বিধাননগর, 23 জুলাই : প্রেমটা যদিও খুব বেশিদিনের নয় ৷ তখন স্বাভাবিক ছিল সব কিছুই ৷ কিন্তু ভালো সময় বিষাদে পরিণত হতে সময় লাগেনি বেশিদিন ৷ ঝগড়া হতেই বিচ্ছেদ ৷ আর তারপরই শুরু হয় ব্ল্যাকমেল ৷ যুবতির অভিযোগের ভিত্তিতে গতকাল গড়িয়াহাট থানা এলাকা থেকে অভিযুক্ত রৌশনকুমার সিংকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷
পটনার দানাপুরের বাসিন্দা রৌশনকুমারের সঙ্গে এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা এক যুবতির সম্পর্ক ছিল ৷ চার মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় ৷ তারপর থেকেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে ওই যুবতিকে রৌশন ব্ল্যাকমেল করত বলে অভিযোগ ৷ কিন্তু রৌশন পরে সোশাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করে দেয় ৷ যুবতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করলে গতকাল রৌশনকে গ্রেপ্তার করা হয় ৷