় ফের মামলার শুনানি ধার্য করেছে ডিভিশন বেঞ্চ।

কলকাতা, 4 অক্টোবর: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজির হতে না-বলে বরং তাঁর কাছে যে নথি চাওয়া হয়েছে সেগুলো জমা করতে বলা হোক ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে পরামর্শ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি হাইকোর্টের পর্যবেক্ষণ, সেই নথি দেখে যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হলে তবে জেরা করা যেতে পারে অভিষেককে, ইডির আইনজীবীকে এমনই প্রস্তাব বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের।

বুুধবার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত বলেন, "কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর 29 মার্চ 2023 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে সিবিআই তাঁর নাম বলানোর জন্য গ্রেফতার হওয়াদের চাপ দিচ্ছে। 31 মার্চ কুন্তল দু'টি চিঠি লিখে জানায় তাঁকে চাপ দেওয়া হয়েছে অভিষেকের নাম বলার জন্য। তারপরই সিবিআই-ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি জানায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। 13 এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন দু'জনকেই জেরা করতে হবে। ইডি এরপর একটা ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে।"

এদিন শুনানিতে বিচারপতি সৌমেন সেন বলেন, "লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ব্যাপারে যে আর্থিক দুর্নীতির তথ্য সুজয় কৃষ্ণ ভদ্রর থেকে পেয়েছে ইডি তার তদন্ত হওয়ার দরকার তো। কারণ সেগুলো জনগণের টাকা।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, "হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তি কার সে বিষয়ে ইডির আধিকারিক সঠিক তথ্য দিতে পারেননি বলে তাকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি।" বিচারপতির অভিমত, "তদন্ত সঠিকভাবে হচ্ছে না মনে করলে তা করতেই পারে আদালত।"

এদিন আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, সিঙ্গল বেঞ্চ তদন্ত মনিটরিং করতে পারে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না ৷ বিচারপতি বলেন, "কিন্তু সমন যেটা পাঠানো হয়েছে তাতে উত্তর দিতে সমস্যা কোথায় ?" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পালটা যুক্তি, "আদালত কি এইভাবে তদন্তকারী সংস্থাকে বলতে পারে এটা দরকার, এইভাবে করা দরকার ? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আদালত তদন্তের উপর এইভাবে হস্তক্ষেপ করতে পারে না। আমরা সমনকে এড়িয়ে যেতে চাইছি না। সেটা তো কিছু তথ্য বা ঘটনাক্রম। কিন্তু সিঙ্গেল বেঞ্চ যেভাবে সম্পূর্ণ তদন্তের উপর চাপসৃষ্টি করছে তদন্তকারী সংস্থার উপর একজনের বিষয়ে সেটা কি আদালত করতে পারে ? পুলিশের বা তদন্তকারী সংস্থার কাজ তথ্য প্রমান খুঁজে বের করা। আদালতের তদন্তের মাঝপথে হস্তক্ষেপ করা উচিৎ নয়। তাতে তদন্তের গতিপথ পালটে যেতে পারে।"

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "আমরা আমাদের নিয়মে তদন্ত করছি। সিঙ্গল বেঞ্চ আমাদের কাছে রিপোর্ট চেয়েছিল। লিপ্স এণ্ড বাউন্সের কিছু জিনিসপত্র 21 অগস্ট বাজেয়াপ্ত করা হয়েছে। যেটা সিঙ্গেল বেঞ্চের নির্দেশের অনেক আগের ঘটনা। আমরা 9 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করেছি জিজ্ঞাসাবাদের জন্য।" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, "প্রচুর তথ্য চাওয়া হয়েছে। সেগুলো জোগাড় করতে সময় লাগবে তো ?"

এরপরই ইডি-র উদ্দেশে বিচারপতির প্রস্তাব, "9 তারিখের পরিবর্তে 12 তারিখের মধ্যে তিনি তথ্য জমা করুন। তারপর যদি দরকার হয় তাঁকে ডেকে না হয় 14 তারিখ জিজ্ঞাসাবাদ করবেন ৷" ইডির আইনজীবী এর বিরোধিতা করে বলেন, "না, নথি দেখে সঙ্গে সঙ্গে তাঁকে জিজ্ঞসাবাদ করার প্রয়োজন মনে হতে পারে।" বিচারপতি ফের প্রস্তাব দেন, "আপনি নির্দিষ্ট সময় দিন ওই সময়ের মধ্যে নথি জমা না-দিলে তারপর আপনি পিএমএলএ আইনের 19 ধারায় সমন জারি করবেন। আর নথি জমা দেওয়ার পরও যদি প্রশ্ন থাকে তাহলে ডাকুন।"

আরও পড়ুন: মহাদেব অ্যাপ বেটিং মামলায় রণবীর কাপুরকে সমন ইডি'র

শেষে ইডির আইনজীবী বলেন, "আমি আগামিকাল (বৃহস্পতিবার) উচ্চতর কতৃপক্ষের পরামর্শ নিয়ে নিয়ে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাব আদালতে।" বৃহস্পতিবার দুপুর দুটোয় ফের মামলার শুনানি ধার্য করেছে ডিভিশন বেঞ্চ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.