ETV Bharat / state

Coromandel Express Accident: হাজারেরও বেশি যাত্রী নিয়ে বালাসোর থেকে হাওড়ায় আসছে দু'টি ট্রেন - yashwant express train

বিভিন্ন রাজ্যের মানুষ আটকে রয়েছে ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে ৷ পশ্চিমবঙ্গের আটকে থাকা যাত্রীদের আনতে হাওড়া থেকে দু'টি ট্রেন বালাসোর গিয়েছে ৷ সেই ট্রেন 2টি হাওড়া ফিরছে ৷

ETV Bharat
ট্রেন দুর্ঘটনা
author img

By

Published : Jun 3, 2023, 12:57 PM IST

কলকাতা ও বালাসোর, 3 জুন: বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ ওড়িশার বালাসোরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা ৷ দুর্ঘটনায় মৃত ও আহতদের মধ্যে বিভিন্ন রাজ্যের মানুষ রয়েছেন ৷ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে শনিবার সকালে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিশেষ ট্রেন রওনা দিয়েছে ৷ দু'টি ট্রেন আজই হাওড়ায় ঢুকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

এছাড়া মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে 40 জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালাসোরে ৷ গতকাল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, একটি চিকিৎসকের একটি দল বালাসোরের গিয়েছে ৷ তিনি আশ্বাস দিয়েছেন, এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকার্যে সব রকম ভাবে ওড়িশা সরকারের পাশে থাকবে বাংলার সরকার ৷

দক্ষিণ-পূর্ব রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বাহাঙ্গা বাজার থেকে 1 হাজার 200 জন যাত্রী নিয়ে দু'টি ট্রেন শনিবারই হাওড়ায় ফিরবে ৷ একটি ট্রেনে 1 হাজার জন যাত্রী সমেত বালাসোর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ আরেকটি ট্রেনে 200 জন যাত্রী রয়েছে ৷ খড়্গপুর এবং হাওড়া স্টেশনে জল ও খাবারদাবারের বন্দোবস্ত করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু থেকেও বিশেষ উদ্ধারকারী ট্রেন পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ বালাসোর থেকে 195 জন যাত্রী নিয়ে চেন্নাই যাচ্ছে ট্রেনটি ৷ শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7.15 মিনিটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ওড়িশার বালাসোরের বাহাঙ্গা এলাকায় ৷

চেন্নাইগামী শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে ৷ এক্সপ্রেসের কতগুলি বগি পার্শ্ববর্তী ট্র্যাকে ছিটকে গিয়ে পড়ে ৷ এদিকে হাওড়াগামী বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনটি ওই ট্র্যাক দিয়ে আসছিল ৷ তাকে এই লাইনচ্যুত বগিগুলির ধাক্কা লাগে ৷ তিনটি ট্রেনের এই দুর্ঘটনায় 17টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে এনডিআরএফ ৷ বহু বগি ক্ষতিগ্রস্ত ৷ গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগিগুলি কেটে যাত্রীদের বের করে আনা হচ্ছে ৷ এখনও ধ্বংসস্তূপের নীচে বহু যাত্রী আটকে আছে বলে অনুমান ৷ এনডিআরএফ ছাড়াও উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় বায়ু সেনা ৷

আরও পড়ুন: বালাসোরে দুর্ঘটনাস্থলে আজই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কলকাতা ও বালাসোর, 3 জুন: বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ ওড়িশার বালাসোরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা ৷ দুর্ঘটনায় মৃত ও আহতদের মধ্যে বিভিন্ন রাজ্যের মানুষ রয়েছেন ৷ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে শনিবার সকালে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিশেষ ট্রেন রওনা দিয়েছে ৷ দু'টি ট্রেন আজই হাওড়ায় ঢুকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

এছাড়া মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে 40 জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালাসোরে ৷ গতকাল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, একটি চিকিৎসকের একটি দল বালাসোরের গিয়েছে ৷ তিনি আশ্বাস দিয়েছেন, এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকার্যে সব রকম ভাবে ওড়িশা সরকারের পাশে থাকবে বাংলার সরকার ৷

দক্ষিণ-পূর্ব রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বাহাঙ্গা বাজার থেকে 1 হাজার 200 জন যাত্রী নিয়ে দু'টি ট্রেন শনিবারই হাওড়ায় ফিরবে ৷ একটি ট্রেনে 1 হাজার জন যাত্রী সমেত বালাসোর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ আরেকটি ট্রেনে 200 জন যাত্রী রয়েছে ৷ খড়্গপুর এবং হাওড়া স্টেশনে জল ও খাবারদাবারের বন্দোবস্ত করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু থেকেও বিশেষ উদ্ধারকারী ট্রেন পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ বালাসোর থেকে 195 জন যাত্রী নিয়ে চেন্নাই যাচ্ছে ট্রেনটি ৷ শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7.15 মিনিটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ওড়িশার বালাসোরের বাহাঙ্গা এলাকায় ৷

চেন্নাইগামী শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে ৷ এক্সপ্রেসের কতগুলি বগি পার্শ্ববর্তী ট্র্যাকে ছিটকে গিয়ে পড়ে ৷ এদিকে হাওড়াগামী বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনটি ওই ট্র্যাক দিয়ে আসছিল ৷ তাকে এই লাইনচ্যুত বগিগুলির ধাক্কা লাগে ৷ তিনটি ট্রেনের এই দুর্ঘটনায় 17টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে এনডিআরএফ ৷ বহু বগি ক্ষতিগ্রস্ত ৷ গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগিগুলি কেটে যাত্রীদের বের করে আনা হচ্ছে ৷ এখনও ধ্বংসস্তূপের নীচে বহু যাত্রী আটকে আছে বলে অনুমান ৷ এনডিআরএফ ছাড়াও উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় বায়ু সেনা ৷

আরও পড়ুন: বালাসোরে দুর্ঘটনাস্থলে আজই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.