ETV Bharat / state

Firecracker Recovery: আড়িয়াদহে 500 কেজির নিষিদ্ধ বাজি উদ্ধার, ঘটনাস্থলে মিলল তৃণমূলের পতাকা - South Dinajpur

দক্ষিণেশ্বরের আড়িয়াদহ থেকে প্রায় 500 কেজির নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে ৷ পাওয়া গিয়েছে বারুদও৷ ঘটনাস্থলে মিলেছে তৃণমূলের পতাকাও ৷ এই নিয়ে হইচই পড়েছে এলাকায় ৷ অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বেআইনিভাবে বাজি মজুত করায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Firecracker Recovery
Firecracker Recovery
author img

By

Published : May 24, 2023, 6:18 PM IST

আড়িয়াদহে 500 কেজির নিষিদ্ধ বাজি উদ্ধার

আড়িয়াদহ (উত্তর 24 পরগনা) ও হরিরামপুর (দক্ষিণ দিনাজপুর), 24 মে: পাঁচশো কেজিরও বেশি নিষিদ্ধ আতশবাজি-সহ বারুদ উদ্ধার হল উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর থানা এলাকার আড়িয়াদহে ৷ মঙ্গলবার রাতে ওই নিষিদ্ধ আতশবাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় মঙ্গলবার রাতেই বাড়ির মালিক শিবু দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল দক্ষিণেশ্বর থানার পুলিশ । বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে ।

Firecracker Recovery
আড়িয়াদহের ঘটনাস্থলে পড়ে তৃণমূলের পতাকা

পুলিশ সূত্রে খবর, শিবু দাসের কাছে আতশবাজি তৈরির বা বারুদ মজুদ রাখার কোনোরকম লাইসেন্স ছিল না । সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিকে যে গোডাউন থেকে নিষিদ্ধ আতশবাজি ও বারুদ উদ্ধার হয়েছে, সেখানে আবার বেশ কিছু তৃণমূল কংগ্রেসের পতাকা পড়েছিল ৷

Firecracker Recovery
দক্ষিণেশ্বরের আড়িয়াদহে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিষিদ্ধ বাজি

এই ঘটনা পর থেকে এলাকার স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ । যদিও তাঁদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট । তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, এলাকায় শাসকদলের লোক হিসেবে পরিচিত শিবু দাস । সেই কারণেই তাঁরা কিছু বলতে চাইছেন না । স্থানীয় সূত্রে খবর, শাসকদলকে ঢাল করে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালাতেন শিবু দাস । পরিবারের দাবি, তারা কোনও নিষিদ্ধ বাজি মজুদ করত না । তারা আইন মেনে আতশবাজির ব্যবসা করতেন । কিন্তু লাইসেন্সের ক্ষেত্রে তারা কিছু জানাইনি ।

Firecracker Recovery
হরিরামপুরে উদ্ধার হওয়া আতশবাজির সঙ্গে গ্রেফতার হওয়া দু’জন অভিযুক্ত (মুখ ঢাকা)

অন্যদিকে মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার হরিরামপুর বাজার এলাকা থেকে অবৈধভাবে আতশবাজি রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করে । যার বাজার মূল্য প্রায় 12 হাজার টাকা । হরিরামপুর থানার পুলিশ 14 কেজি আতশবাজি অবৈধভাবে রাখার অভিযোগে সৌম্য গুপ্ত ও রমেন গুপ্তকে গ্রেফতার করে । এদের বয়স 25 থেকে 30 এর মধ্যে ৷

Firecracker Recovery
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে উদ্ধার হওয়া আতশবাজি

এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, মঙ্গলবার সকালে মালদায় আচমকায় বাজির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন থানাগুলোতে নির্দেশ দেওয়া হয় যে সমস্ত দোকান বা গুদামগুলোতে অবৈধভাবে প্রচুর আতশবাজি রাখা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ সেই কারণে মঙ্গলবার রাতে ওই অভিযান চালানো হয় ৷

আরও পড়ুন: মৃত্যুতে ফিরল হুঁশ! সবুজ-বাজির ক্লাস্টার তৈরি করতে কমিটি গঠন মমতার

আড়িয়াদহে 500 কেজির নিষিদ্ধ বাজি উদ্ধার

আড়িয়াদহ (উত্তর 24 পরগনা) ও হরিরামপুর (দক্ষিণ দিনাজপুর), 24 মে: পাঁচশো কেজিরও বেশি নিষিদ্ধ আতশবাজি-সহ বারুদ উদ্ধার হল উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর থানা এলাকার আড়িয়াদহে ৷ মঙ্গলবার রাতে ওই নিষিদ্ধ আতশবাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় মঙ্গলবার রাতেই বাড়ির মালিক শিবু দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল দক্ষিণেশ্বর থানার পুলিশ । বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে ।

Firecracker Recovery
আড়িয়াদহের ঘটনাস্থলে পড়ে তৃণমূলের পতাকা

পুলিশ সূত্রে খবর, শিবু দাসের কাছে আতশবাজি তৈরির বা বারুদ মজুদ রাখার কোনোরকম লাইসেন্স ছিল না । সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিকে যে গোডাউন থেকে নিষিদ্ধ আতশবাজি ও বারুদ উদ্ধার হয়েছে, সেখানে আবার বেশ কিছু তৃণমূল কংগ্রেসের পতাকা পড়েছিল ৷

Firecracker Recovery
দক্ষিণেশ্বরের আড়িয়াদহে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিষিদ্ধ বাজি

এই ঘটনা পর থেকে এলাকার স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ । যদিও তাঁদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট । তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, এলাকায় শাসকদলের লোক হিসেবে পরিচিত শিবু দাস । সেই কারণেই তাঁরা কিছু বলতে চাইছেন না । স্থানীয় সূত্রে খবর, শাসকদলকে ঢাল করে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালাতেন শিবু দাস । পরিবারের দাবি, তারা কোনও নিষিদ্ধ বাজি মজুদ করত না । তারা আইন মেনে আতশবাজির ব্যবসা করতেন । কিন্তু লাইসেন্সের ক্ষেত্রে তারা কিছু জানাইনি ।

Firecracker Recovery
হরিরামপুরে উদ্ধার হওয়া আতশবাজির সঙ্গে গ্রেফতার হওয়া দু’জন অভিযুক্ত (মুখ ঢাকা)

অন্যদিকে মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার হরিরামপুর বাজার এলাকা থেকে অবৈধভাবে আতশবাজি রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করে । যার বাজার মূল্য প্রায় 12 হাজার টাকা । হরিরামপুর থানার পুলিশ 14 কেজি আতশবাজি অবৈধভাবে রাখার অভিযোগে সৌম্য গুপ্ত ও রমেন গুপ্তকে গ্রেফতার করে । এদের বয়স 25 থেকে 30 এর মধ্যে ৷

Firecracker Recovery
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে উদ্ধার হওয়া আতশবাজি

এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, মঙ্গলবার সকালে মালদায় আচমকায় বাজির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন থানাগুলোতে নির্দেশ দেওয়া হয় যে সমস্ত দোকান বা গুদামগুলোতে অবৈধভাবে প্রচুর আতশবাজি রাখা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ সেই কারণে মঙ্গলবার রাতে ওই অভিযান চালানো হয় ৷

আরও পড়ুন: মৃত্যুতে ফিরল হুঁশ! সবুজ-বাজির ক্লাস্টার তৈরি করতে কমিটি গঠন মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.