কলকাতা, 14 এপ্রিল : COVID-19 (নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ়)-এ আরও চার আক্রান্তের মৃত্যু হয়েছে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চারজনই বেলগাছিয়ার বাসিন্দা। সূত্রের খবর, মৃত এই চারজনের সঙ্গে দিল্লির নিজ়ামউদ্দিনে জমায়েতের যোগ রয়েছে। যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য মেলেনি ।
গত বৃহস্পতি-শুক্রবার বেলগাছিয়ার বাসিন্দা ওই চারজনকে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছিল। এই চার জনের জ্বর ও সর্দি-কাশি ছিল । সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI)-এর রোগীদের রাখার জন্য যে ব্যবস্থা হয়েছে, সেখানেই রাখা হয়েছিল চারজনকে । গত শনিবার ও রবিবারের মধ্যেই রাত থেকে রবিবার বেলা পর্যন্ত সময়ের মধ্যে এই চারজনের মৃত্যু হয়েছে। চারজনের সকলের বয়স 50- এর বেশি। এই চারজনের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 পজ়িটিভ পাওয়া গেছে।
সূত্রের খবর, এই চারজন বেলগাছিয়া অঞ্চলের অন্য এক COVID-19 আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। গত 4 এপ্রিল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালেই ওই COVID-19-এ আক্রান্তের মৃত্যু হয়েছিল । মৃত ওই চারজন দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে । তবে এবিষয়ে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বেলগাছিয়ার ওই অঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন। মৃত চারজনের সংস্পর্শে কতজন এসেছিলেন সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, বেলগাছিয়ার ওই অঞ্চলে সংক্রমণ প্রতিরোধের জন্য প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।