ETV Bharat / state

দেড় মাসে 75 লাখ সদস্য, দেশে দ্বিতীয় রাজ্য BJP !

90 লাখ সদস্যপদ তৈরি করে প্রথমস্থানে রয়েছে উত্তরপ্রদেশ ৷ মাস দেড়েকের মধ্যেই প্রায় 75 লাখ সদস্যপদ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তালিকায় দেশে দ্বিতীয়স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 22, 2019, 10:03 AM IST

Updated : Aug 22, 2019, 12:11 PM IST

কলকাতা, 22 অগাস্ট : সদস্যতা অভিযানে রেকর্ড গড়ল রাজ্য BJP । মাস দেড়েকের মধ্যেই প্রায় 75 লাখ মানুষ যোগ দিয়েছেন BJP-তে ৷ কেন্দ্রীয় নেতৃত্বের তালিকায় দেশে দ্বিতীয়স্থানে পশ্চিমবঙ্গ । 90 লাখ সদস্যপদ তৈরি করে প্রথমস্থানে রয়েছে উত্তরপ্রদেশ ৷ রেকর্ড সংখ্যক সদস্য বাড়ায় ফোন করে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ 6 জুলাই থেকে 20 অগাস্ট পর্যন্ত এই সদস্যতা অভিযান কর্মসূচি চলে ৷

কোন কোন জেলায় সদস্য সংখ্যা সব থেকে বেশি?

দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলায় BJP-র সদস্য সংগ্রহের হার বেশি । BJP-র 38টি সাংগঠনিক জেলার মধ্যে জলপাইগুড়ি রয়েছে প্রথমস্থানে । এই জেলায় 5 লাখের বেশি মানুষ নতুন সদস্যপদ গ্রহণ করেছেন । দ্বিতীয় পুরুলিয়া । এরপর মালদা, মেদিনীপুর । এই জেলাগুলিতে প্রায় 5 লাখ মানুষ সদস্যপদ গ্রহণ করেছেন । দক্ষিণবঙ্গের জেলা হাওড়া, হুগলি, বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়ায় প্রায় 2 লাখ করে সদস্যপদ তৈরি করেছে । জেলার তুলনায় কলকাতায় সদস্য সংখ্যা কমেছে ।

image
6 জুলাই থেকে 20 অগাস্ট পর্যন্ত এই সদস্যতা অভিযান কর্মসূচি চলে

এই বিষয়ে, BJP-র সম্পাদক তুষার ঘোষ বলেন, "20 অগাস্ট পর্যন্ত প্রাথমিক সদস্যতা তৈরির শেষ দিন হলেও ,আমাদের ৮৯৮০৮০৮০৮০ নম্বরে মিসড কল দিয়ে নতুন সদস্য হতে পারবেন । বর্তমানে নম্বরটি চালু থাকবে ৷ 31 ডিসেম্বর পর্যন্ত সদস্য হতে পারবেন । 21-31 অগাস্ট পর্যন্ত সক্রিয় সদস্যতা অভিযান চলবে । 2014 সালে যে জেলায় আমরা ঢুকতে পারিনি, সেই জেলায় এবার BJP-র সদস্য সংখ্যা সব থেকে বেশি হয়েছে । 1200 মণ্ডলেই এবার সদস্য অভিযানের কাজ হয়েছে । প্রায় 91 হাজার বিস্তারক কঠোর পরিশ্রম করেছেন । এবার রাজ্যের প্রতিটি মণ্ডলে ও প্রতিটি বুথে নতুন সদস্য তৈরি হবে ৷"

ভিডিয়োয় শুনুন তুষার ঘোষের বক্তব্য

যদিও BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা 1 কোটি নতুন সদস্য তৈরি করার টার্গেট দিয়েছিলেন বলে BJP নেতৃত্বের একাংশের তরফে জানা যায় । সেই সদস্য সংখ্যা পূরণ করতে পারল না রাজ্য BJP । তবে রাজ্য BJP-র দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের 50 লাখ সদস্য তৈরি করার টার্গেট দিয়েছিলেন । সেটা পূরণ হয়েছে ।

কলকাতা, 22 অগাস্ট : সদস্যতা অভিযানে রেকর্ড গড়ল রাজ্য BJP । মাস দেড়েকের মধ্যেই প্রায় 75 লাখ মানুষ যোগ দিয়েছেন BJP-তে ৷ কেন্দ্রীয় নেতৃত্বের তালিকায় দেশে দ্বিতীয়স্থানে পশ্চিমবঙ্গ । 90 লাখ সদস্যপদ তৈরি করে প্রথমস্থানে রয়েছে উত্তরপ্রদেশ ৷ রেকর্ড সংখ্যক সদস্য বাড়ায় ফোন করে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ 6 জুলাই থেকে 20 অগাস্ট পর্যন্ত এই সদস্যতা অভিযান কর্মসূচি চলে ৷

কোন কোন জেলায় সদস্য সংখ্যা সব থেকে বেশি?

দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলায় BJP-র সদস্য সংগ্রহের হার বেশি । BJP-র 38টি সাংগঠনিক জেলার মধ্যে জলপাইগুড়ি রয়েছে প্রথমস্থানে । এই জেলায় 5 লাখের বেশি মানুষ নতুন সদস্যপদ গ্রহণ করেছেন । দ্বিতীয় পুরুলিয়া । এরপর মালদা, মেদিনীপুর । এই জেলাগুলিতে প্রায় 5 লাখ মানুষ সদস্যপদ গ্রহণ করেছেন । দক্ষিণবঙ্গের জেলা হাওড়া, হুগলি, বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়ায় প্রায় 2 লাখ করে সদস্যপদ তৈরি করেছে । জেলার তুলনায় কলকাতায় সদস্য সংখ্যা কমেছে ।

image
6 জুলাই থেকে 20 অগাস্ট পর্যন্ত এই সদস্যতা অভিযান কর্মসূচি চলে

এই বিষয়ে, BJP-র সম্পাদক তুষার ঘোষ বলেন, "20 অগাস্ট পর্যন্ত প্রাথমিক সদস্যতা তৈরির শেষ দিন হলেও ,আমাদের ৮৯৮০৮০৮০৮০ নম্বরে মিসড কল দিয়ে নতুন সদস্য হতে পারবেন । বর্তমানে নম্বরটি চালু থাকবে ৷ 31 ডিসেম্বর পর্যন্ত সদস্য হতে পারবেন । 21-31 অগাস্ট পর্যন্ত সক্রিয় সদস্যতা অভিযান চলবে । 2014 সালে যে জেলায় আমরা ঢুকতে পারিনি, সেই জেলায় এবার BJP-র সদস্য সংখ্যা সব থেকে বেশি হয়েছে । 1200 মণ্ডলেই এবার সদস্য অভিযানের কাজ হয়েছে । প্রায় 91 হাজার বিস্তারক কঠোর পরিশ্রম করেছেন । এবার রাজ্যের প্রতিটি মণ্ডলে ও প্রতিটি বুথে নতুন সদস্য তৈরি হবে ৷"

ভিডিয়োয় শুনুন তুষার ঘোষের বক্তব্য

যদিও BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা 1 কোটি নতুন সদস্য তৈরি করার টার্গেট দিয়েছিলেন বলে BJP নেতৃত্বের একাংশের তরফে জানা যায় । সেই সদস্য সংখ্যা পূরণ করতে পারল না রাজ্য BJP । তবে রাজ্য BJP-র দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের 50 লাখ সদস্য তৈরি করার টার্গেট দিয়েছিলেন । সেটা পূরণ হয়েছে ।

Intro:21-08-19


(Exclusive Story)


সুজয় ঘোষ, কলকাতা

(স্পেশাল স্টোরি)



কলকাতাঃ বিজেপির সদস্যতা অভিযানে রের্কড গড়ল বিজেপি। প্রায় ৭৫ লক্ষ নতূন সদস্য তৈরি করল বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তালিকায় দেশের মধ্যে দ্বিতীয়স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশের ৯০ লক্ষ নতূন সদস্য তৈরি করে প্রথমস্থানে লাভ করলেও। ৭৫ লক্ষ সদস্য তৈরি করে দ্বিতীয়স্থানে পশ্চিমবঙ্গ। এবার রের্কড সংখ্যক সদস্যদের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে পিঠ চাপরে দিয়েছেন বলেও সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে।
২০ অগষ্ট সদস্য অভিযানের কর্মসূচির শেষ দিন ছিল। যদিও বিজেপির সর্বভারতীয় কার্যকরি সভাপতি জেপি নাড্ডার ১ কোটির নতুন সদস্য তৈরি করার টার্গেট দিয়েছিলেন। সেই সদস্য সংখ্যা পূরণ করতে পারলেন না রাজ্য বিজেপি। তবে বিজেপির দাবী, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের ৫০ লক্ষ সদস্য তৈরি করার টার্গেট দিয়েছিলেন। সেটা পূরণ হয়েছে।

কোন কোন জেলায় সদস্য সংখ্যা সব থেকে বেশী হয়েছে?
দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলায় বিজেপির সদস্য সংখ্যার হার সব থেকে বেশী। বিজেপি ৩৮ টি সাংগঠনিক জেলার মধ্যে জলপাইগুড়ি জেলা প্রথমস্থানে। এই জেলা ৫ লক্ষের বেশী নতূন সদস্য তৈরি করেছে। দ্বিতীয় পুরলিয়া জেলা। এর পর মালদহ, মেদনীপুর। এই জেলাগুলি ৫ লক্ষ সদস্য তৈরি করেছে। দক্ষিণবঙ্গের জেলা হাওড়া, হুগলী, বর্ধমান, দুই মেদনীপুর, দুই ২৪পরগনা, বাকুড়া, জেলা প্রায় ২ লক্ষ করে সদস্য তৈরি করেছে। জেলার তুলানায় কলকাতায় সদস্য সংখ্যা কম হয়েছে।

বিজেপির সম্পাদক তুষার ঘোষ বলেন, “ ২০ আগষ্ট ২০১৯ পর্যন্ত প্রাথমিক সদস্যতা তৈরির শেষ দিন হলেও । কিন্তু আমাদের যে নাম্বার টা আছে ৮৯৮০৮০৮০৮০ মিস কল দিয়ে নতুন সদস্য হতে পারবেন। এই নাম্বারটি চালু থাকবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সদস্য হতে পারবেন। ২১-৩১ আগষ্ট পর্যন্ত সক্রিয় সদস্যতা অভিযান চলবে। ২০১৪ সালে যে জেলায় আমরা ডুকতে পারি নি। সেই জেলায় এবার বিজেপির সদস্য সংখ্যা সব থেকে বেশী হয়েছে। ১২০০ মন্ডলেই এবার সদস্য অভিযানের কাজ হয়েছে। প্রায় ৯১ হাজার বিস্তারকা কঠোর পরিশ্রম করেছে। বিজেপির নতুন সদস্য তৈরি করার জন্য। সাধারণ মানুষ স্বেচ্ছায় বের হয়েছে। সদস্য তৈরি করার জন্য। এবার রাজ্যের প্রতিটি মন্ডলে ও প্রতিটি বুথে নতূন সদস্য তৈরি হবে”।Body:কপিConclusion:
Last Updated : Aug 22, 2019, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.