ETV Bharat / state

Abhishek Banerjee: সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক - Abhishek Banerjee

আমেরিকায় চোখের অস্ত্রোপচার শেষে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)৷ দীপাবলির সকাল 8টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি ৷

Etv Bharat
বাড়ি ফিরলেন অভিষেক
author img

By

Published : Oct 24, 2022, 11:10 AM IST

Updated : Oct 24, 2022, 12:23 PM IST

কলকাতা, 24 অক্টোবর: চোখের জটিল অস্ত্রোপচার সফল । সোমবার সকালে কলকাতা ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ চলতি মাসের মাঝামাঝিই আমেরিকায় তাঁর চোখের অস্ত্রোপচার হয় ।

তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। বিরোধীরা আক্রমণ থেকে শুরু করে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অভিষেককে ৷ এমনও বলা হচ্ছিল গরু চুরি ও কয়লা চুরির টাকায় চিকিৎসা করাতে গিয়েছেন তিনি । তবে এখনও সেসব অভিযোগের প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এদিন সকালে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও, দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন অভিষেক ৷

সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক(Abhishek Banerjee Returns Home From USA after Eye Surgery)। চোখে ছিল ঘষা কাঁচের চশমা । আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয় ডায়মন্ডহারবারের সাংসদের । অবশেষে 25 দিনের মাথায় ঘরে ফিরলেন অভিষেক । তবে দীর্ঘ বিমানযাত্রা ও অসুস্থতা নিয়ে রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে পারিবারিক কালীপুজোয় তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন । গত 6 বছরে এই ছিল সাতবার তাঁর চোখে অস্ত্রোপচার করতে হল ।

চোখের অস্ত্রোপচার শেষে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : অভিষেকের দ্রুত আরোগ্য কামনায় মন্দির-মসজিদে প্রার্থনা টিএমসিপির

প্রসঙ্গত, 2016 সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি । দুমড়ে যাওয়া গাড়ি থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । সেই দুর্ঘটনাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের নীচের 'অরবিটাল বোন' ভেঙে যায় । সেই থেকেই চিকিৎসা চলছে । গত 12 অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের চোখের অস্ত্রোপচার করেন জন হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিৎসক । সে সময় অভিষেককে নিয়ে দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অবশেষে কালীপুজোয় ঘরের ছেলে ঘরে ফেরায় তৃণমূল নেত্রীর সেই দুশ্চিন্তাও অনেকটা কমল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : ‘অমানবিক’, অভিষেকের চোখের অস্ত্রোপচার নিয়ে ব্যঙ্গের জবাব কুণালের

কলকাতা, 24 অক্টোবর: চোখের জটিল অস্ত্রোপচার সফল । সোমবার সকালে কলকাতা ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ চলতি মাসের মাঝামাঝিই আমেরিকায় তাঁর চোখের অস্ত্রোপচার হয় ।

তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। বিরোধীরা আক্রমণ থেকে শুরু করে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অভিষেককে ৷ এমনও বলা হচ্ছিল গরু চুরি ও কয়লা চুরির টাকায় চিকিৎসা করাতে গিয়েছেন তিনি । তবে এখনও সেসব অভিযোগের প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এদিন সকালে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও, দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন অভিষেক ৷

সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক(Abhishek Banerjee Returns Home From USA after Eye Surgery)। চোখে ছিল ঘষা কাঁচের চশমা । আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয় ডায়মন্ডহারবারের সাংসদের । অবশেষে 25 দিনের মাথায় ঘরে ফিরলেন অভিষেক । তবে দীর্ঘ বিমানযাত্রা ও অসুস্থতা নিয়ে রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে পারিবারিক কালীপুজোয় তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ৷ চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন । গত 6 বছরে এই ছিল সাতবার তাঁর চোখে অস্ত্রোপচার করতে হল ।

চোখের অস্ত্রোপচার শেষে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : অভিষেকের দ্রুত আরোগ্য কামনায় মন্দির-মসজিদে প্রার্থনা টিএমসিপির

প্রসঙ্গত, 2016 সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি । দুমড়ে যাওয়া গাড়ি থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । সেই দুর্ঘটনাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের নীচের 'অরবিটাল বোন' ভেঙে যায় । সেই থেকেই চিকিৎসা চলছে । গত 12 অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের চোখের অস্ত্রোপচার করেন জন হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিৎসক । সে সময় অভিষেককে নিয়ে দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অবশেষে কালীপুজোয় ঘরের ছেলে ঘরে ফেরায় তৃণমূল নেত্রীর সেই দুশ্চিন্তাও অনেকটা কমল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : ‘অমানবিক’, অভিষেকের চোখের অস্ত্রোপচার নিয়ে ব্যঙ্গের জবাব কুণালের

Last Updated : Oct 24, 2022, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.