কালিম্পং, 1 ফেব্রুয়ারি : ফের যাত্রী-সহ তিস্তায় তলিয়ে গেল গাড়ি। নিখোঁজ পাঁচজন। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিম্পংয়ের ত্রিবেণী থেকে পিকনিক করে ফেরার পথে যাত্রীবাহী একটি চারচাকা গাড়ি 29 মাইল ও ডালখোলার মাঝে রাস্তায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট নীচে খরস্রোতা তিস্তায় তলিয়ে যায়।
জানা গিয়েছে, তলিয়ে গিয়ে গাড়ির চালক অশোক রাই, উত্তম রাই, অনিষা রাই, শিশির রাই এবং প্রতেশ সাহ নিখোঁজ হয়েছেন। তার মধ্যে উত্তম, অনিষা এবং শিশির একই পরিবারের সদস্য। প্রত্যেকে কালিম্পং জেলার গোরুবাথান ব্লকের অম্বিয়ক চা-বাগান সংলগ্ন সীতাঢুঙ্গের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনডিআরএফ এবং রম্ভি থানার পুলিশ।
আরও পড়ুন : প্রেমের টোপ দিয়ে নারী পাচার, গ্রেপ্তার অভিযুক্ত
ইতিমধ্যে নদীতে খোঁজ শুরু হয়। কিন্তু রাত হতেই আলোর অভাবে তল্লাশি থামাতে হয়। মঙ্গলবার সকাল থেকে ডুবুরি নামিয়ে ফের তল্লাশি শুরু করা হবে বলে জানা গিয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার হরেকৃষ্ণ পাঁই বলেন, "এখনও পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশি চলছে।"