ETV Bharat / state

রাজ্যের পড়ুয়াদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ৯০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত যাদবপুরে - engineering

রাজ্যের পড়ুয়াদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ডোমিসাইল ক্যাটাগরিতে ৯০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিল।

চিরঞ্জীব ভট্টাচার্য
author img

By

Published : Mar 6, 2019, 11:09 PM IST

কলকাতা, ৬ মার্চ : রাজ্যের পড়ুয়াদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ডোমিসাইল ক্যাটাগরিতে ৯০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিল। আজ ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিল ১৬টি ডিপার্টমেন্ট। তার মধ্যে এই সিদ্ধান্তে ১৩টি ডিপার্টমেন্ট সম্মতি জানিয়েছে। এই সিদ্ধান্তটি আগামী এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তোলা হবে। তারপরে সেটি আচার্য কেশরী নাথ ত্রিপাঠীর কাছে পাঠানো হবে। আজ ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডিন চিরঞ্জীব ভট্টাচার্য।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, " আন্ডারগ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ডোমিসাইল থাকবে কিনা সেটা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আমাদের যাঁরা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন, SC, ST, OBC, তাঁদের স্টেট সার্টিফিকেট লাগে। তাঁরা বাই ডিফল্টই ডোমিসাইল হয়ে যাচ্ছে। কিন্তু, যাঁরা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট তাঁদের ক্ষেত্রেই এটা সীমাবদ্ধ। তাই জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের মধ্যে ডোমিসাইল থাকবে কি থাকবে না তানিয়ে আমরা আল্টিমেটলি BOS-এর মতামত চেয়েছিলাম। প্রথম মতামতটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই দিয়েছিল যে, আমরা ১০০ শতাংশ ডোমিসাইল থাকা উচিত। তারপর সাবসিকুয়েন্টলি ফ্যাকাল্টি কাউন্সিলে ওটা আলোচনার পর সবকটা ডিপার্টমেন্টের মতামত চেয়েছিলাম। সেই মতামতের ভিত্তিতে আজকে আমরা ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে বসেছি।"

undefined

চিরঞ্জীববাবু আরও বলেন, " ১৬টি ডিপার্টমেন্টের মধ্যে সবকটি ডিপার্টমেন্টেরই মতামত এসেছে। জেনারেল সিটের মধ্যে ডোমিসাইল থাকুক এটি ১৩টি ডিপার্টমেন্টই চাইছেন। আর বাকি তিনটে ডিপার্টমেন্টের মধ্যে দুটি ডিপার্টমেন্ট বলছে বর্তমান ব্যবস্থাটাই ধারাবাহিক ভাবে চলুক। আর একটি ডিপার্টমেন্টের বিভক্ত মতামত হয়েছে। তাঁদের একটা গ্রুপ ফ্যাকাল্টি বলছেন, ডোমিসাইল ইন্ট্রিডিউজ বা ইমপ্লিমেন্ট করাটা দরকার। আরেকটা গ্রুপ অফ টিচার বলছেন, ডোমিসাইলটা হওয়াটা উচিত নয়। তার ভিত্তিতে আজকে আলোচনা হয়েছে। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি ডোমিসাইলটা ইমপ্লিমেন্ট করা হবে। ৯০ শতাংশ ডোমিসাইল থাকবে, আর ১০ শতাংশ সম্পূর্ণ মিরিটের ভিত্তিতে হবে।ওটা নন-ডোমিসাইল ওটা ব্যাপার নয়, ওটা সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামে পার্ফরম্যান্সের ভিত্তিতে হবে। এটা কিন্তু জেনারেল স্টুডেন্টদের সিটের জন্য।"

ফাকাল্টি সিদ্ধান্তের পরই কী এটা কার্যকর করা হবে? এবিষয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এই সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্যই এটা আমরা ইসিতে পাঠিয়ে দেব। এক্সিকিউটিভ কাউন্সিলে এটা আলোচনা হবে। এক্সিকিউটিভ কাউন্সিলে আলোচনার পর যেহেতু এটা পলিসিতে একটা বড় পরিবর্তন তাই আমাদের এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পাঠাতে হবে। আমাদের মাননীয় উপাচার্য যে রকম বলবেন, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপটা নেব।"

undefined

কলকাতা, ৬ মার্চ : রাজ্যের পড়ুয়াদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ডোমিসাইল ক্যাটাগরিতে ৯০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিল। আজ ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিল ১৬টি ডিপার্টমেন্ট। তার মধ্যে এই সিদ্ধান্তে ১৩টি ডিপার্টমেন্ট সম্মতি জানিয়েছে। এই সিদ্ধান্তটি আগামী এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তোলা হবে। তারপরে সেটি আচার্য কেশরী নাথ ত্রিপাঠীর কাছে পাঠানো হবে। আজ ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডিন চিরঞ্জীব ভট্টাচার্য।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, " আন্ডারগ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ডোমিসাইল থাকবে কিনা সেটা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আমাদের যাঁরা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন, SC, ST, OBC, তাঁদের স্টেট সার্টিফিকেট লাগে। তাঁরা বাই ডিফল্টই ডোমিসাইল হয়ে যাচ্ছে। কিন্তু, যাঁরা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট তাঁদের ক্ষেত্রেই এটা সীমাবদ্ধ। তাই জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের মধ্যে ডোমিসাইল থাকবে কি থাকবে না তানিয়ে আমরা আল্টিমেটলি BOS-এর মতামত চেয়েছিলাম। প্রথম মতামতটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই দিয়েছিল যে, আমরা ১০০ শতাংশ ডোমিসাইল থাকা উচিত। তারপর সাবসিকুয়েন্টলি ফ্যাকাল্টি কাউন্সিলে ওটা আলোচনার পর সবকটা ডিপার্টমেন্টের মতামত চেয়েছিলাম। সেই মতামতের ভিত্তিতে আজকে আমরা ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে বসেছি।"

undefined

চিরঞ্জীববাবু আরও বলেন, " ১৬টি ডিপার্টমেন্টের মধ্যে সবকটি ডিপার্টমেন্টেরই মতামত এসেছে। জেনারেল সিটের মধ্যে ডোমিসাইল থাকুক এটি ১৩টি ডিপার্টমেন্টই চাইছেন। আর বাকি তিনটে ডিপার্টমেন্টের মধ্যে দুটি ডিপার্টমেন্ট বলছে বর্তমান ব্যবস্থাটাই ধারাবাহিক ভাবে চলুক। আর একটি ডিপার্টমেন্টের বিভক্ত মতামত হয়েছে। তাঁদের একটা গ্রুপ ফ্যাকাল্টি বলছেন, ডোমিসাইল ইন্ট্রিডিউজ বা ইমপ্লিমেন্ট করাটা দরকার। আরেকটা গ্রুপ অফ টিচার বলছেন, ডোমিসাইলটা হওয়াটা উচিত নয়। তার ভিত্তিতে আজকে আলোচনা হয়েছে। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি ডোমিসাইলটা ইমপ্লিমেন্ট করা হবে। ৯০ শতাংশ ডোমিসাইল থাকবে, আর ১০ শতাংশ সম্পূর্ণ মিরিটের ভিত্তিতে হবে।ওটা নন-ডোমিসাইল ওটা ব্যাপার নয়, ওটা সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামে পার্ফরম্যান্সের ভিত্তিতে হবে। এটা কিন্তু জেনারেল স্টুডেন্টদের সিটের জন্য।"

ফাকাল্টি সিদ্ধান্তের পরই কী এটা কার্যকর করা হবে? এবিষয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এই সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্যই এটা আমরা ইসিতে পাঠিয়ে দেব। এক্সিকিউটিভ কাউন্সিলে এটা আলোচনা হবে। এক্সিকিউটিভ কাউন্সিলে আলোচনার পর যেহেতু এটা পলিসিতে একটা বড় পরিবর্তন তাই আমাদের এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পাঠাতে হবে। আমাদের মাননীয় উপাচার্য যে রকম বলবেন, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপটা নেব।"

undefined
Intro:সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার জেলাশাসকের

সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করে নিলেন দার্জিলিঙের জেলাশাসক। ভোটের আগে সরকারি কর্মীদের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় নবান্নের নির্দেশেই ওই আদেশনাম আজ তুলে নেওয়া হয়।
দিন কয়েক আগেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল দার্জিলিং জেলায় সরকারি কর্মীদের যাবতীয় ছুটি আগামী 31 জুলাই অবধি বাতিল করা হচ্ছে। কথায় কথায়, নানা অজুহাতে ছুটি নেওয়া যাবে না। চিকিৎসার প্রয়োজন ছাড়া বা সঠিক কারণ না দর্শীযে ছুটি নিলে তা মানা হবে না। জেলাশাসকের দপ্তর সূত্রে জানা গিয়েছিল, ভোটের কাজে কর্মীদের ঠিকমতো না পাওয়াটাই ভোট ঘোষণার আগেই এই নির্দেশ দিতে বাধ্য হয়েছিলেন তিনি।

আজ এই নির্দেশ তুলে নেওয়া হয়। জেলাশাসক জয়সী দাশগুপ্ত জানান, ভোট ঘোষণা না হলেও পুরোদমে কাজকর্ম চলছে। কিছু ক্ষেত্রে কর্মীরা ছুটি নেওয়ায় প্রশিক্ষণ ও কাজকর্মে বিঘ্ন ঘটছিল। তবে আপাতত নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে।
নির্দেশিকা তুলে নেওয়ার খুশির হওয়া সরকারি কর্মচারী মহলে।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.