ETV Bharat / state

উত্তরসূরিদের পিছনে ফেলে ধুতি-পাঞ্জাবিতে নোবেল মঞ্চে অভিজিৎ - ধুতি-পাঞ্জাবিতে নোবেল মঞ্চে অভিজিৎ

এর আগে ভারত ও বাংলাদেশ মিলিয়ে নোবেলে যুক্ত হয়েছে তিন বাঙালির নাম । এই প্রথমবার পোশাক-প্রথা ভেঙে ধুতি-পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।

NOBLE ABHIJIT
ছবি
author img

By

Published : Dec 11, 2019, 3:25 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : 10 ডিসেম্বর, 2019 । স্টকহোমের মঞ্চে তখন চাঁদের হাট । পাশ্চাত্য সিম্ফনির সুরে মেতে উঠেছে নোবেলের মঞ্চ । গান বাজনার মাঝে মাঝে চলছে বক্তৃতা । একে একে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্যে কৃতীদের নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে । সাদা পাকা চুলের ছিপছিপের চেহারার মানুষটা তখন সস্ত্রীক বসে রয়েছেন । যথানিয়মে,অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হচ্ছে । বাাঙালি তথা আপামর ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষায় । তখনই নোবেলের শতাব্দীর পোশাক-প্রথা ভেঙে ধুতি-পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । সাত সমুদ্র পারে গোটা হল যখন করতালিতে স্বাগত জানাচ্ছে । তখন হাজার হাজার কিলোমিটার দূরে টিভির সামনে বসে আবেগে বুক বাঁধছে প্রতিটি বাঙালি । এর আগেও বাংলার সংস্কৃতি নোবেলের মঞ্চে দাঁড়িয়েছে , কিন্তু এই প্রথমবার পুরোদস্তুর বাঙালিয়ানা তথা বাংলার জয়জয়কার খানিক হলেও ম্লান করে দিল পাশ্চাত্য সিম্ফনিকে ।

এর আগে ভারত ও বাংলাদেশ মিলিয়ে নোবেলে যুক্ত হয়েছে তিন বাঙালির নাম । সালটা 1913 । নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর । কিন্তু স্টকহোমের সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি রবীন্দ্রনাথ ।

image
1998 সালে নোবেল পুরস্কার নিচ্ছেন অর্মত্য সেন

সাল 1998 । অর্থনীতিতে নোবেল পান অর্মত্য সেন । নোবেল পুরস্কার অনুষ্ঠানে পুরুষদের প্রথাগত পোশাক কালো সুট এব‌ং সাদা টাইতেই পুরস্কার নিয়েছিলেন তিনি ।

image
2006 সালে নোবেল পান মহম্মদ ইউনুস

2006 সাল । শান্তির জন্য নোবেল পান বাংলাদেশের মহম্মদ ইউনুস । পুরস্কার গ্রহণের সময় তিনি একটি পাজামা- পাঞ্জাবি পরেছিলেন ।

তবে কোথাও যেন ব্যতিক্রম অভিজিৎ । 1901 সালের 10 ডিসেম্বর থেকেই নিয়ম রয়েছে । পুরুষদের প্রথাগত পোশাক কালো সুট এব‌ং সাদা টাই । এক্ষেত্রে নির্দিষ্ট পোশাক পরিবর্তনে কমিটির কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয় । 2006 সালে পাজামা- পাঞ্জাবির জন্য অনুমতি নিতে হয় মহম্মদ ইউনুসকে । তবে কোথাও যেন খামতি থেকে যায় । এবার বাঙালির সেই 'ক্ষত'তে কিছুটা মলম লাগালেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । পরনে সোনালি পাড়ের ধুতি । সঙ্গে পাঞ্জাবি ও কালো ভেলভেট কোর্ট । এই পোশাকের জন্য তাঁকেও কমিটির কাছে বিশেষ অনুমতি নিতে হয় । আর পাশে তখন অর্ধাঙ্গিনী ৷ যেন সত্যিই তাঁরা একে অপরের পরিপূরক ৷

  • Watch Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer receive their medals and diplomas at the #NobelPrize award ceremony today. Congratulations!

    They were awarded the 2019 Prize in Economic Sciences “for their experimental approach to alleviating global poverty.” pic.twitter.com/c3ltP7EXcF

    — The Nobel Prize (@NobelPrize) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্ত্রী এস্থার ডুফলো পরনে নীলচে সবুজ শাড়ি । সঙ্গে কনট্রাস্ট লাল ব্লাউজ । কপালে টিপও রয়েছে । পুরোপুরি আটপৌরে বাঙালি ৷ গোটা বিশ্ব তখন দেখছে, এক বাঙালি আর তাঁর পাশে বাঙালি না হয়েও তিনি বাঙালি বধূ ৷ এর আগে শাড়ি পরে নোবেল মঞ্চে উঠেছিলেন মাদার টেরেসা । সে-বছর (১৯৭৯) অনুষ্ঠান হয়েছিল অসলোয় ।

তিনজন পুরস্কার প্রাপকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে পাশাপাশি দাঁড়ান অভিজিৎ, এস্থার এবং মাইকেল ক্রেমার। পদক ও ডিপ্লোমা তুলে দেন সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ। নোবেল কর্তৃপক্ষ টুইট করে সেই ভিডিয়ো টুইট করে নোবেল কর্তৃপক্ষ । অভিজিৎ ও এস্থারের পোশাক নিয়ে প্রশংসার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়ায় ।

কিন্তু, দিনের শেষে পুরোদস্তুর বাঙালিয়ানার ছোঁয়ায় কোথায় একটা খচখচানি থেকেই গেল ৷ ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো কোট ! মনটা যেন মানতে চাইল না ৷

কলকাতা, 11 ডিসেম্বর : 10 ডিসেম্বর, 2019 । স্টকহোমের মঞ্চে তখন চাঁদের হাট । পাশ্চাত্য সিম্ফনির সুরে মেতে উঠেছে নোবেলের মঞ্চ । গান বাজনার মাঝে মাঝে চলছে বক্তৃতা । একে একে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্যে কৃতীদের নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে । সাদা পাকা চুলের ছিপছিপের চেহারার মানুষটা তখন সস্ত্রীক বসে রয়েছেন । যথানিয়মে,অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হচ্ছে । বাাঙালি তথা আপামর ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষায় । তখনই নোবেলের শতাব্দীর পোশাক-প্রথা ভেঙে ধুতি-পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । সাত সমুদ্র পারে গোটা হল যখন করতালিতে স্বাগত জানাচ্ছে । তখন হাজার হাজার কিলোমিটার দূরে টিভির সামনে বসে আবেগে বুক বাঁধছে প্রতিটি বাঙালি । এর আগেও বাংলার সংস্কৃতি নোবেলের মঞ্চে দাঁড়িয়েছে , কিন্তু এই প্রথমবার পুরোদস্তুর বাঙালিয়ানা তথা বাংলার জয়জয়কার খানিক হলেও ম্লান করে দিল পাশ্চাত্য সিম্ফনিকে ।

এর আগে ভারত ও বাংলাদেশ মিলিয়ে নোবেলে যুক্ত হয়েছে তিন বাঙালির নাম । সালটা 1913 । নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর । কিন্তু স্টকহোমের সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি রবীন্দ্রনাথ ।

image
1998 সালে নোবেল পুরস্কার নিচ্ছেন অর্মত্য সেন

সাল 1998 । অর্থনীতিতে নোবেল পান অর্মত্য সেন । নোবেল পুরস্কার অনুষ্ঠানে পুরুষদের প্রথাগত পোশাক কালো সুট এব‌ং সাদা টাইতেই পুরস্কার নিয়েছিলেন তিনি ।

image
2006 সালে নোবেল পান মহম্মদ ইউনুস

2006 সাল । শান্তির জন্য নোবেল পান বাংলাদেশের মহম্মদ ইউনুস । পুরস্কার গ্রহণের সময় তিনি একটি পাজামা- পাঞ্জাবি পরেছিলেন ।

তবে কোথাও যেন ব্যতিক্রম অভিজিৎ । 1901 সালের 10 ডিসেম্বর থেকেই নিয়ম রয়েছে । পুরুষদের প্রথাগত পোশাক কালো সুট এব‌ং সাদা টাই । এক্ষেত্রে নির্দিষ্ট পোশাক পরিবর্তনে কমিটির কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয় । 2006 সালে পাজামা- পাঞ্জাবির জন্য অনুমতি নিতে হয় মহম্মদ ইউনুসকে । তবে কোথাও যেন খামতি থেকে যায় । এবার বাঙালির সেই 'ক্ষত'তে কিছুটা মলম লাগালেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । পরনে সোনালি পাড়ের ধুতি । সঙ্গে পাঞ্জাবি ও কালো ভেলভেট কোর্ট । এই পোশাকের জন্য তাঁকেও কমিটির কাছে বিশেষ অনুমতি নিতে হয় । আর পাশে তখন অর্ধাঙ্গিনী ৷ যেন সত্যিই তাঁরা একে অপরের পরিপূরক ৷

  • Watch Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer receive their medals and diplomas at the #NobelPrize award ceremony today. Congratulations!

    They were awarded the 2019 Prize in Economic Sciences “for their experimental approach to alleviating global poverty.” pic.twitter.com/c3ltP7EXcF

    — The Nobel Prize (@NobelPrize) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্ত্রী এস্থার ডুফলো পরনে নীলচে সবুজ শাড়ি । সঙ্গে কনট্রাস্ট লাল ব্লাউজ । কপালে টিপও রয়েছে । পুরোপুরি আটপৌরে বাঙালি ৷ গোটা বিশ্ব তখন দেখছে, এক বাঙালি আর তাঁর পাশে বাঙালি না হয়েও তিনি বাঙালি বধূ ৷ এর আগে শাড়ি পরে নোবেল মঞ্চে উঠেছিলেন মাদার টেরেসা । সে-বছর (১৯৭৯) অনুষ্ঠান হয়েছিল অসলোয় ।

তিনজন পুরস্কার প্রাপকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে পাশাপাশি দাঁড়ান অভিজিৎ, এস্থার এবং মাইকেল ক্রেমার। পদক ও ডিপ্লোমা তুলে দেন সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ। নোবেল কর্তৃপক্ষ টুইট করে সেই ভিডিয়ো টুইট করে নোবেল কর্তৃপক্ষ । অভিজিৎ ও এস্থারের পোশাক নিয়ে প্রশংসার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়ায় ।

কিন্তু, দিনের শেষে পুরোদস্তুর বাঙালিয়ানার ছোঁয়ায় কোথায় একটা খচখচানি থেকেই গেল ৷ ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো কোট ! মনটা যেন মানতে চাইল না ৷

New Delhi, Dec 11 (ANI): Petrol prices shot up in Delhi. It raised upto Rs 75 per liter. Consumers showed their concern as fuel prices are rising steadily in the national capital. Petrol prices were hiked by five paise and diesel by 10-11 paise on December 09. Diesel price is upto Rs 66.04 per litre.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.