ETV Bharat / state

নিষিদ্ধ ক্যাপসুল পাচারের সময় গ্রেপ্তার যুবক

সেবকে নাকা চেকিং চলার সময় ট্রাক থেকে উদ্ধার 325 টি নিষিদ্ধ ক্যাপসুল ৷ গ্রেপ্তার ট্রাক চালক৷ ট্রাকটিকে আটক করেছে পুলিশ ৷

Drugs recovered
Drugs recovered
author img

By

Published : Mar 8, 2020, 4:02 AM IST

দার্জিলিং, 8 মার্চ : নিষিদ্ধ ক্যাপসুল পাচারের সময় গ্রেপ্তার যুবক । নাম দীনেশ শর্মা। বয়স 22 । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 13 পাতা স্পাসমো প্রোক্সিভন নামক নিষিদ্ধ ক্যাপসুল৷সেবকের ঘটনা ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের বাড়ি দক্ষিণ সিকিমের নামচিতে । পেশায় ট্রাক চালক সে । গতকাল ট্রাক নিয়ে সেবক থেকে সিকিমের নামচির দিকে যাচ্ছিল ওই যুবক৷ তখনই নাকা চেকিংয়ে ট্রাকটিকে আটক করে সেবক ফাঁড়ির পুলিশ৷ ট্রাক থেকে উদ্ধার হয় 325 টি স্পাসমো প্রোক্সিভন ক্যাপসুল৷ পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই যুবককে ৷ আজ তাকে কার্শিয়াং আদালতে তোলা হবে৷

গোয়েন্দাদের কাছে মাদক পাচারের আগাম খবর ছিল। সেইমতো কয়েকদিন ধরেই নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ । আর তাতেই জালে পড়ে দীনেশ । আগামী দিনেও নাকা চেকিং চলবে বলে জানিয়েছেন সেবক ফাঁড়ির OC ডালিম অধিকারী ।

দার্জিলিং, 8 মার্চ : নিষিদ্ধ ক্যাপসুল পাচারের সময় গ্রেপ্তার যুবক । নাম দীনেশ শর্মা। বয়স 22 । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 13 পাতা স্পাসমো প্রোক্সিভন নামক নিষিদ্ধ ক্যাপসুল৷সেবকের ঘটনা ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের বাড়ি দক্ষিণ সিকিমের নামচিতে । পেশায় ট্রাক চালক সে । গতকাল ট্রাক নিয়ে সেবক থেকে সিকিমের নামচির দিকে যাচ্ছিল ওই যুবক৷ তখনই নাকা চেকিংয়ে ট্রাকটিকে আটক করে সেবক ফাঁড়ির পুলিশ৷ ট্রাক থেকে উদ্ধার হয় 325 টি স্পাসমো প্রোক্সিভন ক্যাপসুল৷ পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই যুবককে ৷ আজ তাকে কার্শিয়াং আদালতে তোলা হবে৷

গোয়েন্দাদের কাছে মাদক পাচারের আগাম খবর ছিল। সেইমতো কয়েকদিন ধরেই নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ । আর তাতেই জালে পড়ে দীনেশ । আগামী দিনেও নাকা চেকিং চলবে বলে জানিয়েছেন সেবক ফাঁড়ির OC ডালিম অধিকারী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.