কলকাতা, 24 মে : রাজ্যে আরও কিছুটা কমল করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 17 হাজার 883 জন ৷ 23 মে এই সংখ্যাটি ছিল 18 হাজার 442 জন ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার 88.86 শতাংশ ৷ আগের দিনের তুলনায় সুস্থতার হারও সামান্য বেড়েছে এদিন ৷
অন্যদিকে 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 19 হাজার 670 জন ৷ গতকাল সুস্থ হয়েছিলেন 19 হাজার 429 জন ৷ 23 মে'র তুলনায় 24 মে মৃতের সংখ্যা কমেছে 3টি ৷ 23 মে মৃতের সংখ্যাটি ছিল 156 জন ৷ 24 মে তা দাঁড়িয়েছে 153 ৷ এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 14 হাজার 517 জনের ৷ 24 মে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লক্ষ 28 হাজার 585 জন ৷ আগের দিনের তুলনায় গত 24 ঘণ্টায় সংক্রমণ কমার সংখ্যা 1 হাজার 940 ৷
আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 66 হাজার 288 জনের ৷ এই নিয়ে মোট 1 কোটি 19 লাখ 91 হাজার 849টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ আজ পরীক্ষা করা মোট নমুনার 10.72 শতাংশ লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷
আগের দিনের মতো আজও রাজ্যে করোনা সংক্রমণে সবার উপরে আছে উত্তর 24 পরগনা জেলা ৷ গত 24 ঘণ্টায় জেলার 3 হাজার 793 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ শহর কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 121 জন ৷
আরও পড়ুন : কথা রাখলেন মমতা, তৃণমূলের ইস্তাহারের 3 প্রতিশ্রুতিতে ছাড়পত্র মন্ত্রিসভার