ETV Bharat / state

প্রাইমারি শিক্ষকদের অনশনের 144 ঘণ্টা পার, অসুস্থ আরও 5

বেতন বৃদ্ধির দাবিতে অনশন শুরু করেছিলেন 20 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা । দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন দু'জন । 144 ঘণ্টা পেরিয়ে গেছে । আজ আবারও 5 জন অসুস্থ হয়ে পড়েন ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 19, 2019, 5:10 PM IST

কলকাতা, 19 জুলাই : বেতন বৃদ্ধির দাবিতে অনশন শুরু করেছিলেন 20 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা । অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন দু'জন । তাঁদের অনশন থেকে তুলে নেওয়া হয় । তারপর থেকে 18 জন শিক্ষক-শিক্ষিকা চালিয়ে যাচ্ছেন অনশন । আজ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনশন কর্মসূচির সপ্তম দিন । 144 ঘণ্টা পেরিয়ে গেছে । ক্রমে বাড়ছে অসুস্থদের সংখ্যা । গতকাল 18 জন অনশনকারীর মধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়েন । তাঁরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ফিরে এসে আবার অনশন চালিয়ে যান । আজ আবারও 5 জন অসুস্থ হয়ে পড়েন । তবু নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ।


বহুবার রাস্তায় নামার পর গত শুক্রবার ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে মিছিল করে করুণাময়ী থেকে উন্নয়ন ভবনের সামনে এসে অবস্থান শুরু করেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক । আন্দোলনকে আরও জোরদার করতে শনিবার বেলা 12টা থেকে 20 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা অনশন শুরু করেন । প্রথম থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হন তাঁরা । পানীয় জল, শৌচালয়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্যা সঙ্গে নিয়েই বিগত 7 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা । কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সদুত্তর মেলেনি ।

image
অনশনে শিক্ষক-শিক্ষিকা

ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) কোর কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্যায় বলেন, "অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন । সবাইকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে । আজ সকাল থেকে 5 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাদের ট্রিটমেন্ট করিয়ে আবার নিয়ে আসা হয়েছে ৷ তাঁরা অসুস্থ হলেও কোনওমতে অনশন তুলে নিতে রাজি নয় ।"

তাঁদের এই অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছেন কবি শঙ্খ ঘোষ । সমর্থন জানাতে অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন পবিত্র সরকারের মতো বিশিষ্ট শিক্ষাবিদরা । চন্দন চট্টোপাধ্যায় বলেন, "সমাজের সব স্তরের মানুষই এখানে ভিড় করেছেন, শুধুমাত্র সরকার পক্ষ থেকে বাদ দিয়ে । বিভিন্ন স্তরের মানুষই আসছেন সমবেদনা জানাতে । শঙ্খ ঘোষ বার্তা দিয়েছেন, পবিত্র সরকার এসেছিলেন এখানে । তাঁরা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন । চিত্রপরিচালক অরুণাভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন ।"

image
চিকিৎসাধীন অনশনকারী

এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সদুত্তর না পেলেও এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন চন্দন চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আমাদের কোনও খবর না দিলেও একইভাবে আন্দোলন চলবে । এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও শো-কজ় লেটার পৌঁছায়নি । তবে, ধমক চমকটা চলছে । অনেক জায়গায় সার্কেল ইনস্পেক্টররা বিভিন্ন অজুহাত দেখিয়ে CL দিতে চাইছেন না । এগুলি সমস্যা করছে ।"

কলকাতা, 19 জুলাই : বেতন বৃদ্ধির দাবিতে অনশন শুরু করেছিলেন 20 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা । অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন দু'জন । তাঁদের অনশন থেকে তুলে নেওয়া হয় । তারপর থেকে 18 জন শিক্ষক-শিক্ষিকা চালিয়ে যাচ্ছেন অনশন । আজ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনশন কর্মসূচির সপ্তম দিন । 144 ঘণ্টা পেরিয়ে গেছে । ক্রমে বাড়ছে অসুস্থদের সংখ্যা । গতকাল 18 জন অনশনকারীর মধ্যে 4 জন অসুস্থ হয়ে পড়েন । তাঁরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ফিরে এসে আবার অনশন চালিয়ে যান । আজ আবারও 5 জন অসুস্থ হয়ে পড়েন । তবু নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ।


বহুবার রাস্তায় নামার পর গত শুক্রবার ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে মিছিল করে করুণাময়ী থেকে উন্নয়ন ভবনের সামনে এসে অবস্থান শুরু করেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক । আন্দোলনকে আরও জোরদার করতে শনিবার বেলা 12টা থেকে 20 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা অনশন শুরু করেন । প্রথম থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হন তাঁরা । পানীয় জল, শৌচালয়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্যা সঙ্গে নিয়েই বিগত 7 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা । কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সদুত্তর মেলেনি ।

image
অনশনে শিক্ষক-শিক্ষিকা

ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) কোর কমিটির সদস্য চন্দন চট্টোপাধ্যায় বলেন, "অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন । সবাইকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে । আজ সকাল থেকে 5 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাদের ট্রিটমেন্ট করিয়ে আবার নিয়ে আসা হয়েছে ৷ তাঁরা অসুস্থ হলেও কোনওমতে অনশন তুলে নিতে রাজি নয় ।"

তাঁদের এই অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছেন কবি শঙ্খ ঘোষ । সমর্থন জানাতে অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন পবিত্র সরকারের মতো বিশিষ্ট শিক্ষাবিদরা । চন্দন চট্টোপাধ্যায় বলেন, "সমাজের সব স্তরের মানুষই এখানে ভিড় করেছেন, শুধুমাত্র সরকার পক্ষ থেকে বাদ দিয়ে । বিভিন্ন স্তরের মানুষই আসছেন সমবেদনা জানাতে । শঙ্খ ঘোষ বার্তা দিয়েছেন, পবিত্র সরকার এসেছিলেন এখানে । তাঁরা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন । চিত্রপরিচালক অরুণাভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন ।"

image
চিকিৎসাধীন অনশনকারী

এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সদুত্তর না পেলেও এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন চন্দন চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আমাদের কোনও খবর না দিলেও একইভাবে আন্দোলন চলবে । এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও শো-কজ় লেটার পৌঁছায়নি । তবে, ধমক চমকটা চলছে । অনেক জায়গায় সার্কেল ইনস্পেক্টররা বিভিন্ন অজুহাত দেখিয়ে CL দিতে চাইছেন না । এগুলি সমস্যা করছে ।"

Intro:কলকাতা, ১৯ জুলাই: বেতন বৃদ্ধির দাবিতে অনশন শুরু করেছিলেন ২০ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন দুজন। তাঁদের অনশন থেকে তুলে নেওয়া হয়। তারপর থেকে ১৮ জন শিক্ষক-শিক্ষিকা চালিয়ে যাচ্ছেন অনশন। আজ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনশন কর্মসূচির সপ্তম দিন। ঘন্টার হিসেবে ১৪৪ ঘন্টা পেরিয়ে গেছে। ক্রমে বাড়ছে অসুস্থতার সংখ্যা। গতকাল ১৮ জন অনশনকারী মধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ফিরে এসে আবার অনশন চালিয়ে যান। আজ আবারও ৫ জন অসুস্থ হয়ে পড়েন। তবু নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা।
Body:বহুবার রাস্তায় নামার পরে গত শুক্রবার ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে মিছিল করে করুণাময়ী থেকে উন্নয়ণ ভবনের সামনে এসে অবস্থান শুরু করেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক। আন্দোলনকে আরও জোরদার করতে শনিবার বেলা ১২টা থেকে ২০ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা অনশন শুরু করে। প্রথম থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হন তাঁরা। পানীয় জল, শৌচালয়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্যা সঙ্গে নিয়েই বিগত ৭ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু এখন অব্দি প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি।

ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) কোর কমিটির সদস্য চন্দন চ্যাটার্জী বলেন, "আস্তে আস্তে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। সবাইকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এখনো পর্যন্ত কোনো খবর নেই। আজকের সকাল থেকে ৫ জনকে হসপিটালে নিয়ে গেছিলাম। তাদেরকে ট্রিটমেন্ট করিয়ে ফেরত নিয়ে আসছি আবার। তাঁরা কিন্তু অসুস্থ হলেও কোনও মতেই অনশন তুলে নিতে রাজি নয়।" তাঁদের এই অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছেন কবি শঙ্খ ঘোষ। সমর্থন জানাতে অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন পবিত্র সরকারের মতো বিশিষ্ট শিক্ষাবিদরা। চন্দন চ্যাটার্জী বলেন, "সমাজের সব স্তরের মানুষই এখানে ভিড় করেছেন, শুধুমাত্র সরকারের পক্ষ থেকে বাদ দিয়ে। বিভিন্ন স্তরের মানুষই আসছেন সমবেদনা জানাতে। শঙ্খ ঘোষ বার্তা দিয়েছেন, পবিত্র সরকার এসেছিলেন এখানে। তাঁরা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। চিত্রপরিচালক অরুণাভ গাঙ্গুলি এসেছিলেন।"

এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর না পেলেও এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন চন্দন চ্যাটার্জী। তিনি বলেন, "আমাদের কোনও খবর না দিলেও আমাদের এই রকম ভাবেই আন্দোলন চলবে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোন শো-কজ লেটার পৌঁছায়নি। তবে, ধমক চমকটা চলছে। অনেক জায়গায় সার্কেল ইনস্পেক্টররা CL দিতে চাইছেন না, বিভিন্ন অজুহাত দেখিয়ে। এগুলো সমস্যা করছে।"



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.