ETV Bharat / state

লক্ষ্য টিম স্পিরিট, তিস্তায় ১০৫ কিলোমিটার রাফটিং সেনার : ভিডিয়ো - teesta

পাহাড়ের খরস্রোতা তিস্তায় রাফটিং এক্সপেডিশন করল ভারতীয় সেনা। আ্যডভেঞ্চার স্পোর্টসে জওয়ানদের মধ্যে কৌশল ও মনোবল বাড়ানোর লক্ষ্যে ১০৫ কিলোমিটার লম্বা পথ জুড়ে এই রাফটিং হয়।

author img

By

Published : Mar 9, 2019, 10:30 PM IST

কালিম্পং, ০৯ মার্চ : পাহাড়ের খরস্রোতা তিস্তায় রাফটিং এক্সপেডিশন করল ভারতীয় সেনা। আ্যডভেঞ্চার স্পোর্টসে জওয়ানদের মধ্যে কৌশল ও মনোবল বাড়ানোর লক্ষ্যে ১০৫ কিলোমিটার লম্বা পথ জুড়ে এই রাফটিং হয়। সিকিমের শেরওয়ানি থেকে ৪ মার্চ শুরু হয় এক্সপেডিশন। আজ সেবকের করোনেশনে এক্সপেডিশন শেষ হয়। শেরওয়ানি থেকে সেবকের বাঘপুল পর্যন্ত এই রাফটিংয়ের পথে সিনতাম ও রংপোর স্কুল পড়ুয়াদের সঙ্গে রাফটিং নিয়ে আলোচনা হয়।

ভারতীয় সেনার ৩৩ কর্পসের ব্ল্যাকক্যাট ডিভিশনের মেজর জেনারেল আর সি তিওয়ারি এই অভিযানের সূচনা করেন। রাফটিংয়ের মাধ্যমে সেনার তরফে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহ প্রদানের পাশপাশি অ্যাডভেঞ্চারের বিভিন্ন সরঞ্জামের প্রদর্শন করা হয়। টিম স্পিরিট সহ সেনা জওয়ানদের মধ্যে উৎসাহ বাড়াতে এই ধরনের আ্যডভেঞ্চার মাঝে মধ্যেই করে থাকে সেনাবাহিনী। জওয়ানদের মধ্যে টিম স্পিরিট বাড়ানো সহ এই ধরনের এক্সপেডিশন আরও হবে বলে সেনা সূত্রে খবর।

কালিম্পং, ০৯ মার্চ : পাহাড়ের খরস্রোতা তিস্তায় রাফটিং এক্সপেডিশন করল ভারতীয় সেনা। আ্যডভেঞ্চার স্পোর্টসে জওয়ানদের মধ্যে কৌশল ও মনোবল বাড়ানোর লক্ষ্যে ১০৫ কিলোমিটার লম্বা পথ জুড়ে এই রাফটিং হয়। সিকিমের শেরওয়ানি থেকে ৪ মার্চ শুরু হয় এক্সপেডিশন। আজ সেবকের করোনেশনে এক্সপেডিশন শেষ হয়। শেরওয়ানি থেকে সেবকের বাঘপুল পর্যন্ত এই রাফটিংয়ের পথে সিনতাম ও রংপোর স্কুল পড়ুয়াদের সঙ্গে রাফটিং নিয়ে আলোচনা হয়।

ভারতীয় সেনার ৩৩ কর্পসের ব্ল্যাকক্যাট ডিভিশনের মেজর জেনারেল আর সি তিওয়ারি এই অভিযানের সূচনা করেন। রাফটিংয়ের মাধ্যমে সেনার তরফে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহ প্রদানের পাশপাশি অ্যাডভেঞ্চারের বিভিন্ন সরঞ্জামের প্রদর্শন করা হয়। টিম স্পিরিট সহ সেনা জওয়ানদের মধ্যে উৎসাহ বাড়াতে এই ধরনের আ্যডভেঞ্চার মাঝে মধ্যেই করে থাকে সেনাবাহিনী। জওয়ানদের মধ্যে টিম স্পিরিট বাড়ানো সহ এই ধরনের এক্সপেডিশন আরও হবে বলে সেনা সূত্রে খবর।

Intro:ইভটিজার ধরতে ইউরোপের ধাঁচে পিংক পেট্রোলিং চালু দার্জিলিংয়ে

দার্জিলিং, ০৮ মার্চ : ইউরোপের ধাঁচে এ রাজ্যে প্রথম । শৈলশহরে 'পিংক পেট্রোলিং'। শুক্রবার বিশ্ব নারী দিবসের দিন দার্জিলিংয়ে চালু হল এই বিশেষ স্কোয়াড । ইভটিজার ধরা থেকে মহিলাদের নিরাপত্তাই এই বাহিনী কাজ। চৌরাস্তা থেকে শপিংমল সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে বেড়াবে এই বাহিনী । দার্জিলিংয়ে বেড়াতে আসা মহিলা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বাহিনী বলে জেলা পুলিশ সূত্রের খবর । Body:এই স্কোয়াডের জন্য দেওয়া হয়েছে একটি নয়া গাড়ি । দার্জিলিং টাউন ডিএসপি-এর তত্বাবধানে এই স্কোয়াড কাজ করবে । স্কোয়াডের সবাই মহিলা পুলিশ । দার্জিলিং মহিলা থানার ওসি অঞ্জনা রায়ের নেতৃত্বে এই স্কোয়াড শহরে টহল দেওয়ার পাশপাশি সাদা পোশাকেও নজরদারি চালাবে । এদিন দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে এই স্কোয়াডের সূচনা করেন । জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন, দার্জিলিংয়ের ম্যাল থেকে শুরু করে চকবাজার, জজবাজার, নেহেরু রোড, রবার্টসন রোড, এইচ ডি লামা রোড, হিলকার্ট রোড, লাডেনলা রোড ছাড়াও অন্যত্র এই বাহিনী নজরদারি চালাবে । কোথাও কোনোও মহিলাকে উত্যক্ত করার খবর পেলেই দ্রুত ওই বাহিনী পৌঁছে যাবে । অভিযুক্তদের পাকরাও করবে । দার্জিলিং থানার আইসি তীর্থনাথ বলেন, কেরালা সহ ভারতের বড় বড় কয়েকটি শহরে এধরণের বিশেষ স্কোয়াড থাকলেও পশ্চিমবঙ্গে প্রথম । এই বাহিনীর গাড়ি চালক থেকে শুরু করে অফিসার, কনস্টেবল -সবই মহিলা । Conclusion:এই বাহিনী দার্জিলিং শহরে খুবই কার্যকর হবে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা । এরফলে মহিলারাও মানসিকভাবে সাহস পাবে বলে মনে করছে জেলা পুলিশের কর্তারা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.