ETV Bharat / state

সম্পত্তি কমলেও, আয় বেড়েছে অভিষেকের - election

2014 থেকে 2019-এর মধ্যে সম্পত্তি কমেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । প্রায় 9 শতাংশ। তবে বার্ষিক আয় বেড়েছে 30 লাখের মতো।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 14, 2019, 3:45 PM IST

কলকাতা, 14 মে: গত পাঁচ বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় বেড়েছে কম-বেশি তিরিশ লাখের মতো (বার্ষিক) । অন্তত, নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে এমনই জানিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী । যদিও এই সময়ের মধ্যে অভিষেকের সম্পত্তির পরিমাণ বেশ কিছুটা কমেও গিয়েছে ।

নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীকে তাঁদের আয়-ব্যয়ের হিসেব দাখিল করতে হয় । সেই মতো সম্প্রতি হলফনামা দিয়ে নিজের আয়-ব্যয়ের হিসেব পেশ করেন অভিষেক । আর তাতেই জানা গিয়েছে 2017-18 তে অভিষেকের বার্ষিক আয়ের পরিমাণ 75 লাখের কিছু বেশি । পাঁচ বছর আগে অঙ্কটা ছিল প্রায় তিরিশ লাখ কম। হলফনামা অনুযায়ী, 2012-13 -তে অভিষেকের বার্ষিক আয় ছিল 44 লাখ 64 হাজারের মতো। তবে, 30 লাখ আয় বৃদ্ধি হলেও, সম্পত্তির পরিমাণ নাকি বেশ কিছুটা কমে গিয়েছে ।

2014 সালে অভিষেকের সম্পত্তির পরিমাণ ছিল 1 কোটি 51 লক্ষ 99 হাজার 272 টাকা। সেখানে এ বছর পেশ করা মোট সম্পত্তির পরিমাণ 1 কোটি 37 লক্ষ 94 হাজার 320 টাকা। সেবার নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছিলেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 23.57 লাখ টাকার । আর এবার হলফনামায় জানিয়েছেন, সেই অস্থাবর সম্পত্তির পরিমাণ এখন 71.40 লাখ টাকার ।

অভিষেকের সম্পত্তি বাড়লেও, কমেছে তাঁর স্ত্রী রুজিরা নারুলার সম্পত্তির পরিমাণ । পাঁচ বছর আগে রুজিরা নারুলার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 54.08 লাখ টাকার । এ বার জমা দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছেন, গত আর্থিক বছর শেষে তাঁর স্ত্রী'র 35.55 লাখ টাকার সম্পত্তি ছিল । যার মধ্যে রয়েছে 658 গ্রাম সোনা ও 2.3 কিলোগ্রাম রুপো । অভিষেক হলফনামায় জানিয়েছেন, তাঁর সোনা রয়েছে 30 গ্রাম ও রুপো 40 গ্রাম। নগদ 92,500 টাকা ও ব্যাঙ্কে রয়েছে 50.20 লাখ টাকা ।

কলকাতা, 14 মে: গত পাঁচ বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় বেড়েছে কম-বেশি তিরিশ লাখের মতো (বার্ষিক) । অন্তত, নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে এমনই জানিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী । যদিও এই সময়ের মধ্যে অভিষেকের সম্পত্তির পরিমাণ বেশ কিছুটা কমেও গিয়েছে ।

নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীকে তাঁদের আয়-ব্যয়ের হিসেব দাখিল করতে হয় । সেই মতো সম্প্রতি হলফনামা দিয়ে নিজের আয়-ব্যয়ের হিসেব পেশ করেন অভিষেক । আর তাতেই জানা গিয়েছে 2017-18 তে অভিষেকের বার্ষিক আয়ের পরিমাণ 75 লাখের কিছু বেশি । পাঁচ বছর আগে অঙ্কটা ছিল প্রায় তিরিশ লাখ কম। হলফনামা অনুযায়ী, 2012-13 -তে অভিষেকের বার্ষিক আয় ছিল 44 লাখ 64 হাজারের মতো। তবে, 30 লাখ আয় বৃদ্ধি হলেও, সম্পত্তির পরিমাণ নাকি বেশ কিছুটা কমে গিয়েছে ।

2014 সালে অভিষেকের সম্পত্তির পরিমাণ ছিল 1 কোটি 51 লক্ষ 99 হাজার 272 টাকা। সেখানে এ বছর পেশ করা মোট সম্পত্তির পরিমাণ 1 কোটি 37 লক্ষ 94 হাজার 320 টাকা। সেবার নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছিলেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 23.57 লাখ টাকার । আর এবার হলফনামায় জানিয়েছেন, সেই অস্থাবর সম্পত্তির পরিমাণ এখন 71.40 লাখ টাকার ।

অভিষেকের সম্পত্তি বাড়লেও, কমেছে তাঁর স্ত্রী রুজিরা নারুলার সম্পত্তির পরিমাণ । পাঁচ বছর আগে রুজিরা নারুলার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 54.08 লাখ টাকার । এ বার জমা দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছেন, গত আর্থিক বছর শেষে তাঁর স্ত্রী'র 35.55 লাখ টাকার সম্পত্তি ছিল । যার মধ্যে রয়েছে 658 গ্রাম সোনা ও 2.3 কিলোগ্রাম রুপো । অভিষেক হলফনামায় জানিয়েছেন, তাঁর সোনা রয়েছে 30 গ্রাম ও রুপো 40 গ্রাম। নগদ 92,500 টাকা ও ব্যাঙ্কে রয়েছে 50.20 লাখ টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.